দুর্গাপুজো আসতে আর হাতেগোনা কয়েক দিনের অপেক্ষা মাত্র। চারিদিক সেজে উঠতে শুরু করেছে শারদীয়ার সাজে। শারদীয়ার উৎসবের আমেজে সরকারি এবং বেসরকারি অফিসের তরফ থেকে দুর্গাপূজা উপলক্ষে বোনাস দেওয়া হয়। এই বোনাস কত টাকা দেওয়া হবে, তার জন্যই অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে কর্মচারীরা। রাজ্য সরকারের তরফ থেকে সরকারি এবং সরকার অধীনস্থ সংস্থাগুলির কর্মচারীদের জন্য একটি সুখবর রয়েছে। সম্প্রতি নবান্নের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে, সেখানে উল্লেখ করা হয়েছে দুর্গাপুজোর আগেই অর্থাৎ আগস্ট মাস থেকে বেতন যা ছিল, তার থেকেও আরও ৩ হাজার টাকা করে বর্ধিত করা হবে। এই খবরে সমস্ত সরকারি কর্মচারী এবং সরকার অধীনস্থ সংস্থার পার্টটাইম কর্মচারীদের মুখে হাসি ফুটে উঠেছে।
প্রত্যেকটি কর্মচারী যে মেহনত করে কাজ করে, তাঁরা সবাই অপেক্ষা করে থাকে কবে তাদের বেতন বৃদ্ধি পাবে। রাজ্য সরকার যখন নিজের থেকেই এমন একটি খুশির খবর দেন, তখনতো সরকারি কর্মচারীদের এক কথায় “সোনায় সোহাগা”।
রাজ্য সরকারি অফিসগুলোতে এবং সরকার অধিনস্ত সংস্থাগুলোতে অনেক পার্টটাইম কর্মচারী নিযুক্ত থাকে এবং তাদের জন্য এক বিশেষ ভাতা চালু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিশেষ ভাতার পরিমান বাড়ানো হলো অবশেষে। নবান্নের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ২৬ শে আগস্ট। ২৭ শে আগস্ট রাজ্যের সমস্ত সরকারি দপ্তর এবং অধিদপ্তরের ডিপার্টমেন্টে এই বিজ্ঞপ্তি পাঠিয়ে দেওয়া হয়েছে। অর্থ দপ্তর জানিয়েছেন, ১লা আগস্ট থেকে এই বর্ধিত বেতন কার্যকর করা হয়েছে।
আরো ও খবর পড়ুন:- CSC ট্রেনিং ও সার্টিফিকেট কোর্স, সাথে ৩০,০০০ টাকা পাওয়ার সুযোগ; কেন্দ্রীয় সরকারের নতুন স্কিম?
এতদিন পর্যন্ত এই সমস্ত পার্টটাইম কর্মচারীরা ২০০০ টাকা করে মাসিক বেতন পেতেন। পুজোর আগে আগেই আগস্ট মাস থেকে এই বেতন আরো ৩ হাজার টাকা বৃদ্ধি করা হলো। অর্থাৎ পয়লা আগস্ট ২০২৫ থেকে পার্ট টাইম কাজের সাথে যুক্ত কর্মচারীরা মাসিক ৫০০০ টাকা করে বেতন পাবেন।
রাজ্য সরকার মাঝেমধ্যেই রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য বিশেষ ভাতা এবং বেতন বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে থাকে আর এই বিজ্ঞপ্তি যেন রাজ্যের সরকারি কর্মচারীদের অনেকটা খুশি এনে দেয়। বেতন বৃদ্ধি মানেই কাজের প্রতি আরো অনেকটা উৎসাহ ও মনোযোগ বেড়ে যাওয়া। কর্মচারীদের কাজকে উৎসাহ ও মনোযোগ বাড়িয়ে দেওয়ার জন্য মাঝেমধ্যে বিশেষ ভাতা বা বেতন বৃদ্ধি করা হয়। যদিও এই বেতন বৃদ্ধি রাজ্যের সমস্ত সরকারি কর্মচারীদের জন্য উপলব্ধ নয়, তবে যে সমস্ত কর্মচারীরা রাজ্য সরকারের বিভিন্ন অফিসে এবং রাজ্য সরকার অনুমোদিত বিভিন্ন সংস্থায় পার্টটাইম কর্মচারী হিসেবে নিযুক্ত ছিলেন তাদের কথা চিন্তা করেই পূজার আগে বিশেষ ভাতা বাড়িয়ে দেওয়া সিদ্ধান্ত নিয়েছেন রাজ্য সরকার। আপাতত এই বিজ্ঞপ্তিতে রাজ্য সরকারের পার্টটাইম কর্মচারীরা অনেকটাই খুশি।
যদিও এখনো পর্যন্ত রাজ্য সরকারের কর্মচারীরা ষষ্ঠ বেতন কমিশন অনুযায়ী বেতন পেয়ে থাকেন। অনেক দিন ধরেই তাদের বক্তব্য সপ্তম বেতন কমিশন কার্যকর করা নিয়ে, তবে এই নিয়ে এখনো পর্যন্ত কোন বিজ্ঞপ্তি বা বক্তব্য রাখেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সামনে আসতে চলেছে বিধানসভা ভোট আর তারপরেই রাজ্য সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি বা বেতন কমিশন কার্যকর করা হবে কিনা সেই সংক্রান্ত খবর পাওয়া যাবে।