কেন্দ্রীয় সরকারের নতুন প্রকল্পে মহিলারা পাবেন ৫০০০- ৭০০০ টাকা প্রতি মাসে

মহিলারা পাবেন ৫০০০- ৭০০০ টাকা প্রতি মাসে: ভারতের কেন্দ্রীয় সরকার ও এলআইসি তরফ থেকে নতুন স্কিম জারি করে ২০২৫ সালে মহিলাদের জন্য এক নতুন প্রকল্প চালু করল। এই প্রকল্পটির নাম “বিম সাখী প্রকল্প”। গ্রামীণ ও শহরে বসবাসকারী মহিলাদের আত্মনির্ভর করে তোলায় এই প্রকল্পের একমাত্র লক্ষ্য। এই প্রকল্পে রয়েছে একাধিক সুবিধা যেমন মহিলারা এলআইসির এজেন্ট হয়ে কাজ করার সুযোগ পাবেন ঘরে বসেই। প্রকল্পে মহিলাদের দিচ্ছে এমনটাই সুযোগ যা বাড়িতে বসে কাজ করেই পেয়ে যাবেন ৫০০০- ৭০০০ টাকা প্রতি মাসে এই প্রকল্পের মাধ্যমে।

এই প্রকল্প শুধু নারীদের কর্মসংস্থানে এই সুযোগ দেবেনা পিছিয়ে পড়া মহিলাদের এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এই প্রকল্প বিশেষ ভূমিকা পালন করবে। এই প্রকল্পে বয়সের মান রাখা হয়েছে ১৮ থেকে ৭০ বছর বয়স পর্যন্ত যে সমস্ত মহিলারা দশম শ্রেণী পাস করেছে এবং স্বেচ্ছাসেবী এজেন্ট হয়ে কাজ করতে চান, সেই সমস্ত মহিলাদের জন্য রয়েছে তিন বছরের প্রশিক্ষণ ও সাথে সাথে ভাতাও পাবেন, যা সাধারণভাবেই মহিলাদের আর্থিক দিক থেকে আরও সক্রিয় করে তুলবে। এই সমস্ত মহিলারাই সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর মধ্যে বীমা সম্পর্কে সচেতনতা বিস্তার করতে পারবে।

এদিন ভারতীয় অর্থমন্ত্রী “নির্মলা সীতারামনঃ হরিয়ানার পানিপথে অনুষ্ঠিত এক সম্মেলনে ভাষণ দিয়ে জানান যে আগামী দুই বছরের মধ্যে দুই লক্ষ 2 লক্ষ বীমা সখি নিয়োগের পরিকল্পনা রয়েছে কেন্দ্রীয় সরকারের। যারা এই প্রকল্পে আবেদন করবেন তাদের নাম ঠিকানা ও শিক্ষাগত যোগ্যতার সনদপত্র জমা দিতে হবে।

আরোও পড়ুন:- LIC গোল্ডেন জুবিলি স্কলারশিপ ২০২৫ স্কিম, ৪০০০০ টাকা পর্যন্ত বৃত্তির সুযোগ, জানুন অনলাইনে আবেদন পদ্ধতি।

কারা এই প্রকল্পে আবেদন করতে পারবে ?

বাড়িতে বসে থাকা মহিলারা যারা দশম শ্রেণী পাস করেছে এবং যাদের বয়স ১৭ থেকে ৭০ বছর বয়সের মধ্যে এবং ইচ্ছায় স্বেচ্ছাসেবী এজেন্ট এর কাজ করবে এই সমস্ত মানসিকতা যুক্ত মহিলারা এই প্রকল্পে আবেদন করতে পারবে।

বিমা সাখী প্রকল্প কত টাকা আয় করতে পারবে ?

যে সমস্ত মহিলারা বীমা সখি প্রকল্পে যুক্ত হবেন তারা তিন বছরের ট্রেনিং এর সুবিধা পাবেন এই প্রকল্পে এবং প্রতি মাসে ভাতা পাবেন ৫০০০- ৭০০০ টাকা। ট্রেনিং এর পর এই সমস্ত মহিলাদের কাজ থাকবে সমাজে যে সমস্ত সুবিধা বঞ্চিত জাতি গোষ্ঠী রয়েছে তাদের মনে বিমা সম্পর্কে একটা সচেতনতা জারি করা, এতে বীমা কোম্পানির প্রচার ও বিস্তার বাড়তে থাকবে এই প্রকল্পের এটাই একমাত্র লক্ষ্য। এতে বীমা কোম্পানি ও এই প্রকল্পের সাথে যুক্ত মহিলারা উভয়ই লাভবান হবেন।

বিমা সাখী প্রকল্পে আবেদনের শর্তগুলি কি কি ?

বিমা সাখী প্রকল্প প্রকল্পে আবেদন করতে গেলে আবেদনকারীদের জন্য কেন্দ্রীয় সরকার যে সমস্ত শর্ত গুলি দেখেছে-

  1. আবেদনকারী অবশ্যই কিন্তু ভারতের স্থায়ী বাসিন্দা হতে।
  2. এখানে শিক্ষার সীমা রাখা হয়েছে দশম শ্রেণি পর্যন্ত অর্থাৎ আবেদনকারী কে মাধ্যমিক পাস থাকতে হবে।
  3. আবেদনকারীর বয়স ১৮ থেকে ৭০ বছর বয়সের মধ্যে হতে হবে।
  4. ইন্টারনেট ও স্মার্টফোন ব্যবহারকারীর সুবিধা জানতে হবে।
  5. মানসিক এবং শারীরিক দিক থেকে দক্ষতা পূর্ণ হতে হবে।
  6. সমাজ মাধ্যমে যোগাযোগের ব্যবস্থা থাকতে হবে অর্থাৎ পরিচিত মহলে কাজ করার দক্ষতা থাকতে হবে।

বিমা সাখী প্রকল্পে আবেদনের প্রয়োজনীয় নথি গুলি কি কি ? 

এই প্রকল্পে আবেদন করতে গেলে আপনাদেরকে যে সমস্ত নথি গুলির প্রয়োজন পড়বে, তা নিম্নে আলোচিত হইল-

  1. আধার কার্ড।
  2. বার্থ সার্টিফিকেট।
  3. ব্যাংকের পাসবুকে জেরক্স কপি।
  4. আবেদনকারীর প্যান কার্ড।
  5. দশম শ্রেণী পাসের সার্টিফিকেট।
  6. একটা পাসপোর্ট সাইজ রিসেন্ট তোলা কালার ছবি।
  7. একটিভ মোবাইল নাম্বার ও ইমেইল আইডি

এই সমস্ত নথি গুলি জোগাড় করে রাখবেন আবেদন করার সময় সমস্ত অরিজিনাল কপি স্ক্যান করে আপলোড করতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে।

বিমা সাখী প্রকল্পে কিভাবে আবেদন করবেন

বিমা সাখী প্রকল্প আবেদন করা একদম সহজ আপনারা অনলাইনের মাধ্যমে এখানে আবেদন করতে পারবেন এর জন্য আপনাকে এলআইসির অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে সেখানে গিয়ে আপনারা দেখতে পারবেন Bima Sakhi Yojona নামক একটি অপশন রয়েছে সেখানে ক্লিক করবেন, সেখানে আপনারা নাম এড্রেস ও আপনার যাবতীয় তথ্য সাবমিট করে ফর্মটি ফিলাপ করলেই আপনার আবেদন সক্রিয় হয়ে যাবে। আবেদন সক্রিয় হয়ে গেলে আপনাদের একটা রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া হবে ভবিষ্যতের জন্য সেটা আপনাকে সংরক্ষণ করে রাখতে হবে। 

বিমা সাখী প্রকল্প সম্পর্কিত কিওয়ার্ডগুলি

  • bima sakhi yojana apply online
  • ​sakhi bima yojana
  • bima sakhi yojana apply
  • bima sakhi yojana 2024
  • bima sakhi yojana apply online
  • lic bima sakhi
  • bima sakhi yojana apply online 2024
  • ​bima sakhi yojana kya hai
Join Group Join Group