AIIMS NORCET 9 পরীক্ষার এডমিট কার্ড প্রকাশিত হয়েছে, দেখে নিন ডাউনলোড করার পদ্ধতি!

AIIMS NORCET 9 2025 পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে ১৪ই সেপ্টেম্বর। ১১ ই সেপ্টেম্বরে AIIMS এর অফিসিয়াল ওয়েবসাইটে এডমিট কার্ড প্রকাশ করা হয়েছে। এই প্রতিবেদনে জানানো হবে কিভাবে অর্থাৎ কোন প্রক্রিয়া অনুসরণ করে এডমিট কার্ড ডাউনলোড করবেন। যে সমস্ত চাকরিপ্রার্থীরা এইমসের নার্সিং অফিসার পদের জন্য আবেদন করেছিলেন, তারা পরীক্ষার আগে এডমিট কার্ড ডাউনলোড করে নেবেন। ১৪ই সেপ্টেম্বর পরীক্ষা অর্থাৎ তার দুই দিন আগে এডমিট কার্ড প্রকাশ করা হয়েছে। এইজন্য আবেদনকারী চাকরিপ্রার্থীরা মাত্র ২ দিন সময় পাবেন এডমিট কার্ড ডাউনলোডের জন্য। 

AIIMS অর্থাৎ অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সাইন্স নয়া দিল্লির তরফ থেকে ৩৭০০ নার্সিং অফিসার পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। এই পরীক্ষাটি অনুষ্ঠিত হতে চলেছে ১৪ই সেপ্টেম্বর রবিবার। নিয়োগ পরীক্ষা হিসাবে মূলত দুটো পরীক্ষা নেওয়া হবে। প্রথমটি প্রিলিমিনারি পরীক্ষা এবং দ্বিতীয় ধাপ মেইন পরীক্ষা। এরপর ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশন এর মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে। ভারত জুড়ে ২৬ টি AIIMS কেন্দ্রে নিয়োগ করা হবে উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের। ১৪ সেপ্টেম্বর যে প্রিলিমিনারি পরীক্ষাটি হবে সেটি অনুষ্ঠিত হবে সকাল 9.00 টা থেকে 10.30 টা পর্যন্ত। নার্সিং অফিসার নিয়োগের জন্য সিটি ইন্টিমেশন স্লিপ প্রকাশ করা হয়েছিল ৯ সেপ্টেম্বর। আবেদনকারী চাকরিপ্রার্থীরা তাদের মোবাইল নম্বর, ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে aiimsexams.ac.in এই ওয়েবসাইটে লগইন করে এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। এডমিট কার্ডের মধ্যেই পার্থীর পরীক্ষা কেন্দ্র, রিপোর্টিং টাইম, এক্সাম টাইম রোল নাম্বার উল্লেখ করা থাকবে।

যেহেতু পরীক্ষা দিনের দুদিন আগে এডমিট কার্ড প্রকাশ করা হয়েছে, এবং এই পরীক্ষায় যেহেতু 3700 নার্সিং অফিসার নিয়োগ করা হবে ফলে আবেদনকারী প্রার্থীর সংখ্যা আরো অনেক। এজন্য ইন্টারনেটে লোডিং নিতে অনেক সময় সমস্ত সৃষ্টি হতে পারে। তাই বলা হচ্ছে আবেদনকারী চাকরি পাত্র যাতে সময় হাতে নিয়ে এডমিট কার্ড ডাউনলোড করেন। 

আরোও পড়ুন:- ঘরে বসে ট্রেড লাইসেন্সের জন্য আবেদন করবেন কিভাবে? জেনে নিন সঠিক পদ্ধতি

কিভাবে এডমিট কার্ড ডাউনলোড করবেন:

এডমিট কার্ড ডাউনলোড করার ধাপ গুলি নিম্নরূপ :- 

১) সবার প্রথমে আবেদনকারী চাকরিপ্রার্থীদের AIIMS ER অফিসিয়াল ওয়েবসাইট aiimsexams.ac.in এখানে প্রবেশ করতে হবে। 

২) এরপর হোম পেজে এসে নিয়োগ অপশনে ক্লিক করতে হবে। 

৩) এরপর নার্সিং অফিসার রিক্রুটমেন্ট কমন এলিজিবিলিটি টেস্ট (NOCRAT) এখানে ক্লিক করুন। 

৪) এরপর আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বার, ইউজার আইডি এবং পাসওয়ার্ড ইউজ করে লগইন করুন। 

৫) সবশেষে NORCAT ADmit card Download অপশনে ক্লিক করে ডাউনলোড করুন। 

৬) ডাউনলোড কপিটি প্রিন্ট আউট করিয়ে নেবেন। পরীক্ষা কেন্দ্রে এই কপিটা অবশ্যই সাথে নিয়ে যাবেন। কারণ এটি আপনার রেফারেন্স আইডি হিসাবে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হিসেবে কার্যকারিতা দেবে। 

এখনো পর্যন্ত যে সমস্ত নার্সিং অফিসার পদে নিয়োগের জন্য আবেদনকারী চাকরিপ্রার্থীরা এডমিট কার্ড ডাউনলোড করেননি তারা আর মাত্র হাতে মাত্র দুইদিন সময় পাচ্ছেন। এইজন্য অবশ্যই হাতে সময় নিয়ে এডমিট কার্ড ডাউনলোড করে নিন।

Join Group Join Group