Annual Family Income Certificate​ এর জন্য অনলাইনে আবেদন করবেন কিভাবে? জেনে নিন সঠিক পদ্ধতি

একজন কর্মজীবী ব্যক্তির ইনকাম সার্টিফিকেট থাকা অবশ্যই দরকার। এতে সেই ব্যক্তির বার্ষিক আয় সম্পর্কে সুস্পষ্ট একটা ধারণা পাওয়া যায়। আইটিআর ফাইল দাখিলের সময় এবং অন্যান্য সরকারি কাজে এটি একটি আইনি গুরুত্বপূর্ণ নথি হিসেবে পরিগণিত হয়। পশ্চিমবঙ্গের উপবিভাগীয় কর্মকর্তার দ্বারা এই আইনি সার্টিফিকেট জারি করা হয়। আজকের আলোচ্য বিষয় এটাই যে আপনি কিভাবে ঘরে বসে কয়েক মিনিটের মধ্যে নিজের মুঠোফোন বা কম্পিউটার ব্যবহার করে অনলাইন মাধ্যমে বার্ষিক ইনকাম সার্টিফিকেটের জন্য আবেদন করবেন। তাহলে এই সংক্রান্ত বিস্তারিত আলোচনা দেখে নিয়ে যাক :- 

বার্ষিক ইনকাম সার্টিফিকেট আবেদন করার প্রয়োজনীয়তা :- বিভিন্ন সরকারি কাজেই ইনকাম সার্টিফিকেট প্রদর্শন করা একটি গুরুত্বপূর্ণ নথি হিসেবে বিবেচিত হয়। 

যেমন সরকারি বিভিন্ন প্রকল্পে ভর্তুকি পেতে, স্কুল ছাত্রছাত্রীদের স্কলারশিপের আবেদনের জন্য, ব্যাংকিং লোন আবেদনের জন্য এছাড়া অন্যান্য অনেক কারণেই ইনকাম সার্টিফিকেট নথি হিসাবে কার্যকরী ভূমিকা পালন করে। এজন্য পশ্চিমবঙ্গে বসবাসকারী এ সকল বাসিন্দা কর্মসংস্থানের সঙ্গে যুক্ত তাদের প্রত্যেকেরই বার্ষিক সার্টিফিকেট করিয়ে নেওয়া অত্যন্তই প্রয়োজনীয়।

আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট :- ব্যক্তির আইডি প্রমাণপত্র হিসাবে আধার কার্ড, ভোটার কার্ড বা প্যান কার্ড, রেশন কার্ড, বাসস্থানের প্রমাণ, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট যদি থাকে, আয়কর রিটার্নের স্বীকৃতি স্বরূপ প্রমাণপত্র, আয়ের প্রমাণপত্র গ্রামীণ পৌরসভা বা পঞ্চায়েত কর্ম প্রধানের থেকে পাওয়া। 

আরোও পড়ুন :- Child Birth Certificate Online,কিভাবে আবেদন করবেন? জেনে নিন সঠিক পদ্ধতি।

আবেদন ফি :- ইনকাম সার্টিফিকেট আবেদন করতে কোন রকম ফি বা চার্জ নেওয়া হয় না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আবেদনের সাত থেকে দশ দিন কর্ম দিবসের মধ্যেই ইনকাম সার্টিফিকেট জারি করেন। এই ইনকাম সার্টিফিকেট এর ভেলিডিটি আবেদনের পর সময় থেকে তিন মাস পর্যন্ত কার্যকারিতা থাকে। ৩ মাস পলিটিকাল নতুনভাবে আবেদন করতে হয়।

আবেদন প্রক্রিয়া :- পশ্চিমবঙ্গ সরকারের ইনকাম সার্টিফিকেট এর অফিসিয়াল ওয়েবসাইট ই-ডিস্ট্রিক্ট প্রবেশ করতে হবে। এরপর মোবাইল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।

এরপর হোম পেজে থাকা ই-ডিস্ট্রিক্ট পোর্টালের অধীনে অ্যাপ্লিকেশন ফর ইনকাম সার্টিফিকেট অপশনে ক্লিক করতে হবে। 

এরপর যে আবেদন ফর্ম দেখা যাবে, সেটি সঠিকভাবে পূরণ করতে হবে। উল্লেখিত ডকুমেন্টগুলো স্ক্যান করে আপলোড করতে হবে। সাবমিট করলেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে। 

আব্দুল প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আপনি একটি একনলেজমেন্ট নাম্বার পাবেন। এই নাম্বারটি দিয়ে পরবর্তী সময়ে আপনি আপনার আবেদন অবস্থা যাচাই করতে পারবেন। 

আবেদন পত্র ডাউনলোড করবেন কিভাবে :- 

পশ্চিমবঙ্গের ই ডিস্ট্রিক্ট পোর্টালে লগইন করুন। আপনি যে রেজিস্ট্রেশন নাম্বার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে একাউন্ট তৈরি করেছিলেন সেটি ওপেন হবে। এরপর আপনার একনলেজমেন্ট নাম্বার ইনপুট করুন। এরপর আপনি দেখতে পাবেন ডাউনলোড অপশন। সেখানে ক্লিক করলেই আবেদন পত্র ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হওয়া আবেদন পত্রটি কপি করে প্রিন্ট আউট করে নেবেন। 

আপনি যদি এখনো পর্যন্ত আপনার বার্ষিক ইনকাম সার্টিফিকেটের জন্য আবেদন করেননি, তাহলে অতি শীঘ্রই এই পদ্ধতিতে ইনকাম সার্টিফিকেট এর জন্য আবেদন করুন।

Join Group Join Group