৭৫০০ পুলিশ কনস্টেবল নিয়োগ ২০২৫, জানুন আবেদন সংক্রান্ত অন্যান্য তথ্য

মধ্যপ্রদেশ স্টাফ সিলেকশন কমিশন (এমপিইএসবি) রাজ্য পুলিশ বিভাগে কনস্টেবল পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। প্রত্যেক বছরই পুলিশের বিভিন্ন বিভাগে নিয়োগের জন্য নিয়োগ পরীক্ষা হয়। এই বছরের মধ্যপ্রদেশ স্টাফ সিলেকশন কমিশন একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ করতে চলেছেন। আপনিও কি অনেকদিন ধরে এমন একটি পরীক্ষার জন্য সন্ধানে ছিলেন? তাহল এই প্রতিবেদনটা আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ চলেছে। এই প্রতিবেদনে চাকরির সংক্রান্ত বিস্তারিত তথ্য দিয়ে দেওয়া হলো। আগ্রহী চাকরিপ্রার্থীরা সম্পূর্ণ প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন। 

নিয়োগ সংস্থা:- মধ্যপ্রদেশ স্টাফ সিলেকশন কমিশন। 

শূন্য পদের সংখ্যা:- ৭৫০০ কনস্টেবল পদে নিয়োগ করা হবে। 

পদের নাম:- রাজ্য পুলিশ বিভাগে কনস্টেবল পদে নিয়োগ করা হবে। 

শিক্ষাগত যোগ্যতা:- মাধ্যমিক বা সমতুল্য কোন বোর্ড থেকে পাস করলেই আবেদনকারীরা আবেদন করতে পারবেন। 

বয়স সীমা:- ১৮ থেকে ৩৩ বছরের মধ্যে আবেদনকারীরা এই চাকরির জন্য যোগ্য হবেন। সংরক্ষিত শ্রেণীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে।

বেতন স্কেল:- কনস্টেবল পদে মাসিক বেতন যে পরিমাণ হয়ে থাকে এখানেও একই রকম বেতন স্কেল থাকবে। বেতন স্কেল সম্বন্ধে বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইটটি ফলো করুন। 

আরোও পড়ুন:- মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা, বৈঠকে নেওয়া হলো নতুন সিদ্ধান্ত। বাড়তে চলেছে লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য ভাতা, কৃষক বন্ধু প্রকল্প সহ আরো অন্যান্য ভাতার অনুদান

আবেদন প্রক্রিয়া:- ১) এই নিয়োগ পরীক্ষায় আবেদন করতে হলে আবেদনকারীকে সর্বপ্রথম esb.mp.gov.in ওয়েবসাইটে যেতে হবে। 

২) এরপর হোমপেজে কনস্টেবল নিয়োগ পরীক্ষা ২০২৫  লিঙ্কে ক্লিক করতে হবে। 

৩) এখানে আপনি আবেদন ফর্ম পেয়ে যাবেন, সেটা সঠিকভাবে ব্যক্তিগত তথ্য একাডেমিক তথ্য দিয়ে পূরণ করুন।

৪) এরপর উল্লেখিত ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করুন। 

৫) আবেদন ফি জমা দিয়ে একটি প্রিন্ট আউট ডাউনলোড করে নিন। এরপরই আপনার আবেদন প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে।

আবেদন ফি:- সাধারণ ক্যাটাগরির আবেদনকারীদের জন্য আবেদন ফি রয়েছে ৫০০ টাকা। এসসি, এসটি ও ওবিসি ক্যাটাগরির আবেদনকারীদের জন্য আবেদন ফি জমা দিতে হবে ২৫০ টাকা। 

নিয়োগ প্রক্রিয়া:- লিখিত পরীক্ষা, শারীরিক পরীক্ষা অর্থাৎ ফিটনেস পরীক্ষা ও ইন্টারভিউ মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচিত করা হবে। লিখিত পরীক্ষা ১০ই অক্টোবরে দুটি শিফটে অনুষ্ঠিত হতে চলেছে। প্রথম সিট শুরু হবে সকাল ৯.৩০ টা থেক১১.৩০ টা পর্যন্ত। দ্বিতীয় শিফট শুরু হবে দুপুর ২:৩০ থেকে ৪:৩০ মিনিট পর্যন্ত। প্রথম শিফটের চাকরিপ্রার্থীদের সকাল ৮:৩০ মিনিটে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে যেতে হবে রিপোর্ট করার জন্য। দ্বিতীয় শিফটে রিপোর্টিং টাইম রয়েছে দুপুর ১.৩০ মিনিটে। 

আবেদনের সময়সীমা:- আবেদন প্রক্রিয়া শুরু হবে ১৫ ই সেপ্টেম্বর থেকে, চলবে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত। প্রার্থীরা আবেদন পত্রের কোন ভুল সংশোধন করার জন্য সময় পাবেন ৪ অক্টোবর পর্যন্ত।

যে সকল চাকরিপ্রার্থীরা রাজ্য পুলিশ বিভাগের কনস্টেবল পদে আবেদন করতে ইচ্ছুক রয়েছেন তারা নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন। এমন অন্যান্য আরো চাকরি পরীক্ষার সংক্রান্ত তথ্য জানতে পেজটি ফলো করে সাথে থাকুন।

Join Group Join Group