রাজ্য সরকার রাজ্যের শিশু থেকে শুরু করে বয়স্ক ব্যক্তি প্রত্যেকের জন্য আলাদা আলাদা রকম অভিনব প্রকল্পের সূচনা করেছেন। এই প্রকল্পগুলির মাধ্যমে রাজ্যের জনসাধারণ অর্থনৈতিক সহায়তা পাচ্ছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্কুল পড়ুয়া মেয়েদের জন্য যেমন অনেক ধরনের প্রকল্প করেছেন যার মধ্যে উল্লেখযোগ্য হলো কন্যাশ্রী, রুপশ্রী, সবুজ সাথী তেমনই সবলা প্রকল্প ২০১১ সালের জুলাই মাসে সবলা নামে একটি প্রকল্প চালু করেছিলেন শিশুদের উদ্দেশ্যে। এই প্রকল্প এখনো পর্যন্ত শুরু হয়েছে কলকাতা, নদীয়া, পুরুলিয়া, কোচবিহার, মালদহ, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এই সাতটি জায়গায়। বিভিন্ন জেলার প্রায় ২০০০ অঙ্গনারী কর্মী এ প্রকল্পের সঙ্গে যুক্ত রয়েছেন। এই প্রকল্প রাজ্য সরকারের একটি অভিনব উদ্যোগ। পরিচালনা করে থাকেন রাজ্যের কন্যা শিশু কল্যাণ দপ্তর। এ প্রকল্পের মূল লক্ষ্য হলো অবিবাহিত ও দরিদ্র পরিবারের শিশুদের স্বাস্থ্য সুরক্ষা, বৃত্তিমূলক প্রশিক্ষণ, দক্ষতা অর্জন, শিক্ষার মান উন্নয়ন সর্বোপরি জীবনের মান উন্নয়ন ঘটানো। রাজ্যের বিভিন্ন জেলার ব্লকে ব্লকে ICDS অঙ্গনারী কর্মীরা এই প্রকল্পের বাস্তবায়ন রূপে কাজ করে থাকেন।
এই প্রকল্পে আবেদনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা :
১) ১১ থেকে ১৮ বছর বয়সী শিশু কন্যাদের জন্য এ প্রকল্পে আবেদন করা যাবে।
২) শিশু কন্যাকে কোন সরকারি বা সরকার অনুমোদিত স্কুলে ভর্তি হতে হবে।
৩) শিশু কন্যাকে অবশ্য অবিবাহিত হতে হবে।
এই প্রকল্পের সুবিধা:
১) এই প্রকল্পের মাধ্যমে শিশু কন্যাদের অঙ্গনওয়াড়ি কর্মীদের মাধ্যমে পুষ্টিকর খাদ্য সরবরাহ করা হয়। যার ফলে তাদের সঠিক শারীরিক বিকাশ ও স্বাস্থ্য সুরক্ষা হয়ে থাকে।
২) এই প্রকল্পের মাধ্যমে শিশু কন্যাদের তাদের দক্ষতার ভিত্তিতে দক্ষতা মূলক ট্রেনিং দেওয়া হয়। যেমন – বিউটিশিয়ান কোর্স, ছাপাখানা, খাদ্য প্রক্রিয়াকরণ, সেলাই প্রশিক্ষণ, হস্তশিল্প প্রশিক্ষণ ইত্যাদি। এই দক্ষতার মূলক ট্রেনিং দেওয়ার মাধ্যমে তাদের নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করানো হয়।
৩) এই প্রকল্পের মাধ্যমে প্রতিটি শিশু কন্যাকে শিশু কার্ড দেওয়া হয়। এই কার্ডের মাধ্যমে তারা সরকারি হাসপাতাল থেকে স্বাস্থ্য সুরক্ষা পেয়ে থাকেন। এছাড়া মাসিক চেকাপ, হাইজিন ওস্বাস্থ্য সচেতনতা তৈরিতে এই কার্ড সাহায্য করে।
আরোও পড়ুন:- স্বাস্থ্য সাথী কার্ড এর জন্য আবেদন করবেন কিভাবে? ২০২৫ এর আবেদনের নতুন পদ্ধতি সম্পর্কে জানুন?
আবেদন প্রক্রিয়া:- আপনি তিনটি পর্যায়ে আবেদন করতে পারবেন।
১) অঙ্গনওয়াড়ি কর্মীর মাধ্যমে: আপনার নিকটবর্তী অঙ্গনওয়াড়ি কেন্দ্রে গিয়ে যোগাযোগ করতে হবে। এরপর প্রয়োজনীয় ডকুমেন্ট জমা দিতে হবে। ডকুমেন্টগুলো হল – শিশুর বার্থ সার্টিফিকেট, যে স্কুলে পড়ে সেই স্কুলের এডমিশন প্রমাণপত্র, পিতা-মাতার বার্ষিক আ এর প্রমাণ পত্র।
২) ব্লক অফিস বা সমাজকল্যাণ দপ্তরের মাধ্যমে: ব্লক অফিস বা সমাজকল্যাণ দপ্তরের অফিসে গিয়েও আপনি এই ডকুমেন্টগুলো প্রদর্শন করিয়ে এই প্রকল্পের জন্য আবেদন করতে পারেন।
অনলাইন মাধ্যমে এই প্রকল্পের জন্য এখনো আবেদন প্রক্রিয়া শুরু করা হয়নি। তবে আশা করা যাচ্ছে খুব শীঘ্রই এই প্রকল্পে আপনি অনলাইন মাধ্যমেও আবেদন করতে পারবেন।
আপনার বাড়ি যদি উপরে উল্লেখিত ঐ সাত জেলার মধ্যে হয়ে থাকে, এছাড়া আপনার শিশু কন্যা যদি অর্থনৈতিক বা সামাজিক চাপে পড়াশোনা এগিয়ে নিয়ে যেতে সচেষ্ট না হয় এছাড়া ঠিক মতন পুষ্টি সংগ্রহ করতে না পারেন তাহলে অবশ্যই সবলা প্রকল্পে নাম নথিভুক্ত করুন আপনার শিশু কন্যার। এই প্রকল্পের মাধ্যমে আপনার শিশু কন্যাটি সঠিক পুষ্টি, শিক্ষা, যোগ্যতা সম্পন্ন দক্ষতা অর্জন করে আত্মনির্ভরশীল হতে পারবে।