Chat on WhatsApp

পূর্ব ভারতে উদ্বোধন হল AC লোকাল ট্রেন। কোন রুটে চলবে? ভাড়া কত?

রবিবার ছুটির দিনে কলকাতায় চাকা গোড়াল পূর্ব ভারতের প্রথম AC লোকাল ট্রেনের। অনেক দিন ধরেই গুঞ্জন চলছিল, অবশেষে বাংলা পেল ডিলাক্স শীততাপ নিয়ন্ত্রিত লোকাল ট্রেন। শিয়ালদা স্টেশনে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব রেলের শিয়ালদা ডিভিসানের DRM রাজীব সাকসেনা, কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

পূর্ব রেলের প্রথম লোকাল ছুটল শিয়ালদা – রানাঘাট লাইনে । সোমবার থেকে প্রতহ্য পরিষেবা দেবে এই বিশেষ AC ট্রেন। উদ্বোধনী যাত্রা হিসাবে নাগরিকদের বিশেষ পাশ দেওয়া হয়। বহু মানুষ এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এমনকি, উদ্বোধনী যাত্রায় অনেকেই এই ট্রেনে সফর করেন। ১১২৬ টি আসন বিশিষ্ট শিয়ালদা – রানাঘাট এই AC লোকাল দেখতে যথেষ্ট আকর্ষণীয়।AC লোকাল ট্রেনের ভিডিও এখন সোস্যাল মিডিয়াতে ভাইরাল। তবে শুধু মাত্র একটা নয়, কিছু দিনের মধ্যে শিয়ালদা- বনগাঁ রুটে আরও একটা AC লোকাল ট্রেন উদ্বোধন হওয়ার সম্ভবনার কথা জানিয়েছে পূর্ব রেল। এমনকি, আগামী দিনে পূর্ব রেলের হাওড়া ডিভিসান ও দক্ষিণ- পূর্ব রেলের খড়গপুর ডিভিসানেও AC লোকাল চলার সম্ভবনা আছে।

AC লোকাল ট্রেনের বৈশিষ্ট্য গুলি হল – এই ট্রেনের রেক মেট্রোর মতো পুরোপুরি শীততাপ নিয়ন্ত্রিত। মেট্রোর রেকের মতো এক বগি থেকে অন্য বগি সংযুক্ত থাকছে। মেট্রোর মতোই স্বয়ংক্রিয় দরজা খোলা ও বন্ধের সিস্টেম থাকছে। মেট্রোর মতোই স্টেশন সম্পর্কিত স্বয়ংক্রিয় ঘোষণা সিস্টেম থাকছে। জানালাগুলি সম্পূর্ণ কাঁচ দ্বারা ঢাকা থাকছে। নতুন ,পরিষ্কার ও ঝাঁচকচকে এই ট্রেন গুলি গ্যালোপিং লোকাল (সব স্টেশনে থামবে না) হিসাবে পরিষেবা দেবে। দুই দিকের প্রথম দুই কামড়া থাকছে মহিলাদের জন্য সংরক্ষিত। নিরপত্তার জন্য CC TV ক্যামেরা ও পুলিশ থাকবে ট্রেনে। প্রতিটি ট্রেন হবে ১২ বগীর ট্রেন।

আরোও পড়ুন:- LIC বিমা সখি যোজনা মহিলাদের কর্মসংস্থানে নতুন বিপ্লব..!! কি যোগ্যতা প্রয়োজন?

AC লোকাল ট্রেনের সুবিধা গুলি হল – গ্রীষ্মকালে ভিড় ঠাসা ট্রেনে গরম ও ঘামের অস্বস্তিকর যাত্রার বদলে থাকছে শীততাপ নিয়ন্ত্রিত আরামদায়ক যাত্রা। বৃদ্ধ, শিশু ও রুগীদের জন্য আরামদায়ক ট্রেন যাত্রার সুযোগ থাকছে। ট্রেনের জানলা ও দরজা বন্ধ থাকায় রোদ – বৃষ্টি – ঝড়ের সময় নিরাপদ যাত্রার সুবিধা পাবেন যাত্রীরা। এক বগী থেকে অন্য বগীতে যাতায়াতে সুবিধা থাকছে। গ্যলোপিং ট্রেন হওয়ার কারণে যাত্রীরা গন্তব্যে দ্রুত পৌঁছে যাবেন। স্টেশন সম্পর্কিত স্বয়ংক্রিয় ঘোষণা যাত্রীদের বিশেষ সুবিধা দেবে। ট্রেনের দরজা ও জানলা বন্ধ থাকবে, ফলে চুরির সম্ভবনা কম থাকবে। মহিলাদের বিশেষ নিরপত্তার জন্য থাকছে CC TV ক্যামেরা। ট্রেনের জানলা ও দরজা বন্ধ থাকায়, রেলের TT কর্মীদের টিকিট চেকিং- এ সুবিধা হবে।

ac local train

এক ঝলকে দেখে নেবো AC লোকাল ট্রেনের ভাড়া- শিয়ালদা থেকে রানাঘাটের এক যাত্রীর টিকিটের দাম ১২০ টাকা এবং মান্থলি ২৪৩০ টাকা। শিয়ালদা থেকে নৌহাটির পর্যন্ত একজন যাত্রীর ভাড়া ৯০ টাকা এবং মাসিক ভাড়া ১৮১০ টাকা। শিয়ালদা থেকে ব্যারাকপুর পর্যন্ত একজন যাত্রীর ভাড়া ৬০ টাকা এবং মান্থলি ভাড়া ১২৭৫ টাকা। শিয়ালদা থেকে দমদমের ভাড়া ৩৫ টাকা এবং মাসিক ভাড়া ৬২০ টাকা।

AC লোকাল ট্রেনের অসুবিধা গুলি হল – সাধারণ লোকাল ট্রেনের চেয়ে এই ট্রেনের ভাড়া প্রায় ৬-৭ গুণ বেশি । তাই গরীব ও মধ্যবিত্ত মানুষের জন্য ভাড়া যথেষ্ট ব্যয় সাপেক্ষ। সারাদিনে গুটিকয়েক AC লোকাল ট্রেন চলবে, তাই AC লোকাল ট্রেনের টিকিট কেটে, সময়মতো ঐ AC লোকাল ট্রেন ধরতে না পারলে, পরের সাধারণ লোকাল ট্রেনে ঐ AC লোকাল ট্রেনের বাড়তি ভাড়ায় যাত্রা করতে হবে। অল্প সংখ্যক AC লোকাল ট্রেন, তাই AC লোকাল ট্রেনের মান্থলি টিকিট কেটে গন্তব্য থেকে ফেরার সময়, AC লোকাল ট্রেন না থাকলে ঐ বাড়তি ভাড়ার টিকিটে ফিরতে হবে সাধারণ লোকাল ট্রেনে।AC লোকাল গ্যালোপিং পরিষেবা দেওয়ার কারণে হল্ট স্টেশনের যাত্রীরা এই পরিষেবা থেকে বঞ্চিত হবেন। শীত কালে AC লোকাল ট্রেনে যাত্রী সংখ্যা কমতে পারে। ভিড় ঠাসা ট্রেনে স্বয়ংক্রিয় দরজা বন্ধের ক্ষেত্রে সমস্যা হতে পারে, ফলে ট্রেন যাত্রায় বিলম্ব হতে পারে।

তবে,ট্রেন পরিষেবায় এই নতুন AC লোকাল ট্রেন নতুন বিপ্লব আনতে চলেছে। সময়ের সাথে সাথে চাহিদা অনুযায়ী ট্রেন পরিষেবায় এই নতুন সংযোজনের জন্য সত্যিই ভারতীয় রেলের প্রশংসা যোগ্য।AC লোকাল ট্রেনে যাত্রী সংখ্যা বাড়তে থাকলে আগামী দিনে একই রুটে এই ট্রেনে সংখ্যা বাড়বে। এখন দেখার, যাত্রীরা বাড়তি টাকা খরচ করে কতজন এই AC লোকাল ট্রেনের আরামদায়ক পরিষেবা উপভোগ করেন।

Author

  • Bengali Path

    Bengali Path এই ওয়েবসাইট টি একটি গর্মেন্ট আপডেট যেমন সরকারি চাকরি গভমেন্ট যোজনা এছাড়া লোকাল নিউজ ট্রেনিং খবর সংক্রান্ত সমস্ত কিছু ইনফরমেশন আমরা এই ওয়েবসাইটে প্রতিদিন পাবলিশ করি আপনারা ওয়েবসাইটে প্রতিদিন এই ধরনের তথ্য পেয়ে যাবেন সবার আগে ধন্যবাদ।

Leave a Comment