AIIMS দিল্লি অনুষদ নিয়োগ 2025 বিজ্ঞপ্তি প্রকাশ,মেডিকেল সরকারি একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ, জানুন আবেদন পদ্ধতি।

দিল্লি AIIMS দিচ্ছে চাকরি পাওয়ার সুবর্ণ সুযোগ, যে সমস্ত চাকরিপ্রার্থী মেডিকেল বিভাকে পড়াশোনা করেছেন, তাদের জন্য রয়েছে একাধিক শূন্য পদে চাকরির সুযোগ। একাধিক শূন্য পদে ১ লক্ষ ৪২ হাজার টাকার মাসিক স্যালারি পেয়ে যাবেন। চাকরি সংক্রান্ত অন্যান্য খুটিনাটি তথ্য জানুন এই প্রতিবেদনের মাধ্যমে।
অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস (AIIMS) দিল্লির ইনস্টিটিউট এর জন্য বিভিন্ন শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

নিয়োগ সংস্থা :- AIIMS
মোট শূন্য পদের সংখ্যা :- মোট শূন্যপদ রয়েছে ২৬ টি।
পদ অনুযায়ী শূন্য পদের বিন্যাস :-
বিভিন্ন বিভাগের শূন্যপদ পূরণ করার জন্য নিয়োগ করা হচ্ছে।
১) ফরেনসিক বিভাগ ০২
২) প্যাথলজি/সাইটো-প্যাথলজি ০৪
৩) সহকারী অধ্যাপক মনোরোগবিদ্যা ০১
৪) সহকারী অধ্যাপক ওটোরহিনোলারিঙ্গোলজি (ইএনটি) প্রধান ০৩
৫) সহকারী অধ্যাপক স্নায়ুবিজ্ঞান ০৩
৬) সহকারী অধ্যাপক ইউরোলজি ০২
৭) সহকারী অধ্যাপক নেফ্রোলজি ০২
৮) কমিউনিটি মেডিসিনের সহকারী অধ্যাপক ০১
৯) সহকারী অধ্যাপক চর্মরোগ-ব্যভিচারবিদ্যা ০২
১০) সহকারী অধ্যাপক ফার্মাকোলজি ০২
১১) সহকারী অধ্যাপক মেডিসিন (প্রধান) ০১
১২) সহকারী অধ্যাপক প্রোস্টোডোনটিক্স এবং ক্রাউন এবং ব্রিজ ০১
১৩) সহকারী অধ্যাপক অ্যানেস্থেসিওলজি ০২

শিক্ষাগত যোগ্যতা :- বিভিন্ন পদের জন্য শিক্ষাগত যোগ্যতা ভিন্ন রয়েছে। যেমন ফরেনসিক মেডিসিন পদের জন্য আবেদন করতে হলে স্নাতকোত্তর ডিগ্রি (এমডি) এবং তিন বছরের শিক্ষকতা/গবেষণা অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
সহকারী অধ্যাপক নিউরোলজির জন্য আবেদন করতে হলে আবেদনকারীকে নিউরোলজিতে ডিএম, তারপরে এমবিবিএস সম্পন্ন করার পরে ২, ৩, ৫, অথবা ৬ বছরের কোর্স করতে হবে। এছাড়াও এক বছরের শিক্ষকতা/গবেষণা অভিজ্ঞতা থাকতে হবে।
আপনি কোন পদের জন্য আবেদন করতে ইচ্ছুক সেটি ভালো করে দেখে নিয়ে তার জন্য যে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন সেই অনুযায়ী আবদান করবেন। অন্যান্য পদের জন্য কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন, বিস্তারিত তথ্য পেতে AIIMS এর অফিসিয়াল ওয়েবসাইটটি ফলো করুন।

আরোও পড়ুন :- E-পাসপোর্ট গুরুত্বপূর্ণ কেন? এই পাসপোর্ট এর জন্য আবেদন না করলে আপনি কোন অসুবিধায় পড়বেন? অনলাইনে ই পাসপোর্ট আবেদন পদ্ধতি জানুন

বয়স সীমা :- আবেদনকারীর সর্বোচ্চ বয়স রয়েছে ৫০ বছর পর্যন্ত। সরকারের নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীদের জন্য নির্দিষ্ট বয়স অনুসারে ছাড় দেওয়া হবে।

বেতন স্কেল :- মাসিক বেতনী হিসেবে ১ লক্ষ ৪২ হাজার টাকার মতন দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া :-
১) আবেদন করতে হলে আবেদনকারীকে AIIMS এর অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে।
২) এরপর হোম পেজে এসে Apply now ট্যাবে ক্লিক করতে হবে।
৩) এরপর আবেদন উইন্ডো টি খুলবে। সেখানে নিজের ব্যক্তিগত তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে।
৪) এরপর উল্লেখিত নথি আপলোড করতে হবে। অনুগ্রহ করে ২ মেগাবাইটের কম আকারের সার্টিফিকেট আপলোড করুন।
৫) এরপর আবেদন মূল্য জমা দিয়ে সাবমিট অপশনে ক্লিক করুন। আবেদনের রেফারেন্স কপি প্রিন্ট করে রেখে দিন ভবিষ্যতের রেফারেন্স এর জন্য।

আবেদন মূল্য :- জেনারেল ক্যাটাগরি, ওবিসিদের জন্য আবেদনমূল্য রয়েছে জন্য ৩০০০ টাকা এবং EWS, SC, ST ক্যাটেগরিদের জন্য আমাদের মূল্য রয়েছে ২৪০০ টাকা। প্রতিবন্ধীদের জন্য কোনরকম আবেদনমূল্য লাগবে না।

AIIMS তরফের চুক্তিভিত্তিতে কর্মী নিয়োগ করা হচ্ছে। তাই আবেদন করার আগে ভালো করে অফিশিয়াল ওয়েবসাইটটি থেকে বিজ্ঞপ্তিটি পড়ে নিয়ে তারপরে আবেদন করবেন। আবেদনপত্র ৪ অক্টোবর থেকে অফিসিয়াল ওয়েবসাইট, www.aiims.edu-তে জমা দেওয়া শুরু হবে। আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা ১৮ অক্টোবর, ২০২৫ তারিখের মধ্যে আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা, যারা মেডিকেল বিভাগের পড়াশোনা করেছেন তাদের জন্য ক্যারিয়ার শুরুর একটি প্রথম ধাপ এটি। আপনারা যদি আবেদন করতে ইচ্ছুক হন তাহলে উল্লেখিত পদ্ধতি মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করবেন।

Join Group Join Group