Chat on WhatsApp

প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার নতুন প্রকল্পের আবেদন চলছে, কি কি সুবিধা পাবেন তা সমস্ত কিছু জেনে নিন।

কেন্দ্রের মোদী সরকারের একটি জনমুখী প্রকল্প হল প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা। বছরের পর বছর সাফল্যের সাথে এগিয়ে চলছে এই প্রকল্প। সমাজের পিছিয়ে পড়া পরিবারের মহিলাদের জন্য স্বল্পমূল্যে রান্নার গ্যাস কানেকশান। ২০১৬ সালে এই প্রকল্প শুরু করেন দেশের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই প্রকল্পের অভূতপূর্ব সাফল্য পাল্টে দিয়েছে দেশের হাজার হাজার মা-বোনেদের জীবন। এখন তাদের আর কষ্টকরে কাঠের আগুনে রান্না করতে হয়না। এই প্রকল্পের অধীনে তারা সহজে গ্যাসের সংযোগ পেয়েছে। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা ২.০-এর আওতায় এখন আবেদন চলছে।

এই প্রকল্পের সুবিধা কি?

১) স্বল্পমূল্যে LPG রান্নার গ্যাস সংযোগ দেওয়া হয়।

২) একটি গ্যাস সিলিন্ডার, একটি ওভেন, একটি পাইপ , একটি রেগুলেটর এবং একটি গ্যাসের বই দেওয়া হয়।

৩)১৪.২ কেজি সিলিন্ডারের জন্য উপভক্তাকে দিতে হয় মাত্র ২২০০ টাকা । যেখানে বাজারে এর সাধারণ মূল্য প্রায় ৫০০০ টাকা।

৪)৫ কেজি সিলিন্ডারের জন্য দিতে হয় ১৩০০ টাকা।

৫) প্রতি বছর ১২ টি সিলিন্ডার কেনার ক্ষেত্রে বাড়তি ভর্তুকি দেওয়া হয়।

৬)১৪.২ কেজি সিলিন্ডারের ক্ষেত্রে প্রতি সিলিন্ডার প্রতি ৩০০ টাকা ভর্তুকি দেয় সরকার। যেখানে সিলিন্ডার প্রতি সাধারণ সরকারি ভর্তুকি মাত্র ৫০ টাকারও কম।

এই প্রকল্পের জন্য কারা আবেদন করতে পারবেন –

১) প্রার্থীকে অবশ্যই পরিবারের মহিলা হতে হবে।

২) প্রার্থীকে অবশ্যই BPL তালিকাভুক্ত পরিবার সদস্য হতে হবে।

৩)SC, ST, OBC এবং EWS শ্রেণীর পরিবারের মহিলাও আবেদন করতে পারবেন।

৪) ঐ মহিলার নামে আগে গ্যাস সংযোগ থাকা চলবে না।

৫) আবেদনকারীকে অবশ্যই ১৮ বছর বয়স হতে হবে।

এই প্রকল্পের আবেদনের জন্য কি ডকুমেন্টস লাগবে?

১) আধার কার্ড 

২) ভোটার কার্ড 

৩) ব্যাংক একাউন্টের পেজ 

৪)BPL রেশন কার্ড 

৫)SC, ST এবং OBC সার্টিফিকেট 

৬) মোবাইল নং।

আরোত্ত পড়ুন:অবশেষে প্রকাশিত হল SSC গ্রুপ C এবং D নিয়োগের গেজেট, ফর্মফিলাপ কবে শুরু?

অনলাইনে PMUY সাইটে গিয়ে আবেদন করা যাবে। নিজের পছন্দ মতো কোম্পানি থেকেই সংযোগ নিতে পারবেন। এমনকি, অফলাইনে নিকটবর্তী LPG ডিলারের কাছে গিয়েও আবেদন করা যাবে।

এই প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা পিছিয়ে পড়া শ্রেণীর মহিলাদের বিরাট বিপ্লব এনেছেন। নারী ক্ষমতায়নে অগ্রণী ভূমিকা গ্রহণ করেছে।২০২৪ সালের মধ্যে প্রায় ১০ কোটি পরিবারকে এই প্রকল্পের আওতায় আনা হয়েছে। আগামী দিনে লক্ষ্যমাত্রা আরও বাড়িয়েছে কেন্দ্র সরকার। এই প্রকল্পের মাধ্যমে যেমন , মা- বোনেদের কষ্ট লাঘব হয়েছে ঠিক তেমনই তাদের স্বাস্থ্যের দিকটাও নজর দেওয়া হয়েছে। লক্ষ লক্ষ গরীব পরিবারের মহিলাদের মুখে হাসি ফুটিয়েছে এই প্রকল্প।

Leave a Comment