দেশের তফশিলি ও অনগ্রসর শ্রেণীর ছাত্র-ছাত্রীদের জন্য রয়েছে বিরাট সুখবর। ডক্টর বি আর আম্বেদকর স্কলারশিপে আবেদন করলে ২৫ হাজার টাকা পর্যন্ত বৃত্তি পাওয়ার সুযোগ পাচ্ছেন পড়ুয়ারা। রাজ্য সরকার থেকে শুরু করে কেন্দ্রীয় সরকার মেধা সম্পন্ন আর্থিকভাবে পিছিয়ে থাকা পড়ুয়াদের জন্য বিভিন্ন রকম স্কলারশিপ চালু করার উদ্যোগ নিয়েছেন। এই সমস্ত স্কলারশিপের মধ্যে একটি অন্যতম স্কলারশিপ হলো ডক্টর আম্বেদকর স্কলারশিপ। এই স্কলারশিপে আবেদন করলে আপনি ৮ হাজার থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত বৃত্তির সুযোগ পাবেন। এই স্কলারশিপ শুধুমাত্র দেওয়া হবে দেশের তফশিলি ও অনগ্রসর ছাত্র-ছাত্রীদের জন্য। কোনো জেনারেল ক্যাটাগরির পড়ুয়ারা এই স্কলারশিপে আবেদন করতে পারবে না।
ডক্টর আম্বেদকর দেশের পিছিয়ে পড়া শ্রেণিদের জন্য বিভিন্ন কল্যাণমূলক সেবা দেওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করেছিলেন। চাকরির ক্ষেত্রে সংরক্ষণ কোটা ডঃ আম্বেদকর এর উদ্যোগে হয়েছিল। তারই নাম অনুসরণে এসসি,এসটি, ওবিসি ক্যাটাগরির পড়ুয়াদের জন্য এই স্কলারশিপের ব্যবস্থা করা হয়েছে। দেখে নেওয়া যাক এই স্কলারশিপ সম্পর্কিত অন্যান্য তথ্য সম্পর্কে :-
এই স্কলারশিপ এর সুবিধা গুলো কি কি:-
আর্থিকভাবে পিছিয়ে থাকা তফশিলি ও অনগ্রসর শ্রেণীর ছাত্র-ছাত্রীদের পরিবারের অনেক সময় অর্থনৈতিক অবস্থা খারাপ হওয়ার জন্য উচ্চশিক্ষার পথ বন্ধ হয়ে যায়। এই স্কলারশিপে দেওয়া বৃত্তি বা অনুদান সেই সমস্ত মেধা সম্পন্ন পড়ুয়াদের উচ্চ শিক্ষার স্বপ্নকে সফল করতে সাহায্য করবে। মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশ করে এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন পড়ুয়ারা।
আবেদনের জন্য যোগ্যতা:-
১)আবেদন করতে হলে শিক্ষার্থীকে অন্ততপক্ষে ৬০ শতাংশ নম্বর নিয়ে পাস করতে হবে।
২) মাধ্যমিকে গ্রামীন এলাকার ক্ষেত্রে ৬০% নম্বর রাখতে হবে এবং শহরের পড়ুয়াদের জন্য মাধ্যমিকে অন্তত ৭০ শতাংশ নম্বর রাখতে হবে।
৩) উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে গ্রামীণ এলাকার পড়ুয়াদের জন্য ৭০ শতাংশ নম্বর রাখতে হবে। শহরে এলাকার পড়ুয়াদের জন্য ৭৫ শতাংশ নাম্বার রাখতে হবে।
৪) শিক্ষার্থীর পরিবারের পারিবারিক আয় হতে হবে বার্ষিক চার লক্ষ টাকার কম।
আরোও খবর পড়ুন: ঘরে বসেই পেয়ে যান সরকারের নথি ও পঞ্চায়েতের সমস্ত সার্টিফিকেট, জেনে নিন পদ্ধতি!
বৃত্তির পরিমাণ:-
শ্রেণী বা কোর্স অনুযায়ী বৃত্তির পরিমাণ ভিন্ন হবে।
মাধ্যমিক পাস করলে সেই পড়ুয়াদের ৮০০০ টাকা করে দেওয়া হবে। উচ্চ মাধ্যমিক পাস করে আবেদন করলে সেই পড়ুয়াকে ১২০০০ হাজার টাকা দেওয়া হবে। গ্রাজুয়েট লেভেলে আবেদন করলে ২৫০০০ টাকা পর্যন্ত বৃত্তি দেওয়া হবে।
আবেদন পদ্ধতি:- আবেদন করতে হলে ডক্টর আম্বেদকর স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রথমে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন। রেজিস্ট্রেশন করতে হলে আপনার একটি বৈধ ইমেইল আইডি এবং ফোন নম্বর প্রয়োজন হবে। এরপর আবেদন ফর্মে যে সমস্ত তথ্য চাওয়া হয়েছে, সেই সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করুন। প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করে সাবমিট করলেই আবেদন করা হয়ে যাবে।
যে সমস্ত ডকুমেন্ট আবেদনের জন্য প্রয়োজন হবে সেগুলো হল:– আধার কার্ড, দশম শ্রেণীর মার্কশিট, দ্বাদশ শ্রেণীর মার্কশিট, বাসিন্দা হিসেবে প্রমাণপত্রঃ ব্যাংকের পাসবুকের ছবি, ওই শিক্ষার্থীর ছবি ও স্বাক্ষর, পারিবারিক আয়ের প্রমাণপত্র, রেশন কার্ড ইত্যাদি।
আবেদনের সময়সীমা:- আবেদন পর্ব শুরু হয়েছে ১৫ ই আগস্ট ২০২৫ সাল থেকে, আবেদন চলবে ২০২৬ এর জানুয়ারি পর্যন্ত।
আপনিও যদি এস সি/এস টি বা ওবিসি ক্যাটাগরির পড়ুয়া হয়ে থাকেন, তাহলে ডক্টর আম্বেদকর স্কলারশিপে আবেদন করার সুযোগ পাবেন। এই স্কলারশিপের মাধ্যমে পড়ুয়ারা তাদের উচ্চ শিক্ষার স্বপ্নকে বাস্তবায়ন করার সুযোগ পাবেন। তাই আর দেরি না করে যে সমস্ত শিক্ষার্থীরা এই স্কলারশিপে আবেদন করতে ইচ্ছুক নির্দিষ্ট তারিখের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করে নিজের স্বপ্নকে বাস্তবায়ন করুন।