Chat on WhatsApp

ভারতীয় ডাক বিভাগএ প্রতিমাসে ২৬০০ টাকা জমা করলে পেয়ে যাবেন এককালীন ২৬ লাখ টাকা।

বর্তমান সময়ে জিনিসপত্রের দাম যেভাবে বৃদ্ধি পাচ্ছে সেভাবে মানুষের ইনকাম বাড়ছে না। তাই সময়ের সঙ্গে তাল মিলাতে গিয়ে মানুষ নানান ভাবে টাকা বিনিয়োগ করার চেষ্টা করছে। আপনিও যদি সুরক্ষিত বীমাতে যোগ দিতে চান তাহলে ভারতীয় ডাক জীবন বীমা তে প্রতিমাসে ২৬০০ টাকা করে জমা করে পেয়ে যাবেন ২৬ লক্ষ টাকা। চলুন দেখে নেওয়া যাক  ভারতীয় ডাক জীবন বীমার বিস্তারিত তথ্য।

অনেকেই  ডাক জীবন বীমা সম্পর্কে কিছুই জানেননা। আসলে জীবন বীমা দু রকমের হয় একটা হল ডাক জীবন বীমা আরেকটি হলো গ্রামীণ ডাক জীবন বীমা।১৮৮৪ সালে ভারতীয় ডাক জীবন বীমাতে শুধুমাত্র সরকারি কর্মচারী অর্থাৎ রাজ্য ও কেন্দ্র সরকারি কর্মচারী, সরকারি অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান ,রাষ্ট্রীয় বা বাণিজ্যিক ব্যাংক, প্রতিরক্ষা বাহিনী বা আধা সাময়িক বাহিনীর কর্মচারীরা এই স্কিমে ইনভেস্ট করতে পারতেন। এখন আমাদের রাজ্যের সিভিক ভলেন্টিয়াররাও এই স্কিমে ইনভেস্ট করতে পারেন। এখন কিছু আপডেট এসেছে যারা গ্রাজুয়েশন কমপ্লিট তারাও এই স্কিমে অংশগ্রহণ করতে পারবে। কিন্তু এই আপডেট সম্পর্কে এখনো ৯৯ পার্সেন্ট লোক জানেন না। ভারতীয় ডাক জীবন বীমা স্কিমে অংশগ্রহণ করতে আবেদনকারিদের বয়স হতে হবে ন্যূনতম ১৯ বছর থেকে সর্বাধিক ৫৫ বছরের। এই স্কিমে সর্বনিম্ন ২০ হাজার টাকা এবং সর্বাধিক ৫০ লক্ষ টাকা বিনিয়োগ করতে পারবেন।

এই বীমা স্কিমে অংশগ্রহণ করলে যে সমস্ত ডকুমেন্টস পাবেন সেগুলি হল:-
১) পলিসি ডকুমেন্ট
২) পলিসি বন্ড( দলিল)
৩) ব্যাংকের পাসবুক

এছাড়া ডাক জীবন বীমা স্কিমে আরেকটি বিশেষ সুবিধা রয়েছে সেটি হল নমিনি ফেসিলিটি, আপনি ভবিষ্যতে মনে করেন যদি নমিনির নাম পরিবর্তন করবেন সেটাও করতে পারবেন। আপনার কোন কারনে যদি পলিসি বন্ড বা ব্যাংকের পাসবুক হারিয়ে যায় সে ক্ষেত্রে আপনাকে ডুপ্লিকেট পলিসি বন্ড বা পাসবুক খুব সামান্য মূল্যে আপনি পেয়ে যাবেন।  এই পলিসির একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি যদি ছমাসের অগ্রিম জমা করেন তাহলে আপনাকে ১ পার্সেন্ট ছাড় দেয়া হবে। এছাড়াও আপনি যদি ১২ মাসের অগ্রিম জমা করেন তাহলে আপনাকে ২ পার্সেন্ট ছাড় দেয়া হবে। আপনাকে প্রতিমাসের ১ থেকে ৩০ তারিখের মধ্যে প্রিমিয়াম জমা দিতে হবে, যদি আপনি এই তারিখের মধ্যে জমা না দেন তাহলে পরের মাসে আপনার কাছ থেকে এক্সট্রা চার্জ নেয়া হবে।যেমন  আপনার প্রিমিয়াম যদি মাসে ৫০০ টাকা করে হয় এবং তা আপনি দীর্ঘ পাঁচ মাস জমা করেননি তাহলে আপনার কাছ থেকে এক্সট্রা ৭৫ টাকা ধার্য করা হবে। 

পলিসির কিছু নিয়ম:- আপনার পলিসির বয়স যদি তিন বছরের কম হয় তাহলে আপনি পাঁচ মাসের বাকি প্রিমিয়াম এক সঙ্গে দিতে পারবেন কারেন্ট মাসের প্রিমিয়ামের সঙ্গে, এছাড়া আপনার পলিসি যদি তিন বছরের বেশি সময় ধরে চলে তাহলে আপনি এগারো মাসের বাকি প্রিমিয়াম একসঙ্গে দিতে পারবেন। এই সময়ের মধ্যে আপনি যদি পেমেন্ট না করতে পারেন তাহলে আপনার পলিসি টা বাতিল হবে। এই পলিসিতে তিন বছর চালানোর পর আপনি লোন পাবেন আপনার ইচ্ছা অনুসারী।

Leave a Comment