কেন্দ্রীয় সরকার দেশের জনসাধারণের জন্য একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের সূচনা করেছেন, যেগুলির মাধ্যমে আর্থিকভাবে উপকৃত হয়েছে সাধারণ মানুষ। ১৫ ই আগস্ট ২০২৫ স্বাধীনতা দিবসের দিন নরেন্দ্র মোদি, লালকেল্লায় পতাকা উত্তোলনের পর দেশের যুবসমাজের জন্য একটি নতুন উদ্যোগ গ্রহণ করেছেন। এই নতুন উদ্যোগের নাম প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা।
এই প্রকল্পের লক্ষ্য :- কেন্দ্রীয় সরকার দেশের যুবসমাজকে আরও আর্থিক নির্ভরতা দেওয়ার জন্য এবং কাজের প্রতি উৎসাহিত করার জন্য এই প্রকল্পের সূচনা করেছেন। ইতিমধ্যে এই প্রকল্পে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। ১৮ই আগস্ট সোমবার এই প্রকল্পের আবেদনের জন্য নতুন পোর্টাল ওপেন করে দেওয়া হয়েছে।
এই প্রকল্পের সুবিধা কারা পাবেন :- যে সমস্ত যুবক ১লা আগস্ট ২০২৫ থেকে প্রথমবারের মতন কাজে যুক্ত হয়েছেন, তাদের জন্য থাকছে একটা বিশেষ সরকারি ইনসেনটিভ -এর সুবিধা। তবে এক্ষেত্রে যে সমস্ত কর্মীরা ১লা আগস্ট ২০২৫ এর পর থেকে নতুন কাজে যুক্ত হবেন, শুধুমাত্র তাঁরাই এই প্রকল্পের সুবিধা পাবেন। পহেলা আগস্টে আগে যে সমস্ত যুবকরা কাজে যুক্ত হয়েছেন, তাঁরা এই প্রকল্পের জন্য যোগ্য হবেন না।
আরোও পড়ুন :- বেকার যুবক যুবতীদের জন্য বরাদ্দ করা হলো ৫ লক্ষ টাকা, রাজ্য সরকারের নব উদ্যোগ!
এই প্রকল্পে আবেদনের জন্য রেজিস্ট্রেশন করতে হবে আবেদনকারীকে।
কিভাবে আবেদন করবেন ?
কেন্দ্রীয় সরকারের এই নতুন প্রকল্পের জন্য একটি পোর্টাল চালু করা হয়েছে। এই পোর্টালে গিয়ে আবেদনকারীর নাম রেজিস্ট্রেশন করতে হবে। তবে রেজিস্ট্রেশন করার আগে প্রত্যেক আবেদনকারীকে UAN জেনারেট করতে হবে উমঙ্গ অ্যাপে ফেস অথেনটিকেশনের মাধ্যমে। আবেদনকারীর UAN জেনারেট হওয়ার পরে একজন কর্মী যে কোম্পানিতে কাজ করেন অর্থাৎ যে কোম্পানির কর্মী, সেই কোম্পানির তরফ থেকে আরো তথ্য স্কিমে এন্ট্রি করা হবে। এই তথ্য এন্ট্রি করার জন্য https://pmvbry.labour.gov.in/ অথবা pmvbry.epfindia.gov.in– লগ ইন করতে হবে।
এই প্রকল্পের যে নিয়ম গুলো রয়েছে সেগুলি হল:–
- ১) এই প্রকল্পের সুবিধা পাবেন যারা ১লা আগস্ট ২০২৫ পর থেকে চাকরিতে নিযুক্ত হয়েছেন প্রথমবারের মতন।
- ২) কোন ব্যক্তি উল্লেখিত নির্দিষ্ট তারিখের আগে কাজে যুক্ত হলে এই প্রকল্পের সুবিধা পাবেন না।
- ৩) যদি কোন যুবক কোন কোম্পানিতে চাকরি করে ৫ মাস পর ছেড়ে দেন, তাহলেও তিনি কেন্দ্রীয় সরকারের এই ইনসেনটিভ পাওয়া থেকে বিরত থাকবেন। এর কারণ এই প্রকল্পের প্রথম ইনসেনটিভ ৬ মাস পরে পাঠানো হবে, তাই কোন কর্মী যদি ৫ মাস পর কাজ ছেড়ে দেন,তাহলে তিনি এই ইনসেনটিভ পাবেন না।
- ৬) যদি কোন কর্মী ১২ মাসের আগে অর্থাৎ ৬ মাস পরে কাজ ছেড়ে দেন, তাহলে তিনি দ্বিতীয়বারের মতন ইনসেনটিভ পাবেন না, কারণ দ্বিতীয় ইনসেনটিভ ১২মাস পরেই দেওয়া হবে।
কেন্দ্রীয় সরকারের এই নতুন প্রকল্প সদ্য কাজে যুক্ত হওয়া কর্মীদের কাজে উৎসাহিত করবে এবং নিষ্ঠা সহকারে কাজ করার একাগ্রতা বাড়াবে। এইজন্য আপনি যদি কেন্দ্রীয় সরকারের এই অভিনব প্রকল্পের সুবিধা পেতে চান,তাহলে উপরের উল্লেখিত এই নিয়মগুলি অনুসরণ করতে হবে।
আপনি যদি ১লা আগস্ট ২০২৫-এর পরে নতুন কোন কাজে যুক্ত হয়ে থাকেন, তাহলে অতি শীঘ্রই প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা প্রকল্পে রেজিস্ট্রেশন করে এই প্রকল্পের সুবিধা গ্রহণ করুন, তবে চেষ্টা করবেন এই প্রকল্পের ইনসেনটিভ-এর সুবিধা পাওয়ার, আর তার জন্যই অন্তত আপনাকে ৬ মাস চাকরিতে বহাল থাকতে হবে।
এমন আরো গুরুত্বপূর্ণ খবরের জন্য চোখ রাখুন এই পেজে।