ঐক্যশ্রী স্কলারশিপ হল এমন একটি পোর্টাল যার মধ্যে রয়েছে পাঁচ ধরনের স্কলারশিপ যেমন প্রি-ম্যাট্রিক, পোস্ট-ম্যাট্রিক, এমসিএম, টিএসপি, এসভিএমসিএম স্কলারশিপ। এই সমস্ত স্কলারশিপ এর বিস্তারিত তথ্য এবং কিভাবে তা পূরণ করতে হবে ও কারা কারা আবেদন যোগ্য সবই জানতে পারবেন। এছাড়া ও এই সমস্ত স্কলারশিপের থেকে কারা কত টাকা পাবেন সবই আলোচনা করা হবে।চলুন তা দেখে নেয়া যাক,
প্রি-ম্যাট্রিক:- এই স্কলারশিপে আবেদন করতে পারে যে সমস্ত ছাত্র-ছাত্রী তাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে ক্লাস প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত। সে ক্ষেত্রে শিক্ষার্থী কে হতে হবে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা এবং বছরে পারিবারিক ইনকাম হতে হবে ২ লক্ষ টাকার মধ্যে। এছাড়াও শিক্ষার্থীকে পরীক্ষায় ৫০% নাম্বার পেয়ে উত্তীর্ণ হতে হবে। তাহলেই পাবেন ১১ হাজার টাকা বছরে।
পোস্ট-ম্যাট্রিক:- এই স্কলারশিপে আবেদন করতে পারবে যে সমস্ত ছাত্র-ছাত্রী তাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে একাদশ শ্রেণী থেকে পিএইচডি পর্যন্ত। ছাত্র-ছাত্রীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।শিক্ষার্থীকে অবশ্যই ৫০% নাম্বার পেয়ে উত্তীর্ণ হতে হবে তবেই এই স্কলারশিপে আবেদন করতে পারবে।এই স্কলারশিপ এ আবেদন করার পর বছরে পাবে ১৬ হাজার টাকা পর্যন্ত।
আরও পড়ুন:- ভারতীয় ডাক বিভাগএ প্রতিমাসে ২৬০০ টাকা জমা করলে পেয়ে যাবেন এককালীন ২৬ লাখ টাকা।
এমসিএম:- এই স্কলারশিপে আবেদন করতে হলে শিক্ষার্থীকে অবশ্যই পশ্চিমবঙ্গে স্থায়ী বাসিন্দা হতে হবে এবং শিক্ষার্থীর যে কোন টেকনিক্যাল কোর্স সার্টিফিকেট থাকতে হবে তবেই এই স্কলারশিপে আবেদনযোগ্য হবে।এছাড়া শিক্ষার্থী কে উচ্চ মাধ্যমিক বা গ্রাজুয়েশন ৫০% ওপরে নাম্বার পেয়ে পাস করে থাকতে হবে। এক্ষেত্রে শিক্ষার্থীর পারিবারিক আয় হতে হবে ২.৫ লক্ষ টাকার মধ্যে। শিক্ষার্থীকে অবশ্যই পশ্চিমবঙ্গের যে কোন স্বীকৃতিবোর্ড থেকে পাস করে থাকতে হবে তবেই আবেদন করতে পারবে তা না হলে আবেদন করতে পারবেনা। ছাত্র-ছাত্রী কে এই স্কলারশিপ থেকে বছরে ৩৩ হাজার টাকা পর্যন্ত দেয়া হবে।
টিএসপি:- এই স্কলারশিপে টি মূলত একটি স্টাইপেন স্কলারশিপ।এই কলারশিপে যারা ৫০% নাম্বার কম পেয়ে পাস করেছে তাদের জন্য । যে সমস্ত ছাত্র-ছাত্রীরা সরকারি /বেসরকারি / স্কুল/ কলেজ/ ইউনিভার্সিটি ও পিএইচডি পর্যন্ত ছাত্রছাত্রীরা আবেদন করতে পারেন।পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং তাদের পারিবারিক ইনকাম হতে হবে দুই লক্ষ টাকার নিচে তবেই এই স্টাইপেন স্কলারশিপআবেদন করতে পারবে।এই স্কলারশিপ থেকে বাৎসরিক ৪৯০০ টাকা পাবে।
এসভিএমসিএম:- স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করার জন্য ছাত্র-ছাত্রীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং তাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে একাদশ শ্রেণী থেকে পোস্ট পোস্ট গ্রাজুয়েট পর্যন্ত। শিক্ষার্থীকে ৬০% এর ওপরে নাম্বার পেয়ে পাস করে থাকতে হবে তবেই এই স্কলারশিপে আবেদন করতে পারবে।এছাড়া পোস্ট গ্যাজুটেড ছাত্র-ছাত্রীদের জন্য ৫০%পার্সেন্ট নাম্বার পেয়ে পাস করে থাকতে হবে। তবেই এই স্কলারশিপ থেকে বাৎসরিক ৬০ হাজার টাকা পাবে ছাত্র-ছাত্রীরা।
অফিসিয়াল ওয়েবসাইট:- লিঙ্ক