হুগলি জেলাতে আশা কর্মী নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে! জেনে নিন আবেদন প্রক্রিয়ার, যোগ্যতা, বেতন বিস্তারিত তথ্য।

হুগলি জেলার বিভিন্ন ব্লকের গ্রাম পঞ্চায়েতে ৬৩ জন আশা (অ্যাক্রেডিটেড সোশ্যাল হেল্থ অ্যাক্টিভিস্ট) কর্মী নেবে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর। শুধুমাত্র বিবাহিত, বিধবা বা ডিভোর্সি মহিলারা আবেদন করবেন। প্রার্থী যে-গ্রাম পঞ্চায়েতের শূন্যপদের জন্য আবেদন করবেন, তাঁকে সেই গ্রাম পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা হতে হবে।

ব্লক অনুসারে শূন্যপদ:- বলাগড়: ১টি, চন্ডীতলা-১: ২টি, চন্ডীতলা-২: ১২টি, চুঁচুড়া মগরা: ১১টি, ধনিয়াখালি: ১০টি, হরিপাল: ২টি, জাঙ্গিপাড়া: ২টি, খানাকুল-১: ১টি, পান্ডুয়া: ৫টি, পোলবা-দাদপুর: ৩টি, শ্রীরামপুর উত্তরপাড়া: ৬টি, সিঙ্গুর: ৮টি।

শিক্ষাগত যোগ্যতা:- মাধ্যমিক পাশ। যাঁরা মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন, অথচ পাশ করতে পারেননি, তাঁরাও আবেদন করতে পারবেন। উচ্চতর যোগ্যতাসম্পন্নরাও আবেদন করতে পারেন। কিন্তু মাধ্যমিকে প্রাপ্ত নম্বরের ভিত্তিতেই প্রার্থী বাছাই করা হবে। স্বনির্ভর গোষ্ঠীর গ্রেড-ওয়ান বা গ্রেড-টু সদস্য হলে বা দাইয়ের প্রশিক্ষণ থাকলে বা লিঙ্ক ওয়ার্কার হিসেবে কাজ করে থাকলে অগ্রাধিকার।

আরোও পড়ুন:- কৃষি যন্ত্রপাতি কেনার জন্য ভর্তুকি দেওয়া শুরু রাজ্য সরকারের, কিভাবে করবেন আবেদন? জানুন বিস্তারিত।

বয়স:- ১-১-২০২৫ তারিখে ৩০ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। তফসিলি প্রার্থীরা ২২ বছর বয়স হলেই আবেদন করতে পারবেন।

প্রার্থী বাছাই করা হবে মাধ্যমিকে প্রাপ্ত নম্বর ও ইন্টারভিউয়ের মাধ্যমে।দরখাস্ত করতে হবে নির্দিষ্ট বয়ানে। দরখাস্তের বয়ান ডাউনলোড করে নেবেন এই ওয়েবসাইটের মাধ্যমে: https://hooghly.nic.in পূরণ করবেন যথাযথভাবে।

পূরণ করা দরখাস্তের সঙ্গে দেবেন

দু’কপি পাসপোর্ট মাপের রঙিন ফটো। একটি ফটো দরখাস্তের নির্দিষ্ট জায়গায় সেঁটে তার উপর আড়াআড়ি ভাবে সই করে দেবেন। অপর ফটোটির পিছনে আড়াআড়ি ভাবে সই করে সেটি দরখাস্তের সঙ্গে গেঁথে দেবেন। শিক্ষাগত যোগ্যতা ও বয়সের প্রমাণপত্রের স্বপ্রত্যয়িত নকল। সেল্ফ হেল্প গ্রুপ বা দাই বা লিঙ্ক ওয়ার্কারের প্রমাণপত্রের স্বপ্রত্যয়িত নকল (প্রযোজ্য ক্ষেত্রে)। বাসস্থানের প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড বা রেশন কার্ডের স্বপ্রত্যয়িত নকল।

বিবাহিতদের ক্ষেত্রে ম্যারেজ রেজিস্ট্রেশন সার্টিফিকেট, ডিভোর্সিদের ক্ষেত্রে ডিভোর্সের ডিক্রি, বিধবাদের ক্ষেত্রে স্বামীর ডেথ সার্টিফিকেটের স্বপ্রত্যয়িত নকল।

কাস্ট সার্টিফিকেটের স্বপ্রত্যয়িত নকল (প্রযোজ্য ক্ষেত্রে)। নিজের নাম-ঠিকানা লেখা একটি খাম। তাতে ৫ টাকা মূল্যের ডাকটিকিট সেঁটে দেবেন।

১৫ অক্টোবরের মধ্যে দরখাস্ত পৌঁছতে হবে এই ঠিকানায়: সমষ্টি উন্নয়ন আধিকারিকের কার্যালয়, চণ্ডীতলা-২, চণ্ডীতলা, হুগলি, পিন-৭১২৭০২। অথবা বিকেল ৫টার মধ্যে সরাসরি গিয়ে উক্ত ঠিকানায় দরখাস্ত জমা দিয়ে আসতে পারেন।

খুঁটিনাটি তথ্যের জন্য-দেখুন উপরোক্ত ওয়েবসাইট।

Join Group Join Group