পোস্ট অফিস একটি অত্যন্ত নির্ভরযোগ্য বিশ্বস্ত আর্থিক প্রতিষ্ঠান। পোস্ট অফিসের শিশু থেকে বয়স্কদের জন্য বিভিন্ন রকম স্কিম রয়েছে, যেখানে আপনি খুবই ন্যূনতম বিনিয়োগ করে মোটা অংকের রিটার্ন পেতে পারেন। বর্তমানে প্রত্যেকটি ব্যক্তি এমন একটি প্রতিষ্ঠানের খোঁজ করেন, যেখানে অল্প বিনিয়োগ করে অনেক কম সময়ে ভালো রিটার্ন পাওয়া যায়। প্রত্যেক সময় আমাদের এমন একটি প্রতিষ্ঠানের খোঁজ করা উচিত যেখানে আপনাকে গ্যারান্টি যুক্ত লাভজনক রিটার্ন প্রদান করে। বর্তমানে পোস্ট অফিস অনেক উচ্চ হারে সুদ প্রদান করে থাকে। এছাড়াও পোস্ট অফিসে গ্যারান্টিযুক্ত লাভজনক রিটার্ন পাওয়া যায়। এজন্য আপনি পোস্ট অফিসের বিভিন্ন স্কিমের ওপর ভরসা রাখতে পারেন। আজকে এমন একটি স্কিম সম্পর্কে আলোচনা করব, যেখানে আপনি ন্যূনতম টাকা বিনিয়োগ করে মোটা অংকের রিটার্ন পাবেন।
যে সমস্ত ব্যক্তি মনে করেন বিনিয়োগ করতে হলে সব সময় উচ্চ বিনিয়োগ করতে হয়। তাদের জন্য এই বিকল্প ব্যবস্থা করা হয়েছে পোস্ট অফিসের এই স্কিমে। অনেক নিম্ন দরিদ্র ও মধ্যবিত্ত পরিবার রয়েছে যাদের পক্ষে উচ্চ বিনিয়োগ করা সম্ভবপর নয়। এই সমস্ত ব্যক্তিদের জন্য অনেক কম বিনিয়োগে বিভিন্ন স্কিম খোলা হয়েছে যেখান থেকে আপনি লাভজনক রিটার্ন পেতে পারেন।
বিশেষ করে পোস্ট অফিস মধ্যবিত্ত ব্যক্তিদের সুবিধা দেওয়ার জন্যই এই নতুন স্কিম চালু করেছেন। এই স্কিমেআপনি ৫৬৫ টাকা বিনিয়োগ করলে মেয়াদ শেষের ১০ লক্ষ টাকার মতন রিটার্ন পাবেন। মধ্যবিত্তদের বিনিয়োগের সুবিধা প্রদান করার জন্য পোস্ট অফিসের এই নতুন পলিসির নাম দেওয়া হয়েছে অ্যানুয়্যাল ইনসিওরেন্স পলিসি।
এই পলিসি শুরু করার কারণ :- অনেক নিম্ন মধ্যবিত্ত পরিবার রয়েছে যারা স্বল্প আয় করার কারণে বিভিন্ন প্রতিষ্ঠানে বিনিয়োগ করতে ভয় পান। এদের জন্যই মূলত কম প্রিমিয়াম দিয়েও লাভজনক রিটার্ন প্রদান করার উদ্দেশ্যে এই পলিসি শুরু করা হয়েছে।
প্রিমিয়ামের পরিমাণ :- আপনি বছরে একবার প্রিমিয়াম দিয়ে ১০ হাজার টাকা পর্যন্ত আয় করতে পারবেন। প্রিমিয়ামের পরিমাণ রয়েছে ৫৬৫ টাকা। অর্থাৎ এই পলিসি সস্তায় পুষ্টিকর পলিসি হিসেবে নজর কেড়েছে সাধারণ মানুষদের কাছে।
আবেদনের যোগ্যতা :- ১৮ থেকে ৬৫ বছর বয়সের যেকোনো ব্যক্তি এই পলিসিতে আবেদন করতে পারবেন।
এই পলিসির সুবিধা :-
১) ন্যূনতম প্রিমিয়াম বিনিয়োগ
২)লাভজনক রিটার্ন পাওয়ার সুবিধা
৩) কোনরকম মেডিকেল বা স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট নেওয়া হয় না এই পলিসিতে বিনিয়োগ করার জন্য।
৪) শুধু স্বাভাবিক মৃত্যুতেই নয়, দুর্ঘটনাও আপনি কভারেজ পাবেন।
৫) দুর্ঘটনা জনিত চিকিৎসার জন্য এই পলিসি থেকে আপনি এক লক্ষ টাকা পাবেন।
৬) এই পলিসির ধারকেরা বোনাস পাওয়ার সুবিধে পাবেন।
এই পলিসিতে আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট:-
যে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট পলিসিতে আবেদন করার জন্য লাগবে সেগুলি হল – আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, পাসপোর্ট, পাসপোর্ট ছবি প্রয়োজনীয় ৷ যখনই আবেদন সম্পন্ন হবে প্রিমিয়ামের টাকা দিতে হবে।
আপনি যদি স্বল্প বিনিয়োগ করে অধিক লাভজনক রিটার্ন পেতে ইচ্ছুক থাকেন, তাহলে এই পলিসিটি আপনার জন্য একদম পারফেক্ট পলিসি। আপনার নিকটবর্তী পোস্ট অফিসে গিয়ে আধিকারিক দের সাথে কথা বলে এই পলিসি সংক্রান্ত আরো বিস্তারিত ধারণা নিয়ে পলিসিতে যুক্ত হন এবং পলিসের মাধ্যমে আপনার বিনিয়োগ করা অর্থের বেশি পরিমাণ রিটার্ন পাওয়ার সুযোগ করে নিন।