Chat on WhatsApp

পোস্ট অফিসের MIS স্কিমের সুবিধা জানলে আপনি অবাক হয়ে যাবেন। আপনার জানা না থাকলে এখনই তা জেনে নিন?

আপনারা কি সবাই মাসে মাসে ইনকাম করতে চান,তাও আবার নিরাপদ জায়গা থেকে। যেখানে ইনভেস্ট করলে আপনাকে টাকা নিয়ে কোন চিন্তা করতে হবেনা। আবার ম্যাচুরিটির সময় যে টাকা ইনভেস্ট করেছেন সে টাকা রিটার্ন ও পেয়ে যাবেন। তাহলে কোন কিছু না ভেবেই আপনি পোস্ট অফিসের এই স্কিমে আবেদন করে দিন। চলুন তবে দেখে নেয়া যাক পোস্ট অফিসের এই স্কিমের বিস্তারিত তথ্য এবং যেখানে ইনভেস্ট করলে মাসে মাসে ভালো ইনকাম করা যায়।

অনেকেই রয়েছেন যারা চাকরি থেকে রিটায়ার্ড করেছেন ও আপনাদের কাছে কিছু একটা এমাউন্ট রয়েছে। যেটা কোথাও একটা ইনভেস্ট করে প্রতি মাসে রিটার্ন চাচ্ছেন কিছু খরচ করার জন্য। আবার এমনও কিছু মানুষ আছে যাদের এক্সট্রা কিছু টাকা জমানো আছে, তারা সেটাকে ইনভেস্ট করে প্রতি মাসে কিছু রিটার্ন চাচ্ছেন তাদের জন্য পোস্ট অফিসের এই স্কিমটি সবচেয়ে জনপ্রিয়। সবার মনে এখন একটাই প্রশ্ন যে কত টাকা ইনভেস্ট করলে কত টাকার রিটার্ন পাওয়া যাবে?

স্কিমটি কোথায় করা যায়:- এই স্কিমটি করতে গেলে আপনাকে যেতে হবে পোস্ট অফিসে। স্কিমটির নাম হল এমআইএস আর এখানে ইনভেস্ট করলে প্রতি মাসে ভালো টাকা ইনকাম করা যাবে।

আরো ও পড়ুন:- পশ্চিমবঙ্গে জল দপ্তরে কর্মী নিয়োগ কোনো রকম পরীক্ষা ছাড়াই।জেনে নিন কিভাবে আবেদন করবেন?

বয়স:- এই স্কিমে ইনভেস্ট করতে হলে আপনাকে ১৮ বছরের ঊর্ধ্বে হতে হবে। তবে আপনারা যে কেউ এই একাউন্ট খুলতে পারবেন। এই একাউন্ট খোলার আগে আপনাকে আরেকটা একাউন্ট খুলতে হবে সেটা হলো সেভিংস একাউন্ট। কারণ এই একাউন্ট থেকে প্রতি মাসে যেটা ইনকাম হবে সেটা সেভিংস একাউন্ট যুক্ত হবে।

প্রয়োজনীয় ডকুমেন্ট:- এই MIS একাউন্ট খোলার জন্য আপনাকে প্যান কার্ড, আধার কার্ড, জন্ম সার্টিফিকেট এবং পাসপোর্ট সাইজের ছবি লাগবে। এছাড়াও আপনার কাছে থাকা একটি মোবাইল নাম্বার লাগবে যেটি আধার কার্ডের সঙ্গে যুক্ত করা থাকতে হবে। এছাড়া প্রতিটি ডকুমেন্ট কপিতে সিগনেচার করে দিতে হবে এবং সেভিংস একাউন্ট খোলার জন্য আপনাকে ৫০০ টাকা নিয়ে যেতে হবে। তাহলেই আপনাকে দুটো একাউন্ট ওপেন করিয়ে দেওয়া হবে।

সময় প্রদান:- এমআইএ অ্যাকাউন্টটি তে ইনভেস্ট করার জন্য ন্যূনতম সময় লাগবে পাঁচ বছর। তাহলেই প্রতি মাসে আপনারা ইনকাম করতে পারবেন। এখানে আপনি ৯ লক্ষ টাকা থেকে ১৫ লক্ষ টাকা পর্যন্ত ইনভেস্ট করতে পারবেন।পোস্ট অফিসের এই স্কিমে আপনি যদি এক থেকে তিন বছরের মধ্যে টাকা তুলে নেন তাহলে আপনার একাউন্ট থেকে ২% টাকা কেটে নেওয়া হবে এবং তিন থেকে পাঁচ বছরের মধ্যে আপনি যদি টাকা তুলে নেন তাহলে আপনার কাছ থেকে ১% পার্সেন্ট টাকা কেটে নেওয়া হবে আপনার মেন অ্যামাউন্ট থেকে। এছাড়া আপনি যদি এক বছরের মধ্যেই আপনার একাউন্ট কে বন্ধ করে দিতে চান তাহলে সেটি করতে পারবেন না কারণ আপনাকে নুন্যতম এক বছর একাউন্টটি চালাতে হবে। 

MIS একাউন্ট এর ক্ষেত্রে আপনি নমিনী ফেসিলিটি ও পাবেন, সেখানে আপনি একজন কিংবা দুইজন কে নমিনী করে রাখতে পারবেন।

Leave a Comment