IMPS নিয়মে বিরাট বদল। ১৫ই আগষ্ট থেকে নিয়ম লাঘু করল SBI।

দেশজুড়ে সাড়ম্বরে পালিত হল ৭৯তম স্বাধীনতা দিবস। স্বাধীনতার আনন্দে মাতোয়ারা গোটা দেশ। কিন্তু এই স্বাধীনতা দিবসে নতুন নিয়ম আনলো দেশে বৃহত্তম রাষ্ট্রীয় ব্যাংক SBI। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া(SBI) স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রায়ত্ব ব্যাংক। দেশের প্রথম প্রধানমন্ত্রী জহরলাল নেহেরুর হাতেই ১৯৫৫ সালে জাতীয়করন হয়েছিল এই SBI – এর। আজ স্বাধীনতা দিবসে SBI এর বিভিন্ন আঞ্চলিক দপ্তরে উত্তোলিত হয় গর্বের তিরঙ্গা জাতীয় পতাকা। আবার,এই স্বাধীনতা দিবসের দিনেই নতুন নিয়ম চালু করল SBI।

IMPS অর্থাৎ ইমিডিয়েট পেমেন্ট সার্ভিস এর মাধ্যমে লেনদেনের নিয়মে বদল এনেছে SBI। আইএমপিএস হল ব্যাংকিং ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ লেনদেনের মাধ্যম। এটি হল এক প্রকারের রিয়েল টাইম পেমেন্ট সার্ভিস।NPCI অর্থাৎ ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়ার অধীনে এই পরিষেবা দেওয়া হয়। এই IMPS পরিষেবার মাধ্যমে এক ব্যাংক একাউন্ট থেকে অপর ব্যাংক একাউন্টে সহজে ও নিমিষে টাকা পাঠানো যায়। তবে একবারে ৫ লাখের বেশি টাকা পাঠানো যায়না এই IMPS সার্ভিসে।

এই IMPS পরিষেবাতেই বিরাট পরিবর্তন এনেছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। অনলাইন ব্যাংকিং ক্ষেত্র ও ব্যাংক ব্রাঞ্চে IMPS পরিষেবায় পৃথক নিয়ম আনা হয়েছে। ব্যাংক ব্রাঞ্চের IMPS পরিষেবায় কোন নিয়ম বদল হচ্ছে না। কিন্ত অনলাইন ব্যাংকিং ক্ষেত্রে IMPS পরিষেবায় বদল হয়েছে নিয়ম। অনলাইন ব্যাংকিংয়ের ক্ষেত্রে IMPS পরিষেবায় চার্জ লাঘু হয়েছে।

আরো ও পড়ুন:- পুজোর আগেই টোটো চালকদের জন্য নতুন নিয়ম। শুধুমাত্র মুখ্যমন্ত্রীর অনুমোদনের অপেক্ষা।

এবার, নতুন নিয়মে কি বলা হয়েছে সেটাই দেখে নেওয়া যাক। স্টেট ব্যাংকের ব্রাঞ্চে IMPS পরিষেবা হবে বিনামূল্যে। কিন্তু অনলাইন ব্যাংকের মাধ্যমে IMPS পরিষেবা নিতে গেলেই দিতে হবে বাড়তি চার্জ। তবে ২৫ হাজার টাকার নিচে IMPS পরিষেবায় টাকা পাঠালে অনলাইনে ব্যাংকিং ক্ষেত্রেও কোন চার্জ লাগবে না। চার্জ লাগবে ২৫ হাজার টাকার উপরে।২৫ হাজার থেকে ১ লাখ টাকা পর্যন্ত IMPS পরিষেবায় চার্জ ধার্য হয়েছে ২ টাকা এবং তার সাথে GST।১ লক্ষ থেকে ২ লক্ষ টাকার IMPS পরিষেবায় চার্জ ধার্য করা হয়েছে ৬ টাকা এবং তার সাথে GST।২ লাখ টাকা থেকে ৫ লাখ টাকার IMPS পরিষেবার চার্জ ধার্য করা হয়েছে ১০ টাকা এবং তার সাথে GST। এই অনলাইন ব্যাংকিং ক্ষেত্রে IMPS পরিষেবায় চার্জ লাঘু এই প্রথম। অতীতে এই পরিষেবায় কোন চার্জ ছিল না। তবে স্যালারি একাউন্ট গুলিকে এই চার্জ ধার্য নিয়মের আওতার বাইরে রাখা হয়েছে। কর্পোরেট স্যালারি একাউন্ট, গভর্নমেন্ট স্যালারি একাউন্ট, ডিফেন্স স্যালারি একাউন্ট ও পুলিশ স্যালারি একাউন্ট থেকে অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে IMPS করলে কোন চার্জ লাগবে না। অনলাইন ব্যাংকিং পরিষেবা আরও স্বচ্ছ ও দ্রুত করার উদ্দেশ্যেই এই চার্জ বসানো হয়েছে। এরফলে অনলাইন ব্যাংকিং পরিষেবার চাপ কমবে এবং অনলাইন ব্যাংকিং পরিষেবা আরও নিরাপদ ও দ্রুত হবে বলে বিশেষজ্ঞদের ধারণা। তবে এই নিয়ম বদলের ফলে SBI ব্রাঞ্চ গুলিতে গ্রাহকের চাপ বাড়তে পারে বলে অনেকেই অনুমান করছেন। ব্যাংক কর্মীদের উপর বাড়তি কাজের চাপ বাড়তে চলেছে বলেও একাধিক কর্মীসংগঠন দাবি করেছে। তবে অনলাইনে ব্যাংকিং ক্ষেত্রে এই পরিষেবায় বাড়তি মাশুল লাঘুর করার বিরুদ্ধে অনেক গ্রাহক প্রতিবাদ জানিয়েছেন।

Leave a Comment

Join Group Join Group