সোনার ধাতুতে বড় চমক! আজকের বাজারে সোনার রেট কত? 

সোনা এমন একটি ধাতু যার মূল্য সব সময় আকাশ ছোঁয়া থাকে। তবুও সোনার ধাতু শুধুমাত্র সৌন্দর্যের প্রতীক হিসেবেই নয়, এটি ভবিষ্যতের আর্থিক অবলম্বনের একটি প্রতীক। সোনার দামের ঊর্ধ্বগতি আবার কখনো নিম্নগতি লক্ষ্য করা যায়। আন্তর্জাতিক বাজারে ডলারের দাম অনুযায়ী সোনার দাম বেশি বা কম নির্ভর করে। সোনা এমন একটি ধাতু যেটি দৈনন্দিন প্রয়োজনে, এছাড়া বিভিন্ন শুভ অনুষ্ঠান জন্মদিন, অন্নপ্রাশন এমনকি বিয়ের সময় সোনার গহন পড়ার রীতি এসে গিয়েছে অনেক যুগ ধরে। তবে যেভাবে নিত্যদিন সোনার দামে উর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে তাতে সাধারণ মানুষের পক্ষে সোনায় হাত দেওয়া যেন অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। তবুও বিয়ের মতো শুভ অনুষ্ঠানে সোনার গয়না ছাড়াতো বিয়ে সম্ভব নয়, এছাড়া দৈনন্দিন জীবনেও সোনার গহনা ব্যবহার করার জন্য সোনা কেনার প্রয়োজন হয়। সাধারণত আমরা ২২ ক্যারেট এবং ২৪ ক্যারেট সোনার গহনা কিনে থাকি। কিন্তু সম্প্রতি যে হারে সোনার দাম বাড়ছে তাতে মধ্যবিত্ত মানুষের হাতের নাগালের বাইরে চলে গিয়েছে সোনার দাম। ভারত সরকার এইজন্য ৯ ক্যারেটের একটি বিশেষ হলমার্ক যুক্ত সোনা বাজারে এনেছেন, যেটির দাম ২২ ক্যারেট এবং ২৪ ক্যারেটের তুলনায় অনেক কম এবং ব্যবহারের জন্য টেকসই। দেখে নেওয়া যাক এই ৯ ক্যারেট সোনা ব্যবহারের জন্য কতটা উপযুক্ত? 

২০২৫ এর জুন মাসের সোনা বিক্রির রিপোর্টে দেখা গিয়েছে আগের তুলনায় ৬০ শতাংশ বিক্রি কম হয়েছে। সোনা বিক্রির হার কমে গেলে সেটির প্রভাব পড়বে দেশের অর্থনীতিতে, এর জন্যই মধ্যবিত্তদের সুবিধা করে দেওয়ার জন্যই ভারত সরকার ৯ ক্যারেট হলমার্ক সোনা নিয়ে এসেছে বাজারে। বর্তমানে ৯ ক্যারেট হলমার্ক সোনার ১০ গ্রামের দাম ৩৮ হাজার টাকা। যেটা ২২ ক্যারেট এবং ২৪ ক্যারেট হলমার্ক সোনার চেয়ে অনেকটাই সস্তা পড়বে এবং দাম কম হয়েছে বলেই যে গুনগতমান কম হবে তা নয়, গুণমতো মানে নিশ্চয়তা রয়েছে এবং হলমার্কের বিশুদ্ধতা রয়েছে। দৈনন্দিন সোনা ব্যবহারের জন্য ৯ ক্যারেট হলমার্ক সোনা আপনি কিনতেই পারেন। 

বর্তমান সময়ে আন্তর্জাতিক বাজারের দাম এবং ডলারের দামের পরিপ্রেক্ষিতে ২২ ক্যারেট এবং ২৪ ক্যারেট সোনার দাম আকাশ ছোঁয়া। এর জন্যই মধ্যবিত্ত মানুষের সোনা কেনার ঝোঁক অনেকটাই কমে গিয়েছে, যার প্রভাব পড়ছে সরাসরি দেশের অর্থনীতিতে। বর্তমানে ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৯৫ হাজারের কাছাকাছি এবং ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ১ লাখের কাছাকাছি। সোনার দাম বৃদ্ধি পাওয়ার বিনিয়োগকারীদের কাছে অনেক মুনাফা দেবে কিন্তু সাধারণ নাগরিকদের কাছে এটা হতাশাজনক। 

আরোও পড়ুন: SIR নিয়ে চরম অরাজকতা বাংলা জুড়ে, সাধারণ নাগরিকদের মনে আতঙ্কের ছাপ, কিসের আতঙ্ক রাজ্য জুড়ে ?

৯ ক্যারেট সোনা কি:- দেশের অর্থনীতিতে ক্ষতিকর প্রভাব পড়ার আগে এবং মধ্যবিত্তদেরও কাছে সোনা পৌঁছে দেওয়ার জন্য হলমার্ক যুক্ত বিশুদ্ধ ও বৈধ ৯ ক্যারেট  সোনা  বিকল্প উপায় হিসেবে বাজারে আনা হয়েছে। এই সোনাতে সোনার পরিমাণ রয়েছে ৩৭.৫% এবং বাকিটা অন্য ধাতু মিশ্রিত থাকে। ২২ ক্যারেট সোনায় যেখানে ৯১.৬ শতাংশ খাঁটি সোনা থাকছে। 

৯ ক্যারেট সোনা দেখতে ২২ ক্যারেট কিংবা ২৪ ক্যারেটের মতন অতটা উজ্জ্বল নয়, তবে এটি দৈনন্দিন ব্যবহারের বা পুজো পার্বণে পড়ার জন্য পারফেক্ট। 

৯ ক্যারেট সোনার বৈশিষ্ট্য:-

১) ৯ ক্যারেট সোনার দাম ২২ ক্যারেট এবং ২৪ ক্যারেটের তুলনায় অনেক কম। 

২) ৯ ক্যারেট সোনার রং একটু কম উজ্জ্বল বা হালকা হবে। 

৩) সরকার এই সোনার উপর হলমার্ক বাধ্যতামূলক করেছে এবং HUID দেওয়া হয়েছে, যার মাধ্যমে আপনি নিশ্চিত সোনা কিনতে পারবেন।

৪) মধ্যবিত্ত মানুষের পক্ষে বাজেট ফ্রেন্ডলি সোনা কেনার জন্য ৯ ক্যারেট সোনা উত্তম। 

৫) হলমার্ক এবং HUID থাকার জন্য এটি সোনার গয়নায় গুণগতমান বিচার করতে এবং গয়না খাঁটি কিনা তা বিচার করতে সাহায্য করে। সে দিক থেকে ৯ ক্যারেট সোনা দুটো দিক থেকে উন্নতমানের রয়েছে।

৯ ক্যারেট সোনা বাজারে আনার প্রধান কারণ হলো বাজারে সোনার বৃদ্ধি বাড়ানো এবং দেশের অর্থনীতিতে সুপ্রভাব পড়ার এছাড়াও উৎসবের আবহে সোনার ক্রয় বৃদ্ধি বাড়ানো। এছাড়াও মধ্যবিত্ত মানুষের পকেটের চাপ কমানো। 

আপনি যদি ৯ ক্যারেট সোনা কিনতে চান তাহলে BIS দ্বারা অনুমোদিত যে সোনার দোকান রয়েছে সেখানে আপনি এই নয় ক্যারেট সোনা পেয়ে যাবেন, তবে কেনার আগে ভালো করে যাচাই করে মেপে নিয়ে ওজন করে দেখে কিনবেন। অবশ্যই কেনার সময় দোকান থেকে বিল সংগ্রহ করে নেবেন। 

আপনি যদি সোনার বিনিয়োগ করতে চান তাহলে কিন্তু ৯ ক্যারেট সোনা উপযুক্ত হবে না কারণ এটি দাম অনেক কম থাকার জন্য বিনিয়োগের জন্য লাভজনক হবেনা। সেক্ষেত্রে সেরা বিকল্প হতে পারে ২২ ক্যারেট এবং ২৪ ক্যারেট, তবে উৎসবে বা দৈনন্দিন সময় নিজের ব্যবহারের জন্য কিংবা উপহার দেওয়ার জন্য ৯ ক্যারেট হলমার্ক সোনা একদম পারফেক্ট। 

আজকের দিনে দাড়িয়ে কলকাতার বাজারে ৯ ক্যারেট সোনার দাম কত রয়েছে সেটা জানার জন্য BIS দ্বারা অনুমোদিত সোনার দোকানগুলোতে একবার ঘুরে আসতে পারেন। আর যদি আপনি ২২ ক্যারেট এবং ২৪ ক্যারেট সোনার দাম আজকের দিনে কত রয়েছে কলকাতার বাজারে জানতে ইচ্ছুক থাকেন তাহলে দেখে নিন তার তালিকা :- 

এক গ্রাম ২২ ক্যারেট সোনার মূল্য ৯৬২০

এক গ্রাম ২৪ ক্যারেট সোনার মূল্য ১০৪৯৫

সামনেই রয়েছে দুর্গাপুজো, হাতে গোনা কয়েকদিন বাকি। অনেকেই দুর্গাপূজো উপলক্ষে সোনার গহনা কিনে থাকেন। এছাড়া পুজো পেরিয়ে গেলে শুরু হবে বিয়ের মরসুম। তাই আপনি যদি সোনা কিনতে ইচ্ছুক থাকেন তাহলে আজকের দাম অনুযায়ী সোনার দাম দেখে নিয়ে আপনার পছন্দ মতন সোনা কিনুন। সোনার দাম কখনো বাড়ে কখনো কমে তাই কম থাকার সময়ই সোনা কিনে

 রাখা বুদ্ধিমানের কাজ।

Leave a Comment

Join Group Join Group