ডাক্তার, মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার, কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট ও স্টাফ নার্স পদে ২৫ জনকে নেবে বীরভূমের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি। ন্যাশনাল আর্বান হেলথ মিশন ও পঞ্চদশ অর্থ কমিশনের অধীনে চুক্তিতে নিয়োগ করা হবে বিভিন্ন হেল্থ সেন্টারে।
শূন্যপদের বিবরণ: জেনারেল ডিউটি মেডিক্যাল অফিসার: মোট শূন্যপদ ১৬টি (সাধারণ-ইসি ২, তফসিলি জাতি ৩, ও বি সি-বি-ই সি ১, আর্থিক ভাবে-অনগ্রসর ১)। শিক্ষাগত যোগ্যতা: এম বি বি এস পাশ। বয়স: ৬৭ বছরের মধ্যে হতে হবে।
বেতন: প্রতি মাসে ৬০,০০০ টাকা।
মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার: ৬টি (সাধারণ ১, সাধারণ-ইসি ১, তফসিলি
জাতি ১, তফসিলি জাতি-ইসি ১, ও বি সি-এ ১, ও বি সি-বি ১)। শিক্ষাগত যোগ্যতা: ফিজিয়োথেরাপিতে ব্যাচেলর্স ডিগ্রি, সঙ্গে কোনও হাসপাতালে সংশ্লিষ্ট কাজে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ফিজিয়োথেরাপিতে স্নাতকোত্তর ডিগ্রি থাকলে অগ্রাধিকার। বয়স: ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। বেতন: প্রতি মাসে ১৮,০০০ টাকা।
আরোও পড়ুন:- এই পূজায় কলকাতা মেট্রোর তরফ থেকে দিচ্ছে উপহার সস্তায় পাবেন স্মার্ট কার্ড
স্টাফ নার্স: ৩টি (সাধারণ ১, তফসিলি জাতি ১, তফসিলি উপজাতি ১)। শিক্ষাগত যোগ্যতা: জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কোর্স পাশ। সঙ্গে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলে নাম নথিভুক্ত থাকতে হবে। কোনও হাসপাতালে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার। বয়স: ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। বেতন: প্রতি মাসে ২৫,০০০ টাকা।
প্রার্থীকে অবশ্যই এ রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে ও বাংলা জানতে হবে। সব ক্ষেত্রেই ১-১-২০২৫ তারিখে নির্দিষ্ট বয়স থাকতে হবে। প্রার্থী বাছাই করা হবে মেধার ভিত্তিতে।
অনলাইন দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে: www.wbhealth. gov.in প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের শেষ তারিখ ১৬ অক্টোবর। দরখাস্তের ফি বাবদ অনলাইন দিতে হবে ১০০ টাকা (সংরক্ষিত ক্যাটেগরির প্রার্থীদের ক্ষেত্রে ৫০ টাকা)। ফি জমা দেওয়ার শেষ তারিখ ১৬ অক্টোবর। ফি জমা দিয়ে পাওয়া রসিদের এক কপি প্রিন্ট আউট নিয়ে নেবেন। এটি কোথাও পাঠাতে হবে না। দরখাস্ত যথাযথ ভাবে পূরণ করে সাবমিট করুন। দরখাস্ত সাবমিটের শেষ তারিখ ১৮ অক্টোবর। সাবমিট করা দরখাস্তের এক কপি প্রিন্ট আউট নিয়ে নেবেন। এটিও কোথাও পাঠাতে হবে না। নিজের কাছে রাখবেন। পরে কাজে লাগবে।
খুঁটিনাটি তথ্যের জন্য দেখুন উপরোক্ত ওয়েবসাইট।