শিক্ষাক্ষেত্রে দুর্নীতি এই প্রথম নয়, সরকারি যেকোনো পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগ থেকে শুরু করে নিয়োগ দুর্নীতি নিয়ে প্রশ্ন ওঠে প্রায়ই। সব থেকে বেশি এসএসসি নিয়োগ দুর্নীতি নিয়ে সরব চাকরি প্রার্থীরা। এসএসসি নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগে আঙুল উঠছে সরকারের দিকেই। শিক্ষকেরা পথে বসে আন্দোলনে অংশ নিয়েছে। এরই মধ্যে এসএসসি গ্রুপ সি নিয়োগ দুর্নীতিতে চূড়ান্ত চার্জ সিট তৈরি করে আলিপুর আদালতে জমা দিল CBI।
প্রসঙ্গত, এই মামলা নিয়ে এর আগেও চার্জশিট তৈরি করা হয়েছিল। সেখানেও উঠে এসেছিল প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নাম, এছাড়াও এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য এবং প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহার।
তবে নতুন করে আবার ৪০ পাতার চার্জশিট তৈরি করে আদালতে জমা দিল সিবিআই। এসএসসি গ্রুপ সি নিয়োগ দুর্নীতি নিয়ে নতুন কিছু অভিযোগ এবং অডিও-ভিডিওর ক্লিপ উল্লেখ রয়েছে এই চার্জশিটে। মূলত অভিযুক্তদের কাছ থেকে পাওয়া ভয়েস স্যাম্পেল তথ্য এবং ভিডিও তথ্য এই নতুন চার্জশিটে যুক্ত করা হয়েছে, যেটি আগের থেকে অনেক বেশি শক্তিশালী করেছে এই চার্জশিটকে। নতুন চার্জশিট এই মামলায় নতুন কোনো মোড় আনবে বলাই যায়। নতুন চার্জশিটে রয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়-সহ মোট ২৯ জন অভিযুক্তের নাম।
আরোও পড়ুন:- দীঘায় দিন দুপুরে গোপনে চলছিল এই কারবার, আরপিএফ অভিযানে উঠে আসলো চাঞ্চল্যকর তথ্য।
সম্প্রতি সুপ্রিম কোর্টের নির্দেশে জামিনে রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্য ও শান্তিপ্রসাদ সিনহা। তবে জেল থেকে এখনো পর্যন্ত সম্পূর্ন ছাড়া পাননি তাদের। যেহেতু তাদের নামে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির একাধিক অভিযোগ রয়েছে, এবং তাদের বিরুদ্ধে এখনো পর্যন্ত তদন্ত প্রক্রিয়া শেষ হয়নি। শীর্ষ আদালতের বিচারপতি দ্রুত মামলার বিচার প্রক্রিয়া শেষ করার জন্য সিবিআইকে দ্রুত চার্জশিট পেশ করার কথা জানিয়েছিল আর তড়িঘড়ি সিবিআই তদন্তের স্বার্থে নতুন তথ্য সংযুক্ত করে চার্জশিট তৈরি করে জমা দিল আদালতে। এই নতুন চার্জশিটের তথ্যের ভিত্তিতে এসএসসি গ্রুপ সি নিয়োগ দুর্নীতি মামলার অভিযুক্তদের আরো বেশি কোণঠাসা করা যাবে বলে মনে করা হচ্ছে।
অন্যদিকেই নিয়োগ দুর্নীতি মামলা চলাকালীন এসএসসি তরফ থেকে নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে গ্রুপ সি পদে নেওয়া হবে ২৯৮৯, আর গ্রুপ ডি পদে ৫৪৮৮ জন নিয়োগ করা হবে।
একদিকে যেমন রাজনৈতিক ও প্রশাসনিক মহল এছাড়া চাকরি প্রার্থীরা অপেক্ষা করছেন কবে নিয়োগ দুর্নীতি মামলার বিচার প্রক্রিয়া শেষ হবে, অন্যদিকে যে সমস্ত চাকরিপ্রার্থীরা নতুন করে এসএসসি গ্রুপ সি ও ডি নিয়োগ পরীক্ষায় বসার জন্য আবেদন করেছেন তারা অপেক্ষা করে রয়েছে পরীক্ষার দিনের জন্য।