রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের তরফ থেকে পড়ুয়াদের জন্য একাধিক স্কলারশিপের ব্যবস্থা করা হয়। আজকে কেন্দ্রীয় সরকারের এমনই একটি স্কলারশিপ সম্পর্কে আলোচনা করব, যেটিতে আবেদন করলে আপনি সর্বোচ্চ ৭৫ হাজার টাকা পাবেন। এই নতুন চালু স্কলারশিপ হল প্রধানমন্ত্রী স্কলারশিপ ২০২৫। এই স্কলারশিপে কারা আবেদনের জন্য যোগ্য হবেন, কিভাবে আবেদন করতে হবে, তাছাড়া আরো অন্যান্য তথ্য জানতে সম্পূর্ণ প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়ুন।
স্কলারশিপ চালু করার উদ্দেশ্য :- আমাদের দেশের এখনো এমন অনেক পরিবার রয়েছে, যে সমস্ত পরিবারের আর্থিক অবস্থা অনেকটাই অনুন্নত, অথচ এই পরিবারের পড়ুয়ারা উচ্চ মেধা সম্পন্ন হয়ে থাকে। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের গণ্ডি পেরানোর পরে আরো উচ্চশিক্ষার জন্য পড়াশোনার ইচ্ছা থাকা সত্ত্বেও অনেক সময় আর্থিক অসংগতির কারণে পড়াশোনাকে থামিয়ে দিতে হয় অসময়ে। এজন্যই রাজ্য কিংবা কেন্দ্র সরকারের তরফ থেকে অনেকরকম স্কলারশিপ চালু করা হয়েছে, যার মাধ্যমে দেশের পড়ুয়াদের ভবিষ্যৎ সুরক্ষিত থাকবে। এমন একটি স্কলারশিপ হল প্রধানমন্ত্রী স্কলারশিপ ২০২৫। এই স্কলারশিপে আবেদন করলে আপনি পেয়ে যাবেন সর্বোচ্চ ৭৫ হাজার টাকা।
আবেদনের যোগ্যতা :-
১) কেন্দ্রীয় সরকারের এই স্কলারশিপে আবেদন করতে হলে আবেদনকারীকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে।
২) আবেদন করি বাবা বা মাকে সশস্ত্র বাহিনী, CAPF বা RPF-এ কর্মরত বা অবসরপ্রাপ্ত অথবা SC/ST/OBC/EWS শ্রেণির অন্তর্গত হতে হবে।
৩) এই স্কলারশিপ মূলত দেওয়া হয় উচ্চ শিক্ষার জন্য, এই জন্য আবেদনকারীকে অবশ্যই Graduation/Post Graduation বা পেশাদার কোর্সে ভর্তি হতে হবে (যেমন: B.Tech, MBBS, MBA, BBA, B.Sc Nursing, MCA ইত্যাদি)।
৪) উচ্চ মাধ্যমিক পাস করার পরে এই স্কলারশিপে আবেদন করতে পারবেন আবেদনকারীরা।
৫) distance education থেকে কেউ যদি পাস করে থাকেন তবে এই স্কিমের সুবিধা পাবেন না।
আরোত্ত পড়ুন:- অল্প মূলধন কাজে লাগিয়ে মোটা টাকা লাভের কথা ভাবছেন? বাড়িতে বসেই ডিজিটাল মাধ্যমে আয় করার উপায়।
স্কলারশিপের টাকার পরিমাণ :-
উচ্চশিক্ষার জন্য যে টাকা দেওয়া হবে এটা সম্পূর্ণ ক্যাটাগরি ভিত্তিক আলাদা আলাদা পরিমাণ হবে। নিম্নে কোন ক্যাটাগরির জন্য কত টাকা দেওয়া হবে তা জানিয়ে দেওয়া হলো।
ছেলে ছাত্রদের জন্য 2,500, 30,000, 75,000 ৩ বছরের জন্য।
মেয়ে ছাত্রদের জন্য 3,000 , 36,000 , 75,000 ২.৫ বছর জন্য।
RPF ছেলেদের জন্য 2,000, 24,000 কোর্সের সময়ের উপর নির্ভরশীল।
RPF মেয়েদের জন্য 2,250 , 27,000 কোর্সের সময়ের উপর নির্ভরশীল।
আবেদন পদ্ধতি:-
১) আবেদন করতে হবে অনলাইন মাধ্যমে। এজন্য সর্বপ্রথম ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল (NSP) থেকে https://scholarships.gov.in এই ওয়েবসাইটে যেতে হবে।
২) এরপর “New Registration” এ ক্লিক করে মোবাইল নাম্বার ও ইমেইল আইডি এবং অন্যান্য তথ্য দিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। OTP ভেরিফিকেশন সম্পন্ন করে User ID ও Password তৈরি করে লগ ইন করুন।
৩) এরপর “Agree” অপশনে ক্লিক করে পরবর্তী পেজে যেতে হবে।
৪) এরপর সেখানে যা যা ব্যক্তিগত তথ্য দিতে বলা হয়েছে সেগুলোর সঠিকভাবে পূরণ করতে হবে। আবেদনকারীর প্রয়োজনীয় সমস্ত তথ্য ও ব্যক্তিগত তথ্য যেমন নাম, জন্মতারিখ, মোবাইল নম্বর, ইমেইল আইডি, আধার নম্বর, ব্যাংক তথ্য দিয়ে আবেদন পত্রটি ভালোভাবে পূরণ করে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে।
৫) এরপর ওটিপি ভেরিফিকেশন করে আপনার ইউজার আইডি ও পাসওয়ার্ড তৈরি করুন।
৬) এরপর আপনার প্রয়োজনীয় ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করে সাবমিট অপশনে ক্লিক করলেই আপনার আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে।
প্রয়োজনীয় ডকুমেন্ট :- আবেদন করার জন্য যে সমস্ত ডকুমেন্ট লাগবে সেগুলো হল –
১) মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশের মার্কশিট
২) বর্তমান শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি রশিদ
৩) Bonafide Certificate
৪) কাস্ট সার্টিফিকেট (SC/ST/OBC/EWS)
৫) পরিবারের ইনকাম সার্টিফিকেট
৬) আধার কার্ড
৭) আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্টের তথ্য
আবেদনের সময় :- আবেদন শুরু হয়ে গিয়েগে জুলাই ২০২৫ থেকে। আবেদনের শেষ তারিখ ৩১ আগস্ট।
যে সমস্ত উচ্চমাধ্যমিক উত্তীর্ণ ছাত্র-ছাত্রীরা রয়েছেন, যারা উচ্চশিক্ষার জন্য এই স্কলারশিপে আবেদন করতে চাইছেন, তাদের হাতে খুব অল্প সময় রয়েছে, তাই এই অল্প সময়কে কাজে লাগিয়ে উপরে বর্ণিত পদ্ধতিতে এই স্কলারশিপে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন।