আসন্ন ২০২৬-এ বিধানসভা নির্বাচনের আগেই ভোটার তালিকা তৈরীর প্রক্রিয়া চলছে দ্রুতগতিতে। এরই মধ্যে রাজ্য জুড়ে চলছে SIR তালিকা তৈরির প্রক্রিয়া। SIR অর্থাৎ স্পেশাল ইন্টেসিভ রিভিশন প্রক্রিয়া শেষ করার দেডলাইন দিয়ে দিল পশ্চিমবঙ্গের জাতীয় নির্বাচন কমিশন। এসআইআর পদ্ধতির মাধ্যমে ভোটার তালিকার নিবিড় সংশোধন করা হয়। যেহেতু বিধানসভা নির্বাচন আসতে আর কিছু মাস বাকি রয়েছে, এইজন্য পশ্চিমবঙ্গের জাতীয় নির্বাচন কমিশন ভোটার তালিকার নিবিড় সংশোধন প্রক্রিয়া যাদের ত্বরান্বিত হয় তার জন্যই হুঁশিয়ারি দিলেন।
সম্প্রতি, বাংলায় নির্বাচনী আধিকারিকদের কমিশনের তরফে নির্দেশ দেওয়া হয়েছে, আগামী ৭ দিনের মধ্যে ভোটার লিস্ট সংশোধন প্রক্রিয়া শেষ করতে হবে। আজ অর্থাত্ বৃহস্পতিবার একটি বৈঠকে জাতীয় নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের SIR প্রক্রিয়া নিয়ে রীতিমতো উদ্বেগ প্রকাশ করেছেন। কারণ সূত্র মারফত জানা যাচ্ছে, এখনো পর্যন্ত SIR প্রক্রিয়ার ৪০ শতাংশ কাজ অসম্পূর্ণ রয়েছে। এখনো পর্যন্ত অনেক জেলায় কাজ খুবই ধীর গতিতে চলছে। সে সমস্ত জেলায় যাতে খুব দ্রুত গতিতে কাজ করা যায় তার জন্য নির্দেশ দিলেন জাতীয় নির্বাচন কমিশন।
জানা যাচ্ছে, ২০০২ সালে শেষবার যে ভোটার তালিকা তৈরি করা হয়েছিল, সেই ভোটার তালিকাকে ২০২৫ এর সঙ্গে ম্যাপিং করা হবে। আগে তালিকা থেকে ২০২৫ এর তালিকা কতটা বদল হয়েছে সেটা দেখা হবে। আজকের হওয়া বৈঠকে জাতীয় নির্বাচন কমিশনের ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী রাজ্যের সব জেলাশাসক, ইলেক্টোরাল রেজিগশন অফিসার, অ্যাসিস্ট্যান্ট EROদের স্পষ্ট নির্দেশ দিলেন, ২০০২ সালের সাথে ২০২৫ সালের ভোটার তালিকা ম্যাপিং প্রক্রিয়া দ্রুত শেষ করার। আর এই কাজ সম্পন্ন করার জন্য মাত্র ৭ দিন সময় দেওয়া হয়েছে। তবে উল্লেখিত, এই ডেড লাইনের মধ্যে উত্তরবঙ্গের বিপর্যস্ত অঞ্চল গুলি বাদ দেওয়া হয়েছে। অন্যদিকে, SIR প্রক্রিয়া এখনো সম্পূর্ণ না হওয়ার জন্য উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় নির্বাচন কমিশন। জেলাশাসকদের কাছে কমিশনের অফিসার এটাও বলেন অন্যান্য রাজ্যরা অনেক আগেই SIR প্রক্রিয়া শেষ করেছে, সেখানে পশ্চিমবঙ্গ এতদিন সময় নিচ্ছে কেন? এমন প্রশ্নের জবাবে কোন যেটা শাসক সঠিক উত্তর দিতে পারেনি।
জেলাশাসকদের মধ্যে কেউ কেউ বক্তব্য রাখেন অনেক জেলায় ভোটার তালিকায় অনেক কিছু ভুল রয়েছে যেগুলো সংশোধন করতে হবে। এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে জাতীয় নির্বাচন কমিশন জানান ভোটার তালিকায় কোনরকম ভুল থাকলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। কোনরকম দুর্নীতির অভিযোগ যাদের না থাকে সে আবার সতর্কতা অবলম্বন করতে নির্দেশ দেওয়া হয়েছে। এবং আগামী ৭ দিনের মধ্যে ডেডলাইন দিয়ে দেওয়া হয়েছে জেলা শাসকদের।
আরোও পড়ুন:- Microsoft, Meta-র পর এবার Google এ বড়সড়ো ধাক্কা! Zoho ঝড়ে বিধ্বস্ত হতে চলেছে কি Google Chrome?
অন্যদিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর তোপ গিয়ে পড়ল সিইও মনোজের ওপর। এর আগেও এসআইআর নিয়ে কমিশনের বিরুদ্ধে সরব হয়েছিলেন মমতা। অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন, একজনও বৈধ ভোটারের নাম বাদ গেলে এক লক্ষ লোক নিয়ে গিয়ে দিল্লিতে কমিশনের দফতর ঘেরাও করা হবে।
জাতীয় নির্বাচন কমিশনের দল যখন পশ্চিমবঙ্গ রাজ্যেই বিভিন্ন জেলাশাসকদের সাথে বৈঠক করছেন। ঠিক সেই দিনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নবান্নে এক সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, বিহারে নির্বাচন কমিশন যে ভাবে ভোটার তালিকায় এসআইআর করেছে, বাংলায় তা করা হবে না। এমনটাই দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী। অর্থাৎ তিনি আরো একবার এসআইয়ের বিরোধিতা করলেন, এর পাশাপাশি রাজ্যের সিইও মনোজ আগরওয়ালকেও হুঁশিয়ারি জানিয়েছেন। যদি এর আগে অনেকবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় SIR বিরোধিতা করেছিলেন, তবে এইবার এই রাজ্যে জাতীয় নির্বাচন কমিশনের আধিকারিকদের উপস্থিত থাকা কালীন সময়ে আরো স্পষ্ট করে বুঝিয়ে দেওয়ার জন্য তিনি নবান্নে বসে বৈঠক ডেকে স্পষ্টত বুঝিয়ে দিলেন তিনি এসআইআর চাইছেন না।