Child Birth Certificate Online,কিভাবে আবেদন করবেন? জেনে নিন সঠিক পদ্ধতি।

আধার কার্ড, ভোটার কার্ডের মতনই বার্থ সার্টিফিকেট একটি গুরুত্বপূর্ণ নথি। বিভিন্ন সরকারি কর্মকাণ্ডে বার্থ সার্টিফিকেট একটি বিশেষ ডকুমেন্ট হিসেবে বিবেচিত করা হয়। একটি শিশুর জন্ম গ্রহণের পরই তার বার্থ সার্টিফিকেট তৈরি করে রাখা উচিত। এই বার্থ সার্টিফিকেট এর মধ্যে শিশুর নাম, বয়স, জন্মস্থান, জন্মানোর সময়, লিঙ্গ পিতা মাতার নাম উল্লেখ করা থাকে। ভারতবর্ষে জন্ম সনদপত্র একটি ব্যক্তির পরিচয় পত্র হিসেবে কাজ করে এবং তার নাগরিকত্ব প্রমাণ করে। এইজন্য প্রত্যেকটি শিশু জন্মানোর ২১ দিনের মধ্যেই বার্থ সার্টিফিকেট করিয়ে নেওয়া অবশ্যই দরকার। এতদিন পর্যন্ত বার্থ সার্টিফিকেট তৈরি করার জন্য পঞ্চায়েত অফিস, ব্লক অফিস বা হাসপাতালের লাইনে দাঁড়াতে হতো। যেহেতু বর্তমানে প্রত্যেকটি সরকারি পরিষেবা ডিজিটাল মাধ্যমে করা হচ্ছে, তাই বার্থ সার্টিফিকেট প্রক্রিয়া করো না ডিজিটালেশন করা হয়েছে। আপনি ঘরে বসেই মোবাইল বা ল্যাপটপ ব্যবহার করে কয়েক মিনিটের মধ্যে বার্থ সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন। আজকের এই প্রতিবেদনে কিভাবে বার্থ সার্টিফিকেট আবেদন করবেন এবং ডাউনলোড করবেন তার পুঙ্খানুপুঙ্খ পদ্ধতি আলোচনা করা হলো। 

বার্থ সার্টিফিকেট এত গুরুত্বপূর্ণ কেন :- বার্থ সার্টিফিকেটে যেহেতু একজন ব্যক্তির প্রয়োজনীয় তথ্যগুলো উল্লেখ করা থাকে, তাই এটি সরকারি যেকোনো কার্যক্রমে যেমন – স্কুল ভর্তি সময়, পাসপোর্ট তৈরিতে, ড্রাইভিং লাইসেন্স পেতে, চাকরি ক্ষেত্রে নিয়োগে এখানে অন্যান্য সরকারি কাজে খুবই গুরুত্বপূর্ণ নথি হিসেবে পরিগণিত হয়। 

জন্ম সনদ আবেদনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা :- 

১) শিশুকে অবশ্যই ভারতবর্ষের স্থায়ী বাসিন্দা হতে হবে। অর্থাৎ ভারতবর্ষের যে কোন প্রান্তে শিশুকে জন্মগ্রহণ করতে হবে। 

২) নবজাতক শিশুর জন্মের ২১ দিনের মধ্যেই বার্থ সার্টিফিকেটের জন্য আবেদন করতে হবে। 

৩) ২১ দিন পেরিয়ে গেলে আবেদন করা সম্ভব হবে তবে এক্ষেত্রে ফি দিতে হবে।

আরোও পড়ুন:- AIIMS NORCET 9 পরীক্ষার এডমিট কার্ড প্রকাশিত হয়েছে, দেখে নিন ডাউনলোড করার পদ্ধতি!

আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট :- আবেদন করতে যে সমস্ত ডকুমেন্ট প্রয়োজন হবে সেগুলি হল – 

১) হাসপাতালে নার্সিংহোমের প্রমাণপত্র 

২) মা, বাবার  আধার কার্ড 

৩) বাসস্থান প্রমাণপত্র 

৪) মা, বাবার ভোটার কার্ড বা প্যান কার্ড 

৫) মোবাইল নম্বর ও ইমেল আইডি 

৫) শিশুর ছবি

৬) রেশন কার্ড 

আবেদন পদ্ধতি :- 

১) সর্বপ্রথম জন্ম ও মৃত্যু রেজিস্ট্রেশন অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। পশ্চিমবঙ্গের জন্ম মৃত্যু রেজিস্ট্রেশন ওয়েবসাইট হল : https://edistrict.web.gov.in

২) এরপর হোম পেজে থাকা জেনারেল পাবলিক সাইন আপ অপশনে ক্লিক করতে হবে। 

৩) এরপর নিজের নাম মোবাইল নাম্বার ইমেইল আইডি দিয়ে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে।

৪) এখন তৈরি হয়ে গেলে আপনি লগইন আইডি এবং পাসওয়ার্ড পেয়ে যাবেন। 

৫)  লগইন করার পরে এপ্লাই ফর বার্থ সার্টিফিকেট অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করলে একটা আবেদন ফর্ম আসবে। 

৬) আবেদনপত্রের যে সমস্ত তথ্য চাইবে সঠিক করে পূরণ করুন। 

৬) উল্লেখিত নথিগুলো প্যান্ট করে আপলোড করুন। 

৭) এরপর সাবমিট অপশনে ক্লিক করলেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে। 

আবেদন করার সম্পন্ন হলে আপনি একটি একনলেজমেন্ট নম্বর পাবেন। ডাউনলোড করে কপি করে নিতে পারেন, ভবিষ্যতে কাজে লাগবে। 

যদি আপনি ২১ দিনের মধ্যে আবেদন করেন তাহলে কোন ফি দিতে হবে না। ২১ দিন পেরিয়ে গেলে ২০ থেকে ২৫ টাকা ফি দিতে হবে। 

আবেদনে কতদিন পর সার্টিফিকেট পাবেন :- ২১ দিনের মধ্যে আবেদন করলে ৭ থেকে ১০ কর্ম দিবসের মধ্যে বার্থ সার্টিফিকেট ডাউনলোড করতে পেরে যাবেন। 

২১ দিনের পর আবেদন করলে ১৫ থেকে ৩০ কর্ম দিবসের মধ্যেই বার্থ সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। 

ডাউনলোড করবেন কিভাবে :- ডাউনলোড করার জন্য সর্বপ্রথম আপনাকে ডাউনলোড বার্থ সার্টিফিকেট বা সার্চ রেজিস্ট্রেশন অপশন এ ক্লিক করতে হবে। 

এরপর রেজিস্ট্রেশন নম্বর, নাম এবং জন্ম তারিখ দিয়ে সার্চ করলে আপনারটা এসে যাবে। 

এরপর ডাউনলোড অপশনে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে গেল এটি কপি করে প্রিন্ট আউট করে নেবেন। তাহলে আপনার অনলাইন মাধ্যমে বার্থ সার্টিফিকেট তৈরি হয়ে যাবে।

Join Group Join Group