একলব্য মডেল স্কুলে ৬৮২৭ জন প্রার্থী নিয়োগ করা হবে বিভিন্ন পদে, জেনে নিন আবেদন সংক্রান্ত তথ্য।

একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলে বিভিন্ন পদে জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যে সমস্ত আগ্রহী প্রার্থীরা স্কুলের বিভিন্ন পদের অর্থাৎ শিক্ষক, অশিক্ষক কর্মী, ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট এখানে বিভিন্ন পদে আপনারা আবেদনের সুযোগ পাবেন। একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল হল কেন্দ্রীয় ট্রাইবাল অ্যাফেয়ার্স মন্ত্রক অধিনস্ত স্বশাসিত সংস্থা। আদিবাসী ছাত্র ছাত্রীদের পড়ানোর জন্য মূলত শিক্ষক ও অশিক্ষক কর্মী নিয়োগ করা হচ্ছে। দেখে নেওয়া যাক আবেদন সংক্রান্ত অন্যান্য খুটিয়াটি তথ্য:-

নিয়োগ সংস্থা :- একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল হল কেন্দ্রীয় ট্রাইবাল অ্যাফেয়ার্স মন্ত্রক অধিনস্ত স্বশাসিত সংস্থা।

শূন্য পদ :- মোট শূন্য পদ রয়েছে ৬৮২৭ জন।

পদের নাম :- গ্রাজুয়েট টিচার, ট্রেন্ড গ্রাজুয়েট টিচার, হোস্টেল ওয়ার্ড, ল্যাবটরী অ্যাটেনডেন্ট, একাউন্টেন্ট বিভিন্ন পদে নিয়োগ করা হবে।

পদ অনুযায়ী শূন্য পদে শ্রেণীবিন্যাস, শিক্ষাগত যোগ্যতা ও বয়স :-

১) গ্রাজুয়েট টিচার :- গ্রাজুয়েট টিচারদের জন্য শূন্য পদ রয়েছে ১৪৬০ টি। বিভিন্ন বিষয়ের জন্য শূন্য পদ ভিন্ন রয়েছে। হিন্দি, ইংরেজি, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, কম্পিউটার সাইন্স, জিওগ্রাফি, হিস্ট্রি, বায়োলজি, কমার্স, ইকোনোমিক্স ইত্যাদি বিষয়ের জন্য আলাদা আলাদা শূন্য পদ রয়েছে। বিস্তারিত জানার জন্য অফিসিয়াল ওয়েবসাইটটি ফলো করুন।

আরোও পড়ুন :- মাধ্যমিক পাশে টাটা স্টিলে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো tata steel job vacancy

শিক্ষাগত যোগ্যতা :- গ্রাজুয়েট টিচার পদে আবেদন করার জন্য আবস্নাতকোত্ত এই সমস্ত বিষয়ের মধ্যে যে কোন একটি বিষয় নিয়ে ৫০ শতাংশ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করতে হবে, পাশাপাশি বিএড সার্টিফিকেট থাকতে হবে। এছাড়া চার বছরের ৫০ শতাংশ স্নাতক ডিগ্রি সহ বিএড সার্টিফিকেট থাকলেও আবেদন করতে পারবেন। অন্য কোন আদিবাসী স্কুলে ট্রেন্ড গ্যাজুয়েট টিচার হিসাবে পড়ানোর অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। কম্পিউটার সাইন্স বিষয়ে আবেদনের জন্য আবেদনকারীকে কম্পিউটার টেকনোলজিতে ৫০ শতাংশ নম্বর সহ এমটেক বা এমই ডিগ্রি থাকতে হবে।

বয়স সীমা :- এই পদে আবেদনের জন্য আবেদনকারীদের বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে।

বেতন স্কেল :- মাসিক বেতন হিসেবে ৪৭৬০০ থেকে ১,৫১,১০০ দেওয়া হবে।

২) ট্রেন্ড গ্রাজুয়েট টিচার :- এই পদে শূন্য পদ সংখ্যা ৩৭৪৭ । বিভিন্ন বিষয়ের জন্য আলাদা শূন্য পদ রয়েছে। আপনি কোন বিষয়ের জন্য আবেদন করতে ইচ্ছুক সেই বিষয়ে শূন্য পদের সংখ্যা দেখে নিয়ে আবেদন করবেন। বিষয় ভিত্তিক শূন্য পদ বিস্তারিত জানার জন্য অফিসিয়াল ওয়েবসাইট টি ফলো করুন।

শিক্ষাগত যোগ্যতা :- ৫০ শতাংশ নম্বর নিয়ে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে, এর পাশাপাশি বিএড সার্টিফিকেট থাকতে হবে। কম্পিউটার সাইন্স পড়ানোর জন্য কম্পিউটার টেকনোলজিতে বিটেক, বিসিএ, বিই ডিগ্রী সহ ৫০ শতাংশ নাম্বার নিয়ে পাস করতে হবে।

বয়স সীমা :- আবেদনকারীদের বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে।
বেতন স্কেল :- বেতন হিসেবে মাসে ৩৫,৪০০ থেকে ১,১২৪০০ টাকা দেওয়া হবে।

৩) স্টাফ নার্স :- শূন্য পদের সংখ্যা ৫৫০ টি। এই পদে আবেদনের জন্য আবেদনকারীকে নার্সিং বিএসসি পোস্ট নার্সিং বিএসসি ডিগ্রী থাকতে হবে। এছাড়া স্টেট নার্সিং কাউন্সিলের প্রার্থীর নাম অন্তর্ভুক্ত থাকতে হবে।
বয়স সীমা :- আবেদনকারীর বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে।
বেতন স্কেল :- ২৯,২০০ থেকে ৯২,৩০০ পর্যন্ত মাসিক বেতন দেওয়া হবে।

৪) হোস্টেল ওয়ার্ডেন :- মোট শূন্য পদ রয়েছে ৬৩৫টি।
শিক্ষাগত যোগ্যতা হিসেবে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে।
বয়স সীমা :- বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে।
বেতন স্কেল :- ২৯,২০০ থেকে ৯২,৩০০ পর্যন্ত বেতন স্কেল রয়েছে

৫) ল্যাব অ্যাটেনডেন্ট :- মোর শূন্য পদ ১৪৬ টি।
শিক্ষাগত যোগ্যতা হিসেবে প্রয়োজন রয়েছে মাধ্যমিক পাস সহ ল্যাব টেকনিশিয়ান হিসেবে সার্টিফিকেট বা উচ্চ মাধ্যমিক পাস সহ ল্যাব টেকনিশিয়ান হিসেবে ডিগ্রী সার্টিফিকেট।
বয়স সীমা :- বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে।
বেতন স্কেল:- মাসিক বেতন হিসেবে দেওয়া হবে বেতন স্কেল ১৮০০০ থেকে ৫৬, ৯০০ টাকা পর্যন্ত।

৬) একাউন্টেন্ট :- মোট শূন্য পদ রয়েছে ৬১।
শিক্ষাগত যোগ্যতা :- স্নাতক ডিগ্রী অর্জন করতে হবে কমার্স নিয়ে।
বয়স সীমা :- আবেদনকারীর বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে।
বেতন স্কেল :- বেতন স্কুল রয়েছে ৩৫,৪০০ থেকে ১,১২,৪০০ টাকা।

৭) জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট :- শূন্য পদ রয়েছে ২২৮ টি।
শিক্ষাগত যোগ্যতা হিসাবে আবেদনকারীকে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। এছাড়া ইংরেজিতে মিনিটে ৩৫টি শব্দ এবং হিন্দিতে ৩০ টি শব্দ টাইপ করা দক্ষতা থাকতে হবে।
বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে।
বেতন স্কেল রয়েছে ১৯,৯০০ – ৬৩,২০০ টাকা।

নিয়োগ প্রক্রিয়া :- প্রার্থী বাছাই করা হবে দুই রকম লিখিত পরীক্ষার মাধ্যমে। তবে হোস্টেল ওয়ার্ড পদের জন্য একটি লিখিত পরীক্ষা হবে। জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট পদের জন্য অতিরিক্ত পার্সোনাল টেস্ট নেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া :- আবেদনকারী প্রার্থীদের সর্বপ্রথম https://nests.traibal.gov.in এই ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে লগইন করে আবেদনপত্র সঠিকভাবে পূরণ করে প্রদত্ত ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে হবে। সবশেষে আবেদন মূল্য জমা দিয়ে সাবমিট অপশনে ক্লিক করতে হবে। আবেদনমূল্যের কপি প্রিন্ট আউট করে সংরক্ষণ করে রাখতে হবে।

আবেদন মূল্য :- পিজিটি এবং টিজিটি আবেদন ক্ষেত্রে আবেদন মূল্য রয়েছে ২০০০ টাকা, অন্যান্য পদের ক্ষেত্রে আবেদন মূল্য রয়েছে ১৫০০ টাকা। সংরক্ষিত শ্রেণী, মহিলাদের জন্য প্রতিবন্ধীদের জন্য আবেদন মূল্য লাগবে না। আবেদন মূল্য দেওয়া যাবে ক্রেডিট/ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ইউপিআই এর মাধ্যমে।

আবেদনের শেষ তারিখ ২৩ অক্টোবর পর্যন্ত। যে সমস্ত আগ্রহী প্রার্থীরা ট্রাইবাল রেসিডেন্সিয়াল স্কুলে পড়ানোর জন্য এবং অশিক্ষক কর্মী হিসেবে কাজ করতে ইচ্ছুক তারা অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদনপত্র জমা করবেন।

Join Group Join Group