জেলাশাসকদের কাছে নির্বাচন কমিশনের নির্দেশ; পরিযায়ী শ্রমিকদের জন্য বিশেষ ভোটার তালিকা 

আসন্ন বিধানসভা নির্বাচনের আগেই ভোটার তালিকা তৈরীর কাজ চলছে দ্রুতগতিতে। এরই মধ্যে সব থেকে চিন্তিত রয়েছেন পরিযায়ী শ্রমিকরা। বর্তমানে চলছে বিভিন্ন জায়গায় জায়গায় এসআইআর পরিক্রমা। নির্বাচন কমিশনের তরফে এইবার আসন্ন ভোটের জন্য বিভিন্ন রকম নতুন নিয়ম নীতি চালু করতে চলেছেন, যার মধ্যে একটি অন্যতম হলো এবার থেকে ইভিএম মেশিনে প্রার্থীদের নাম মোটা হরফে লেখা থাকবে। এছাড়াও প্রার্থীদের রঙিন ফটো দেওয়া থাকবে ইভিএম মেশিনে। ইভিএম পেপারের মান অনেকটা উন্নত করা হয়েছে। পরিযায়ী শ্রমিকরা যাতে ভোটার তালিকা থেকে বাদ না যায়, তার জন্য নির্বাচন কমিশনের তরফ থেকে এক নতুন নিয়ম চালু করা হয়েছে। যে সমস্ত শ্রমিকরা ভিন্ন রাজ্যে কাজ করেন, এসআইআর প্রক্রিয়া চলাকালীন যাতে তাদের নাম ভোটা তালিকা থেকে বাদ না যায়, তার জন্য নির্বাচন কমিশনের তরফ থেকে বিশেষ কিউ আর কোড আনা হয়েছে। এই কিউআর কোড স্ক্যান করে পরীদের শ্রমিকদের পরিবারের কোন ব্যক্তি পরিচয় শ্রমিকের ব্যক্তিগত তথ্য দিতে পারবেন। এর মাধ্যমেই পরিচয় শ্রমিকদের নাম ভোটার তালিকায় উঠে যাবে। তবে যদি কোন পরিযায়ী শ্রমিক ভিন্ন রাজ্যের ভোটার হয়ে থাকেন, তাহলে তার নাম পশ্চিমবঙ্গ রাজ্যের ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে। এই বিশেষ পদ্ধতির মাধ্যমে পর্যায় শ্রমিকরা পশ্চিমবঙ্গের রাজ্যে না থেকেও অন্য রাজ্য থেকেও ভোটার তালিকায় নাম তোলার সুবিধা পাবেন। 

ইতিমধ্যে সিইও দপ্তরের তরফ থেকে বিভিন্ন জেলায় জেলায় জেলাশাসকদের কাছে সে নির্দিষ্ট জেলায় কত জন পরিযায়ী শ্রমিক আছেন তাদের তালিকা তৈরি করার নির্দেশ দিয়েছেন। পশ্চিমবঙ্গ রাজ্যের মোট ২২ লক্ষের মতন পরিযায়ী শ্রমিক রয়েছেন, যদি সে সমস্ত পরিযায়ী শ্রমিকরা অন্য রাজ্যের ভোটা তালিকা থেকে নাম বাদ দিয়ে পশ্চিমবঙ্গ রাজ্যের ভোটার তালিকায় নাম তুলতে চান, তাহলে এই বিশেষ পদ্ধতি অর্থাৎ কিউআর কোড স্ক্যান করে নাম তুলতে পারবেন। 

২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে এএসআইআর প্রক্রিয়া শুরু করতে চাইছেন নির্বাচন কমিশন, তাই এই জন্যই পূজোর আগেই এই প্রক্রিয়া শুরু হয়ে যাওয়া সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে বিজেপির তরফে ৪৫ হাজার বিএলআই তৈরি করা হয়ে গেছে। প্রতিদিন বিজেপি দলের অ্যাপে কি কাজ কতদূর হয়েছে সম্পূর্ণ নির্দেশ পাঠানোর দায়িত্ব রয়েছে বিএলআই। এর পাশাপাশি বিএলও-দের সংখ্যাও বাড়াতে চলেছে গেরুয়া শিবির। জানা যাচ্ছে, বিজেপি ৭০ হাজারের মতো বিএলও বা বুথ লেবেল অফিসার তৈরি করার চেষ্টায় রয়েছে। আগামী ২৬ এর নির্বাচনের আগে এরাই হবে বিজেপির প্রতিটি বুথের সেরা যোদ্ধা। 

আরোও পড়ুন:- ভারতীয় রেলওয়ে আইআরসিটিসি অনলাইন টেন বুকিং আনা হলো নতুন নিয়ম, কোন পদ্ধতিতে রিজার্ভেশন করলে আপনি সিট বুকিং করতে পারবেন

সব মিলিয়ে 2026 এর বিধানসভা নির্বাচনের আগে রাজ্যজুড়ে এখন এসআইআর প্রক্রিয়া খুব দ্রুতগতিতে চলছে। বিশেষ করে পরিযায়ী শ্রমিকরা এস আই আর প্রক্রিয়ার মূল লক্ষ্য। আপনিও যদি একজন পরিযায়ী শ্রমিক হয়ে থাকেন, এই পশ্চিমবঙ্গ রাজ্যের ভোটাতালিকায় নাম তোলার জন্য নির্বাচন কমিশনের বিশেষ পদ্ধতি মাধ্যমে ভোটার তালিকা নাম নথিভুক্ত করুন। এস আই আর হওয়ার আগেই এই পদ্ধতিতে নাম নথিভুক্ত না করলে আপনার নাম ভোটার তালিকায় তোলা হবে না।

Join Group Join Group