কল্যাণীর এইমস-র বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য মুখ্যমন্ত্রীর, কল্যাণী এইমসের পাল্টা জবাব।

বর্তমানে দাঁড়িয়ে এনআরসি নিয়ে প্রচণ্ড কড়াকড়ি চলছে রাজ্যজুড়ে। এনআরসি যার সম্পূর্ণ অর্থ হল ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন। এনআরসি একজন ভারতীয় নাগরিককে চিহ্নিতকরণ করার নিবন্ধন পত্র। ভারতীয় নাগরিকদের মধ্যে যারা বৈধ রয়েছেন, সেই সমস্ত নাগরিককে চিহ্নিত করার জন্যই এনআরসি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যে সমস্ত ব্যক্তি তাদের সঠিক ভারতীয় নাগরিকত্বের প্রমাণ দিতে পারছেন না, তাদের ভারতীয় নাগরিকের তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। বিশেষ করে এখনো পর্যন্ত আসামে এই এনআরসি কার্যকর রয়েছে। যদিও জানা যাচ্ছে বাকি রাজ্যগুলিতেও এনআরসি কার্যকর করার প্রক্রিয়া চলছে। যে সমস্ত ব্যক্তিদের ভারতীয় নাগরিকত্ব থেকে বাদ দেওয়া হচ্ছে, তাদেরকে এখন ফরেনার্স ট্রাইব্যুনালের মাধ্যমে নিজেদেরকে ভারতীয় নাগরিক হিসেবে প্রমাণ করতে হচ্ছে।

সম্প্রতি রাজ্যজুড়ে এই এনআরসি নিয়ে বাক বিতন্ডা চলছে। এরই মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কল্যাণী এইমসকে নিয়ে বিতর্কমূলক বক্তব্যের জন্য আরও জটিল হল সমস্যা।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিস্ফোরক মন্তব্যে কল্যাণী এইমস কি জানালো, জেনে নেওয়া যাক এই প্রতিবেদনের মাধ্যমে।

আরো ত্ত পড়ুন:- সাইবার জালিয়াতির ঘেরাটোপে সাধারণ গ্রাহক, সামান্য অসর্তকতার মাশুল ফাঁকা অ্যাকাউন্ট। জানুন সুরক্ষার উপায় ?

আমরা সবাই জানি, বেঙ্গালুরুর অন্যতম বড় চিকিৎসা কেন্দ্র, ‘ন্যাশনাল ইন্সটিটিউট অব মেন্টাল হেলথ অ্যান্ড নিউরো সায়েন্স’ বা নিমহানস (NIMHANS)-এর সাথে কাজ করছে কল্যাণীর এইমস (AIIMS)।
মেন্টাল হেলথ সার্ভের দ্বিতীয় পর্যায়ের সার্ভে পরিচালনার জন্য কল্যাণীর এইমস একটি ফর্ম ফিলাপ করার কথা বলছিলেন। এই ফর্মে যে সমস্ত প্রশ্ন রাখা হয়েছিল, কল্যাণী এইমস জানান, এই প্রশ্নগুলো অনুমোদনে উদ্যোগ নিয়েছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং নিমহানস।

ঠিক এর পরপরই, গত সোমবার নবান্নের সাংবাদিক বৈঠক সভায় বক্তৃতা দেবার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি বিতর্কমূলক কথা বলেন। তিনি কল্যাণী এইমস-এর বিরুদ্ধে জনগণের তরফে সচেতন হওয়ার কথা বলেন। জনগণকে তিনি এই বলে সাবধান করেন, যাতে কোন ব্যক্তি কল্যাণীর ওই সার্ভে ফর্ম পূরণ না করেন। তিনি তাঁর বক্তব্যের মাধ্যমে এটাই জানাতে চাইছেন, কল্যাণী এইমস এই মেন্টাল হেলথের সার্ভে করার মাধ্যমে সাধারণ মানুষকে বোকা বানিয়ে এনআরসির ফর্ম ফিলাপ করিয়ে নিচ্ছে।

অন্যদিকে, মুখ্যমন্ত্রীর এমন বিস্ফোরক মন্তব্যে ফের পাল্টা জবাব দেয় কল্যাণী এইমস।
মুখ্যমন্ত্রীর এমন বক্তব্যের ঠিক ঘন্টাখানেক পরেই, তাঁরা জানান এটা তাদের একটি মেন্টাল হেলথ সার্ভের দ্বিতীয় পর্যায়। যেখানে সাতটি জেলায় এই সার্ভে পরিচালনা করা হচ্ছে, তার মধ্যে পশ্চিমবঙ্গ অন্তর্ভুক্ত রয়েছে। এটি শুধুমাত্র মেন্টাল হেলথ সার্ভের একটি পর্যায়। এখানে কোনোভাবেই এনআরসির ফর্ম ফিলাপের কোন প্রশ্নই আসছে না।

একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কল্যাণী এইমসের বিরুদ্ধে এনআরসির ফর্ম ফিলাপের মতন বিস্ফোরক মন্তব্য এবং অন্যদিকে এইমসের পাল্টা জবাবে দু তরফ থেকে চাপানোত্তর শুরু হয়েছে।
একদিকে যেমন এনআরসি নিয়ে চারিদিকে একটা ঝড় বইছে, তাই সাধারণ মানুষের মনেও একটা আশঙ্কা দেখা যাচ্ছে। অনেকেই মুখ্যমন্ত্রীর এমন বিস্ফোরক মন্তব্যকে খুব সহজে উড়িয়ে দিতে পারছেন না।

Leave a Comment

Join Group Join Group