ক্রেডিট কার্ডের বিল না মেটাতে পারলে, হতে পারে ফৌজদারি মামলা 

বর্তমান সময়ে ডিজিটাল মাধ্যমে লেনদেনের মাত্রা যেমন বৃদ্ধি পেয়েছে, তেমন ক্রেডিট কার্ড ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে। ক্রেডিট কার্ড হলো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক দেওয়া একটি কার্ড, যেটি আপনাকে নির্দিষ্ট ঋণের সীমা পর্যন্ত লেনদেন করার সুযোগ দেয়। 

ক্রেডিট কার্ড ব্যবহার করার সুবিধা কি রয়েছে :- 

১) ক্রেডিট কার্ড ব্যবহার করলে যে সুবিধা গুলো পাওয়া যায় তার মধ্যে অন্যতম হচ্ছে, জরুরী প্রয়োজনে ঋণ পাওয়ার সুবিধা। 

২)  অনেক ক্রেডিট কার্ড সংস্থা অনেক সময় বিভিন্ন উপহার বা পুরস্কার করে, যেগুলো আপনাকে এই কার্ড ব্যবহার করতে আরো উৎসাহিত করে তোলে। 

৩) ক্রেডিট কার্ডের মাধ্যমে খরচ করলে সমস্ত খরচের রেকর্ড মাসিক স্টেটমেন্ট-এ থাকে, তার ফলে সারা মাসের খরচের হিসেব রাখা খুব সহজ হয়। 

৪) ক্রেডিট কার্ডের মাধ্যমে ঋণ নিয়ে তা সঠিক সময় পরিশোধ করলে আপনার ক্রেডিট স্কোর উন্নত হয়, যার ফলে আপনার ক্ষেত্রে পরবর্তীতে ঋণ নেওয়ার অনেক সুবিধা হয়ে যায়। 

৫) ক্রেডিট কার্ডের মাধ্যমে লোন নিলে আপনি পরবর্তীতে ইএমআই- এর মাধ্যমে পরিশোধ করার সুযোগ পান। 

ক্রেডিট কার্ডের যেমন অনেক সুবিধা রয়েছে তেমন ঋণ যদি আপনি পরিশোধ না করেন তাহলে এর জন্য আপনাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। 

ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা অনেক সময় একটা ভুল করে ফেলেন, আর সেটা হল সঠিক সময়ে ক্রেডিট কার্ডের বিল পরিশোধ না করা। আপনি যদি সঠিক সময়ে ক্রেডিট কার্ডের বিল পরিশোধ না করেন কিংবা দীর্ঘমেয়াদী বিল পরিশোধ না করেন তাহলে এর জন্য ক্রেডিট কার্ডের ডিফল্ট চার্জ করা হবে, এছাড়া দীর্ঘদিন ধরে যদি বিল পরিশোধ না করেন তাহলে ফৌজদারি মামলাও হতে পারে আপনার বিরুদ্ধে। 

আরোও খবর পড়ুন:- ঘরে বসেই পেয়ে যান সরকারের নথি ও পঞ্চায়েতের সমস্ত সার্টিফিকেট, জেনে নিন পদ্ধতি!  

ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা যদি প্রতিমাসে ক্রেডিট কার্ডে পুরো টাকা পরিশোধ করেন তাহলে সে ব্যক্তির উপর কোন চার্জ প্রযোজ্য করা হয় না। কিন্তু যদি দীর্ঘদিন ধরে মোটা টাকা পরিশোধ না করা হয় তাহলে যেদিন থেকে টাকা পরিশোধ করা হয়নি সেই দিন থেকে ব্যাংকগুলি সম্পূর্ণ বকেয়া টাকার জন্য চার্জ করে থাকে। 

ক্রেডিট কার্ডের বিল পরিশোধ না করার জন্য কি কি ক্ষতি হতে পারে, দেখে নিন এক নজরে :- 

১) ক্রেডিট কার্ড ব্যবহারকারীকে কালো তালিকাভুক্ত করা হবে।

২) ক্রেডিট কার্ড ব্লক পর্যন্ত করা হতে পারে। 

৩) ক্রেডিট কার্ড ব্যবহারকারীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে। 

৪) উচ্চ সুদের হার ধার্য করা হবে অর্থাৎ অনেক টাকা চার্জ করা হবে। 

৫) ক্রেডিট স্কোর ক্ষতিগ্রস্ত হওয়ার জন্য পরবর্তীতে আপনি ঋণ পাবেন না।

ঋণ পরিশোধ না করতে পারলে ক্রেডিট কার্ড ডিপার্টমেন্ট কি কি ব্যবস্থা নিয়ে থাকে :- 

১) আপনি যদি অনেকদিন ধরে ক্রেডিট কার্ডের বিল না মেটান, তাহলে ক্রেডিট কার্ড সংস্থা আপনাকে ইমেল, চিঠি, টেক্সট বা ফোনের মাধ্যমে যোগাযোগ করবেন।

২) এরপর তারা আপনাকে বিল পরিশোধ করার জন্য একটা টাইম পিরিয়ড সেট করে দেবে। 

৩) দুই বা তিনটি পেমেন্ট যদি আপনি মিস করেন,  আপনার অ্যাকাউন্ট ‘ডিফল্ট’ হয়ে যাবে । এর অর্থ হল আপনি কোম্পানির চুক্তির শর্তাবলী ভঙ্গ করেছেন।

৪) প্রয়োজনে ক্রেডিট কার্ড সংস্থা বকেয়া টাকা পুনরুদ্ধার করতে আপনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারে, যেমন আদালতে মামলা করতে পারে। 

৫) আদালত যদি রায় দেয় তাহলে আপনার বকেয়া টাকা আপনার ব্যাংকিং সেভিংস থেকে কেটে নিতে পারেন।

আপনি যদি কোন কারনে ক্রেডিট কার্ডের বিল পরিশোধ করতে না পারেন তাহলে দ্রুত আপনার জরুরী আর্থিক অবস্থার কথা সংশ্লিষ্ট ক্রেডিট কার্ড ইস্যুকারী ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানকে জানান। তাঁরা আপনার অবস্থার কথা শুনে ঋণ পরিশোধ করার জন্য আরো কিছু সময় বর্ধিত করতে পারেন। 

সব সময় মনে রাখবেন, ক্রেডিট কার্ডের বিল পরিশোধ করা কখনো স্কিপ করবেন না। এটি আপনার ক্রেডিট স্কোরের ওপর একটা খারাপ প্রভাব ফেলে। বর্তমানে সকল প্রকার ঋণের সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন। এছাড়া আপনি আইনি সমস্যায় জড়িয়ে পড়লে সামাজিক সম্মান ও মূল্যবোধ ও নষ্ট হওয়ার চান্স থাকে, তাই জন্য চেষ্টা করবেন ক্রেডিট কার্ডের বিল সময় মতন পরিশোধ করা। একান্তই যদি সমস্যা হয় তাহলে দ্রুত ক্রেডিট ইস্যু কারী ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে আপনার সমস্যা কথা জানিয়ে দেবেন।

Leave a Comment

Join Group Join Group