আপনি কি অনেকদিন ধরে পুলিশে চাকরি করার স্বপ্ন দেখছেন? তাহলে আপনার জন্য প্রতিবেদনটি গুরুত্বপূর্ণ হতে চলেছে। একাধিক শূন্য পদে সাব ইন্সপেক্টর পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, ছেলে ও মেয়ে উভয়ই আবেদন করতে পারবেন। এই প্রতিবেদনে নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য বিস্তারিতভাবে আলোচনা করা হলো।
নিয়োগ সংস্থা:– ৫ টি কেন্দ্রীয় পুলিশ বাহিনী ও দিল্লি পুলিশ
শূন্য পদের সংখ্যা:- মোট শূন্য পদের সংখ্যা ৩০৫৯ টি।
কোন কোন জায়গায় নিয়োগ করা হবে:- বর্ডার সিকিউরিটি ফোর্স, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, ইন্দো টিবেটান বর্ডার পুলিশ ফোর্স, সশস্ত্র সীমাবাহিনী ও দিল্লী পুলিশে।
পদের নাম:- মূলত সাব ইন্সপেক্টর পদে নিয়োগ করা হবে। তবে সাব ইন্সপেক্টর এর দুটি বিভাগ নিয়োগ করা হবে। একটি হল সাব ইন্সপেক্টর এক্সিকিউটিভ অন্যটি হল সাব ইন্সপেক্টর জেনারেল ডিউটি।
শূন্য পদের শ্রেণীবিন্যাস:-
- সাব ইন্সপেক্টর এক্সিকিউটিভ পদে পুরুষ বিভাগে শূন্য পদের সংখ্যা ১২৮ টি। মহিলা শূন্য পদের সংখ্যা ৭০টি।
- সাব ইন্সপেক্টর জেনারেল ডিউটি পদে পুরুষ বিভাগে শূন্য পদের সংখ্যা ১০০৬ টি। মহিলাদের জন্য শূন্য পদের সংখ্যা ২৩ টি।
- বর্ডার সিকিউরিটি ফোর্স পুরুষ বিভাগে শূন্য পদের সংখ্যা: ২১২টি। মহিলা বিভাগের শূন্য পদের সংখ্যা ১১টি।
- ইন্দো-টিবেটান বর্ডার পুলিশ ফোর্স বিভাগে পুরুষ শূন্য পদের সংখ্যা ১৯৮টি এবং মহিলা শূন্য পদের সংখ্যা ৩৫ টি।
- সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সে পুরুষ বিভাগে শূন্য পদের সংখ্যা ১,১৬৪টি। মহিলা বিভাগে শূন্য পদের সংখ্যা ১৩০ টি।
- সশস্ত্র সেনাবাহিনীতে পুরুষ বিভাগে শূন্য পদের সংখ্যা ৭১ টি এবং মহিলা বিভাগে শূন্য পদের সংখ্যা ১১ টি।
- এছাড়াও ক্যাটাগরি অনুযায়ী শূন্য পদ বিভক্ত করা রয়েছে। বিস্তারিত জানার জন্য অফিশিয়াল ওয়েবসাইটটি ফলো করুন।
শিক্ষাগত যোগ্যতা:- প্রত্যেক বিভাগের জন্যই আবেদনকারীদের স্নাতক ডিগ্রী অর্জন করতে হবে। এছাড়া আবেদনকারীদের মোটর ভেহিকেল অর্থাৎ মোটরসাইকেল গাড়ি চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে।
বয়স সীমা:- আবেদনকারীদের বয়স হতে হবে ২০ থেকে ২৫ বছরের মধ্যে। সরকারি নিয়ম অনুযায়ী তপশিলিরা ৫ বছর, ওবিসি ৩ বছর এবং প্রাক্তন সমর কর্মীরা নির্দিষ্ট সময় পর্যন্ত বয়সে ছাড় পাবেন। বিধবা, বিবাহবিচ্ছিন্ন এবং আইনত স্বামীবিচ্ছিন্ন মহিলারা পুনর্বার বিয়ে না করে থাকলে এবং ৩৫ এবং তপশিলিরা ৪০ বছর পর্যন্ত বয়সে ছাড় পাবেন।
আরোও পড়ুন:- ধনতেরাসের দিন শুকনো ধোনে এবং লবণ কিনলে লক্ষ্মীলাভ, এই নিয়মগুলো মানলে দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাবেন
শারীরিক মাপ:- ছেলেদের ক্ষেত্রে উচ্চতা থাকতে হবে ১৭০ সেমি। গোর্খা আবেদনকারীদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে ১৬৫ সেমি, তপশিলি উপজাতিদের ক্ষেত্রে ১৬৫.৫ সেমি হতে হবে।
বুকের ছাতি না ফুলিয়ে ও ফুলিয়ে যথাক্রমে ৮০ ও ৮৫ সেমি। তপশিলিদের ক্ষেত্রে যথাক্রমে ৭৭ ও ৮২ সেমি।
মেয়েদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে ১৫৭ সেমি। গোর্খা মহিলাদের উচ্চতা হতে হবে ১৫৫ সেমি। তপশিলি মহিলাদের উচ্চতা হতে হবে ১৫৪ সেমি।
উচ্চতা অনুযায়ী ওজন থাকতে হবে প্রত্যেকের।
দৃষ্টিশক্তি:- চশমা ছাড়া দূরের ক্ষেত্রে ভালো চোখে পাওয়ার হতে হবে ৬/৬ এবং খারাপ চোখে দূরের পাওয়ার হতে হবে ৬/৯।
কাছের ক্ষেত্রে ভালো চোখে এন ৬ এবং খারাপ চোখে এন ১ হতে হবে।
বেতন কাঠামো:- প্রত্যেক বিভাগে মাসিক বেতন দেওয়া হবে ৩৫,৪০০-১,১২,৪০০ টাকার মধ্যে।
আবেদন প্রক্রিয়া:- অনলাইন পদ্ধতিতে আবেদন করা যাবে। আবেদনকারীদের সর্বপ্রথম https ssc.gov.in এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এরপর বৈধ ইমেইল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে আবেদন পত্র নির্ভুল হয়ে পূরণ করতে হবে। উল্লেখিত ডকুমেন্ট এবং ফটো সিগনেচার স্ক্যান করে আপলোড করতে হবে। সিগনেচার জেপেগ ফর্ম্যাটে ১০ থেকে ২০ কেবি সাইজের মধ্যে হতেবু হবে। এরপর আবেদনমূল্য জমা দিয়ে সাবমিট করতে হবে। আবেদন মূল্যের এক কপি প্রিন্ট আউট করে নিজের কাছে রাখবেন ভবিষ্যতে রেফারেন্সের জন্য।
আবেদন মূল্য:- সাধারণ ক্যাটাগরি ও ওবিসি আবেদনকারীদের জন্য ১০০ টাকা আবেদন মূল্য রয়েছে। মহিলা, তফসিলি ও প্রাক্তন সমরকর্মীদের ফি লাগবে না। ভিম ইউ পি আই বা নেট ব্যাঙ্কিং বা ভিসা-মাস্টার কার্ড-মায়েন্ত্রো-রুপে ডেবিট কার্ডের মাধ্যমে ফি পেমেন্ট করতে হবে। ফি জমা দেওয়ার শেষ তারিখ ১৭অক্টোবর।
নিয়োগ প্রক্রিয়া:- প্রার্থী বাছাই করা হবে স্টাফ সিলেকশন কমিশন এবং সাব ইন্সপেক্টর ইন দিল্লী পুলিশ এন্ড সেন্ট্রাল অ্যান্ড পুলিশ ফর্সেস এক্সামিনেশন ২০২৫ এর মাধ্যমে।
লিখিত পরীক্ষা, দৈহিক সক্ষমতার পরীক্ষা এবং ইন্টারভিউ এর মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচিত করা হবে।
লিখিত পরীক্ষা হবে দুটি পেপারে। প্রথম পেপারে থাকবে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, জেনারেল নলেজ অ্যান্ড জেনারেল অ্যাওয়্যারনেস, কোয়ান্টিটেটিভ অ্যাপ্টিটিউড ইংলিশ কম্প্রিহেনশন বিষয়ক প্রশ্ন। প্রতি বিষয়ে ৫০টি করে মোট ২০০টি প্রশ্ন থাকবে। পরীক্ষার মোট নম্বর ২০০। সময় দেওয়া হবে ২ ঘণ্টা।
দ্বিতীয় পেপারে প্রশ্ন আসবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন থেকে। মোট পরীক্ষার নম্বর ২০০। ২ ঘণ্টা সময় দেওয়া হবে। উভয় পত্রেই অবজেক্টিভ টাইপ মাল্টিপল চয়েস প্রশ্ন হবে। ভুল উত্তরের জন্য নেগেটিভ মার্কিং আছে। প্রথম লিখিত পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে নভেম্বর-ডিসেম্বরের দিকে।
পশ্চিমবঙ্গের যে সমস্ত কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে সেগুলি হল: কলকাতা ও হাওড়া (সেন্টার কোড ৪৪১০), আসানসোল (সেন্টার কোড ৪৪১৭), শিলিগুড়ি (সেন্টার কোড ৪৪১৫), বর্ধমান (সেন্টার কোড ৪৪২২), দুর্গাপুর (সেন্টার কোড ৪৪২৬) এবং সিউড়ি (সেন্টার কোড ৪৪১৬)।
দৈহিক সক্ষমতার পরীক্ষায় থাকবে নেওয়া হবে পুরুষদের জন্য ১৬ সেকেন্ডে ১০০ মিটার দৌড়, ৬.৫ মিনিটে ১.৬ কিলোমিটার দৌড়, ৩.৬৫ মিটার লং জাম্প, ১.২ মিটার হাই জাম্প, 8.0 মিটার শটপাট (১৬ পাউন্ড)।
মেয়েদের জন্য থাকবে: ১৮ সেকেন্ডে ১০০ মিটার দৌড়, ৪ মিনিটে ৮০০ মিটার দৌড়, ২.৭ মিটার লং জাম্প ও ০.৯ মিটার হাই জাম্প। লং জাম্প, হাই জাম্প ও শটপাট ইভেন্টে সর্বাধিক তিন বার সুযোগ পাওয়া যাবে। প্রাক্তন সমরকর্মীদের ক্ষেত্রে দৈহিক সক্ষমতার পরীক্ষা দিতে হবে না।
আবেদন সময়:- আবেদন পুকুর থেকে শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে, আবেদন প্রক্রিয়ার সম্পন্ন করা যাবে ১৬ অক্টোবর পর্যন্ত। আবেদনপত্র সংশোধন করার সময় রয়েছে ২৪ থেকে ২৬ অক্টোবর।
যে সমস্ত প্রার্থীরা পুলিশ সাব ইন্সপেক্টর বিভাগে অংশগ্রহণ করার জন্য অপেক্ষা করছেন এবং আগ্রহী রয়েছেন , তারা নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদনপত্র সম্পন্ন করবেন উপরে বর্ণিত পদ্ধতি এপ্লাই করে। আরও বিস্তারিত জানার জন্য অফিসিয়াল ওয়েবসাইটটি ফলো করুন।