বর্তমান যুগে সরকারি সমস্ত ক্রিয়াকলাপ থেকে শুরু করে স্কুল, কলেজের এডমিশন প্রক্রিয়া এছাড়া অন্যান্য সকল প্রকার কাজ করে নেওয়া যায় অনলাইন মাধ্যমে। যেখানে ডিজিটাল যুগে আপনি ঘরে বসেই যে কোন দ্রব্য কেনা থেকে শুরু করে বিল পেমেন্ট করার সুবিধা পেয়ে থাকেন, অথচ সরকারি নথিপত্র কিংবা পঞ্চায়েত সার্টিফিকেট পাওয়ার জন্য পঞ্চায়েত অফিসের দোরগোড়ায় ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়।
সরকারি নথিপত্র বা পঞ্চায়েত অফিস থেকে বিভিন্ন সার্টিফিকেট পাওয়ার জন্য পঞ্চায়েত অফিসে যোগাযোগ করা, আর এজন্য আবার অনেকটা সময় দৈনন্দিন কাজ থেকে সময় বার করা এবং তারপরেও বাড়ি থেকে পঞ্চায়েত অফিস পর্যন্ত যাওয়া, এই সমস্ত ঝামেলার জন্য সার্টিফিকেট বের করার কাজকে প্রত্যেক মানুষের একটা খুব জটিল ও সমস্যা মনে হয়। এই সমস্ত সমস্যার সমাধান এসে গিয়েছে। আপনি এখন থেকে ঘরে বসে অনলাইন মাধ্যমে পেয়ে যাবেন সরকারি নথিপত্র এবং পঞ্চায়েতের যে কোন সার্টিফিকেট। ভাবছেন কি করে সম্ভব? জেনে নিন এই প্রতিবেদনের মাধ্যমে কিভাবে আপনি ঘরে বসেই অনলাইন মাধ্যমে পঞ্চায়েতের তরফ থেকে আপনার প্রয়োজনীয় সার্টিফিকেট পেয়ে যাবেন।
সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকার নতুন একটি পোর্টাল চালু করেছে, সেটি হল বাংলার পঞ্চায়েত অনলাইন সার্ভিস পোর্টাল। এইখানে আপনি আপনার প্রয়োজনীয় সার্টিফিকেট এর জন্য আবেদন করলে খুব সহজেই পেয়ে যাবেন।
কেন অনলাইন মাধ্যমে বাংলা পঞ্চায়েত পোর্টাল চালু করা হলো:-
দিন প্রতিদিন মানুষ যেরকম কর্মব্যস্ত হয়ে পড়ছেন এবং সেই কর্মব্যস্ততার মধ্যে ফাঁক বার করে ঘন্টার পর ঘন্টা পঞ্চায়েত অফিসে গিয়ে হাজিরা দেওয়া এবং কোন ডকুমেন্ট আনতে ভুল হয়ে গেলে আবার পরবর্তী দিনের জন্য অপেক্ষা করা, এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার এবং ঝুঁকিপূর্ণ কাজ। অনলাইনে আবেদন করলে আপনার সময় সেভ হবে, আপনার সার্টিফিকেট আবেদন করার ডিজিটাল প্রমাণ থাকবে। তারফলে পরবর্তীতে কোন সমস্যা হলে সমাধানের রাস্তা থাকবে, এছাড়া অনলাইন মাধ্যমে আবেদন প্রক্রিয়ার একটা স্বচ্ছতা থাকবে।
কোন কোন সার্টিফিকেট অনলাইন মাধ্যমে আবেদন করতে পারবেন?
পঞ্চায়েত অফিসে গিয়ে যে সার্টিফিকেটগুলো পাওয়ার জন্য আবেদন করা হতো, সেই সকল সার্টিফিকেটের সুবিধা আপনি পেয়ে যাবেন অনলাইন মাধ্যমে।
যেমন আবাসিক সার্টিফিকেট অর্থাৎ স্কুল কলেজে বা চাকরির আবেদনের জন্য অনেক সময় রেসিডেন্সিয়াল সার্টিফিকেট এর প্রয়োজন হয়, এই সার্টিফিকেট আপনি বাড়িতে বসেই খুব কম সময়ে আবেদন করে ফেলতে পারবেন।
স্কলারশিপ বা সরকারি প্রকল্পের সুবিধা পেতে ইনকাম সার্টিফিকেটের প্রয়োজন হয় এটিও আপনি বাড়িতে বসি বানিয়ে নিতে পারবেন।
জাতিগত শংসাপত্র অনেক সময় চাকরির ক্ষেত্রে কাস্ট সার্টিফিকেট দেওয়া হয় অর্থাৎ SC/ST, ওবিসি, EWS সার্টিফিকেটগুলো আপনি খুব সহজে বাড়িতেই বানিয়ে নিতে পারবেন।
এছাড়াও বাংলা পঞ্চায়েত পোর্টালে আরো অনেক ধরনের সার্টিফিকেট বানানোর অপশন দেওয়া রয়েছে। আপনি আপনার প্রয়োজন মতন যে সার্টিফিকেট দরকার সেখানে ক্লিক করি আবেদন করতে পারবেন।
আরোও পড়ুন:- গ্যাসের দাম আরও কমলো, ৩০০ টাকা ভর্তুকি বাড়ানো হলো সময়।
আবেদন পদ্ধতি:-
১) আবেদন করার জন্য প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে Banglar Panchayat Portal যেতে হবে।
২) এরপর হোম পেজ থেকে এপ্লাই অনলাইন অপশন বেছে নিয়ে ক্লিক করতে হবে।
৩) এরপর রেজিস্ট্রেশন করার জন্য আপনার মোবাইল নম্বর ইনপুট করতে লাগবে মোবাইল নাম্বারে একটু ওটিপি আসবে সে ওটিপি যাচাই করা হবে।
৪) এরপর আবেদন ফরম আসবে সেখানে জেলা ব্লক গ্রাম পঞ্চায়েত সহ আপনার ব্যক্তিগত সম্মত তথ্য সঠিক দাবি পূরণ করুন।
৫) সবশেষে প্রয়োজনীয় নথি আপলোড করুন।
৬) আপনি কি রেজিস্ট্রেশন নাম্বার পেয়ে যাবেন যেটা দিয়ে আবেদন ট্র্যাক করা যাবে কবে সার্টিফিকেট পাবেন সেটাও স্ট্যাটাস চেক করলে দেখতে পেয়ে যাবেন।
কি কি ডকুমেন্ট লাগবে:-
১) আইডি প্রমাণ হিসেবে আধার কার্ড, ভোটার আই কার্ড
২) জাতিগত শংসাপত্র
৩) বাসস্থানের প্রমাণ পত্র
৪) রেশন কার্ড
৫) পাসপোর্ট সাইজ ফটো
৬) আয়ের প্রমাণ পত্র
স্ট্যাটাস চেক:- আপনার আবেদন অনুমোদিত হয়েছে কিনা, দেখার জন্য আবেদন জমা দেওয়ার ফর্মে গিয়ে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করে নিতে পারেন।
সময়সীমা:- আবেদন করার পর ৭ দিনের মধ্যে সার্টিফিকেট তৈরি হয়ে যায় এবং আপনার ঠিকানায় ১০-১২ দিনের মধ্যে চলে আসবে।
পশ্চিমবঙ্গ সরকারের Panchayat Certificate Online 2025 প্রকল্প চালু হওয়ার এই উদ্যোগ পশ্চিমবঙ্গ সরকারের একটি অভিনব উদ্যোগ বলা যায়। পঞ্চায়েত সার্টিফিকেট অনলাইন মাধ্যমে ঘরে বসে আবেদন করার ফলে কর্মরত মানুষের অফিস বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছুটি নিয়ে সময় বার করে পঞ্চায়েত অফিসে লাইনে দাঁড়াতে হবে না, এরফলে সময় বাঁচবে এছাড়া যাতায়াতের সমস্যা থাকবে না যেহেতু ঘরে বসেই কাজ সম্পন্ন হয়ে যাবে এছাড়া দুর্নীতি ও ঝামেলা থেকে রেহাই পাওয়া যাবে।
আপনি যদি কোন সার্টিফিকেট আবেদন করতে চান, তাহলে এখন থেকে ঘরে বসে সহজে আবেদন করে ফেলুন।