রেলওয়েতে চাকরির সুবর্ণ সুযোগ, বিপুল শূন্য পদে কর্মী নিয়োগ, জানুন বিস্তারিত।

বর্তমানে সরকারি চাকরি পাওয়ার জন্য প্রত্যেকটি শিক্ষিত যুবক যুবতী আপ্রাণ চেষ্টা করে চলেছে। আজকের এই প্রতিবেদনে এমন একটি সরকারি চাকরির সম্পর্কে খোঁজ দেব যার ফলে উপকৃত হবে চাকরি প্রার্থীরা। আপনি কি রেলের বিভিন্ন পদে চাকরির জন্য চেষ্টা করছেন? যদি তাই হয়ে থাকে তাহলে সামনেই রয়েছে সুবর্ণ সুযোগ। ইস্টার্ন রেলওয়ের তরফ থেকে একাধিক শূন্য পদে নিয়োগ করা হচ্ছে। নিয়োগ সংক্রান্ত আরো তথ্য বিস্তারিতভাবে জানতে সম্পূর্ণ প্রতিবেদনটি মনোযোগ সহকারে করে ফেলুন।

ইস্টার্ন রেলওয়ের তরফ থেকে একাধিক শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে। ছেলে ও মেয়ে উভয়ই এই কাজে নিয়োগ করা হচ্ছে। বিভিন্ন জেলা থেকে ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় রেলওয়ে ওয়ার্কশপে কাজ করার সুযোগ থাকছে। জেনে নেওয়া যাক এই নিয়োগ সংক্রান্ত আরো তথ্যের বিস্তারিত :-

নিয়োগ সংস্থা :- ইস্টার্ন রেলওয়ে
শূন্য পদের সংখ্যা :- মোট ৩১১৫ টি
শূন্য পদের নাম :- রেলওয়ের অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা :- রেলওয়ের এই পদে নিয়োগ হওয়ার জন্য প্রত্যেক চাকরিপ্রার্থীকে অবশ্যই নূন্যতম মাধ্যমিক পাস থাকতে হবে। মাধ্যমিকে ৫০ শতাংশ নাম্বার নিয়ে পাশ করলেই এই চাকরির জন্য আবেদন করা যাবে। মাধ্যমিক পাস ছাড়াও আবেদনকারীদের কাছে NCVT, SCVT এই সার্টিফিকেটগুলো থাকতে হবে।

আরো ও পড়ুন:- রাজ্যের পঞ্চায়েত কর্মী বাংলাদেশী? ফের রাজ্যে ভুয়ো ভোটার কার্ডের অভিযোগ।

বয়স সীমা :- জেনারেল ক্যাটাগরিদের জন্য এই চাকরিতে আবেদন করার বয়স সীমা রয়েছে 15 থেকে 21 বছর। এছাড়া সংরক্ষিত শ্রেণীদের জন্য অর্থাৎ এসসি, এসটি ক্যাটাগরিদের জন্য ৫ বছরের এবং ওবিসি ক্যাটাগরিদের জন্য ৩ বছরের বয়সের ছাড় দেওয়া হচ্ছে।

বেতন স্কেল :- রেলওয়ে গ্রুপ ডি পদে যেমন বেতন স্কেল থাকে, এই কাজের জন্য অনুরূপ বেতন দেওয়া হবে। বিস্তারিত জানতে ইস্টার্ন রেলওয়ের অফিশিয়াল ওয়েবসাইটটি ফলো করুন।

আবেদন পদ্ধতি :- সম্পূর্ণ অনলাইন মাধ্যমেই আবেদন করতে হবে। ইস্টার্ন রেলওয়ের যে অনলাইন ওয়েবসাইট রয়েছে সেখানেই বিভিন্ন ক্যাটাগরির আলাদা আলাদা ফর্ম দেওয়া রয়েছে। যে চাকরিপ্রার্থী যে ক্যাটাগরির তাকে সেই ফর্মটি ফিলাপ করতে হবে।

আবেদন ফি :- এই চাকরির জন্য মেয়েদের থেকে কোনরকম আবেদন ফি নেওয়া হচ্ছে না। শুধুমাত্র জেনারেল ক্যাটাগরির ছেলেদের জন্য রয়েছে মাত্র ৫০ টাকা আবেদন ফি।

নিয়োগ প্রক্রিয়া :- এই কাজের আবেদন করলে চাকরিপ্রার্থীদের কোনো রকম লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ দিতে হবে না। শুধুমাত্র মাধ্যমিকের রেজাল্টের মাধ্যমে চাকরিপ্রার্থীর যোগ্যতা বিচার করা হবে। এরপরে মেরিট লিস্টের মাধ্যমে যোগ্যতম প্রার্থীদের নির্বাচিত করা হবে, এবং তাদেরই পরীক্ষা কেন্দ্রে ডাকা হবে শুধুমাত্র ডকুমেন্ট ভেরিফিকেশন এর জন্য।

আবেদনের সময় :- আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ১৪ ই আগস্ট থেকে। আবেদনের শেষ তারিখ রয়েছে ১৩ ই সেপ্টেম্বর।

আবেদন প্রক্রিয়ায় যে সমস্ত রেলওয়ে ওয়ার্কশপের জন্য চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হবে, সেগুলি হল – শিয়ালদহ ওয়ার্কশপ, হাওড়া, লিলুয়া, মালদাহ, আসানসোল রেলওয়ে ওয়ার্কশপের জন্য। আপনারা আপনাদের পছন্দ মতন জায়গায় আবেদন করার সুযোগ পাবেন।

যে সমস্ত চাকরিপ্রার্থীরা রেলওয়ের বিভিন্ন পদের জন্য চাকরির অপেক্ষা করছিলেন, সেই সমস্ত চাকরিপ্রার্থীদের জন্য এই সুবর্ণ সুযোগ হাতছাড়া না করাই ভালো। লিখিত পরীক্ষা, ইন্টারভিউ ছাড়াই শুধুমাত্র মেরিট লিস্টের মাধ্যমে রেল ওয়ে পদের জন্য আপনি যদি ইচ্ছুক থাকেন তাহলে নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া শেষ করুন।
এমন আরো অন্যান্য চাকরির পরীক্ষা সংক্রান্ত খবরের জন্য চোখ রাখুন এই পেজে।

Leave a Comment

Join Group Join Group