উচ্চমাধ্যমিকের ছাত্র-ছাত্রীদের জন্য খুশির খবর নিয়ে এল কাউন্সিল। উচ্চমাধ্যমিকের পড়ুয়াদের সামনেই তৃতীয় সেমিস্টারের পরীক্ষা। পরীক্ষা প্রস্তুতি নিয়ে ব্যস্ত ছাত্রছাত্রীরা। এরমধ্যেই তাদের দুশ্চিন্তা ছিল অ্যাডমিট কার্ড নিয়ে। এবার সেই দুশ্চিন্তা কাটতে চলেছে। সেই অ্যাডমিট কার্ড পেতে চলেছে রাজ্যের কয়েক লক্ষ ছাত্রছাত্রী। উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ নথি হল এই অ্যাডমিট কার্ড। সেই অ্যাডমিট কার্ড প্রকাশের দিন ঘোষণা করল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।
সংসদ কর্তৃপক্ষের তরফে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী ২০ আগষ্ট থেকে ছাত্রছাত্রীদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে। প্রতিটি স্কুল কর্তৃপক্ষ কাউন্সিলের ওয়েবসাইট থেকে অ্যাডমিট ডাঊনলোড করতে পারবে। শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও শিক্ষিকাদের দায়িত্ব প্রতিটি ছাত্রছাত্রীদের হাতে নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাডমিট তুলে দেওয়া।
আগের মত অফলাইন ফিজিক্যাল অ্যাডমিট আর নেই। এখন ডিজিটাল যুগ। তাই পড়ুয়াদের অ্যাডমিট কার্ডও এখন ডিজিটাল। এখন আর স্কুল কর্তৃপক্ষকে জেলা উচ্চমাধ্যমিক সংসদে স্বশরীরে গিয়ে পরীক্ষার্থীদের জন্য অ্যাডমিট কার্ড আনতে হয়না। উচ্চমাধ্যমিক সংসদের নির্দেশ অনুযায়ী শুধুমাত্র অনলাইনে কেন্দ্রীয় ভাবে রাজ্যের সমস্ত ছাত্রছাত্রীদের অ্যাডমিট প্রদান করা হয়। স্কুলের প্রধান শিক্ষক – শিক্ষিকাগণ তাদের লগইন আইডি ও পাসওয়ার্ড দিয়ে কাউন্সিলের পোর্টাল থেকে সকল ছাত্রছাত্রীদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। তারপরই প্রতিটি অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নাম ধরে ধরে ছাত্রছাত্রীদের হাতে তুলে দিতে হবে। তবে, প্রতিটি অ্যাডমিট কার্ডে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষকাদের অবশ্যই কাউন্টার সাইন থাকতে হবে।
আরো ও পড়ুন :- জাগো প্রকল্পে ৫০০০ টাকা দিচ্ছে মমতা, কারা পাবেন জেনে নিন।
উচ্চমাধ্যমিকের প্রতিটি অ্যাডমিট কার্ডে পরীক্ষার্থীর নাম, রোল নং, পরীক্ষার দিন ও সময় এবং পরীক্ষাকেন্দ্রের নাম উল্লেখ থাকবে। অর্থাৎ আগামী ২০ শে আগষ্টের দিনই পরীক্ষার্থীরা জানতে পারবেন তাদের পরীক্ষা সেন্টার ও রোল নং। তারপরই তারা পরীক্ষা কেন্দ্রে যাতায়াতের ব্যবস্থা করতে পারবেন। বৈধ্য অ্যাডমিট কার্ড ছাড়া পরীক্ষা কেন্দ্র প্রবেশ করা সম্ভব নয়। অ্যাডমিট কার্ডের সাথেই পরীক্ষা কেন্দ্রে রেজিস্ট্রেশন সার্টিফিকেট নিয়ে যেতে হবে। পরীক্ষা কেন্দ্রে ইনভিজিলেটার অ্যাডমিট কার্ডের তথ্য মিলিয়ে পরীক্ষার্থীকে পরীক্ষা দেওয়ার অনুমতি দেবেন।
অ্যাডমিট কার্ডে পরীক্ষার্থীর নাম, বাবার নাম, স্কুলের নাম , রেজিস্ট্রেশন নং ও সেন্টারের নামে ত্রুটি থাকতে পারে। অ্যাডমিট কার্ডের এই ভুল-ত্রুটি নিয়ে ছাত্রছাত্রী ও অভিভাবকদের কোন দুশ্চিন্তা করার প্রয়োজন নেই। কাউন্সিল এই সমস্যা সমাধানের সহজ উপায়ও জানিয়ে দিয়েছে। অ্যাডমিট কার্ডে এই ভুলত্রুটি, স্টুডেন্টরা নিজের স্কুল কর্তৃপক্ষের মাধ্যমেই সহজে সংশোধন করতে পারবেন। অর্থাৎ উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীদের তৃতীয় সেমিস্টার পরীক্ষার অ্যাডমিট কার্ড নিয়ে অযথা দুশ্চিন্তা করার কোন প্রয়োজন নেই। সঠিক সময়ে তাদের হাতে ত্রুটিমুক্ত অ্যাডমিট কার্ড তুলে দেওয়ার দায়িত্ব রাজ্যের উচ্চমাধ্যমিক কাউন্সিল ও তাদের স্কুল কর্তৃপক্ষের। তাই উচ্চমাধ্যমিকের অ্যাডমিট কার্ড সম্পর্কিত এই খবর তাদের কাছে খুবই গুরুত্বপুর্ন হলেও, অ্যাডমিট কার্ড নিয়ে চিন্তার সুযোগ থাকা উচিত নয়। রাজ্যের উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ ও স্কুল কর্তৃপক্ষ প্রদত্ত অ্যাডমিট কার্ড সময় মতো সংগ্রহ করে, ভালো ভাবে পরীক্ষা দেওয়ায় এখন শিক্ষার্থীদের প্রধান লক্ষ্য। অ্যাডমিট কার্ড ও পরীক্ষা সম্পর্কিত যে কোন তথ্যের জন্য কাউন্সিলের ওয়েবসাইট ও স্কুল কর্তৃপক্ষের সাথে তারা যোগাযোগ রাখতে পারে।