আপনিও হতে পারেন প্রতারণার শিকার, জিমেইল ব্যবহারকারীদের রেড অ্যালার্ট দিলো গুগল?

বর্তমানে সাইবার ক্রাইম এতটাই ভয়ানক আকার ধারণ করেছে, যার জন্য মানুষের ওপর অনেকটাই ক্ষতিকর প্রভাব পড়ছে। সাইবার ক্রাইম অপরাধীরা দিন প্রতিদিন নিত্যনতুন পদ্ধতিতে বিভিন্ন মানুষের ব্যক্তিগত তথ্য হ্যাক করছেন। এই জন্য সরকারের তরফ থেকে এবং গুগল থেকে বিভিন্ন সময় সতর্কতা অবলম্বনের জন্য মানুষকে এলার্ট করা হয়। সম্প্রতি সাইবার ক্রাইম কোন ব্যক্তির gmail হ্যাক করার পথ অবলম্বন করেছে। এইজন্য জিমেইল ব্যবহারকারীদের লাল সতর্কতা জারি করেছে গুগলের পক্ষ থেকে। আপনিও যদি একজন জিমেইল ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে এই প্রতিবেদনটি আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। 

কিভাবে gmail থেকে হ্যাকাররা ব্যক্তিগত তথ্য এক্সেস করছে, কিভাবে আপনি এই প্রতারণার হাত থেকে রক্ষা পাবেন এই সম্পর্কিত তথ্য জানতে হলে সম্পূর্ণ প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়ুন। 

আপনার একটা মাত্র ভুল কাজের জন্য আপনার ব্যক্তিগত তথ্য পৌঁছে যেতে পারে সাইবার ক্রাইম অপরাধীদের কাছে। আপনার পাসওয়ার্ড চুরি করে নিতে পারেন হ্যাকাররা। 

সম্প্রতি মেনস জার্নালের একটি রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে, ওয়ার্ল্ড টেক জায়ান্ট বিশ্বব্যাপী ১.৮ বিলিয়ন gmail ব্যবহারকারীদের ইতিমধ্যে রেড অ্যালার্ট জারি করা করেছে। 

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে এই নতুন ধরনের জিমেইল হ্যাক করার ফলে প্রভাবিত হচ্ছে শুধুমাত্র সাধারণ মানুষ তা নয়, সরকার থেকে শুরু করে ব্যবসায়িক ক্ষেত্রেও এর খারাপ প্রভাব পড়ছে। এই নতুন হ্যাক করার পদ্ধতির নাম দেওয়া হয়েছে “ইনডাইরেক্ট প্রম্পট ইনজেকশন”।

বর্তমানে বিভিন্ন সংস্থায় AI কাজে লাগিয়ে কাজ আরো সহজ করে তোলার চেষ্টা করা হচ্ছে। কিন্তু সাইবার ক্রাইম অপরাধীরা এই AI কে সরাসরি অ্যাটাক করছে। 

আরো ও পড়ুন:-  NPS নাকি UPS, কোথায় বিনিয়োগ করলে আপনি সবথেকে বেশি এবং নিশ্চিত রিটার্ন পেতে পারবেন!

কিভাবে হ্যাকাররা জিমেইল হ্যাক করছে :- 

সাইবার ক্রাইম অপরাধীরা AI প্রম্পটে সরাসরি ক্ষতিকারক কমান্ড দেয় না। তারা ইমেল, ডকুমেন্ট বা ক্যালেন্ডার ইনভিটেশনের মতো জিনিসের মাধ্যমে লুকোনো ইনস্ট্রাকশন দিয়ে দেয়। আর এই কমান্ডগুলি যখন এআই ব্যবহারকারীরা ব্যবহার করেন, ঠিক তখনই তাদের ব্যক্তিগত তথ্য অ্যাক্সেস করে নিতে পারেন হ্যাকাররা। হ্যাকাররা AI ব্যবহারকারীদের জিমেইল হ্যাক করার জন্য AI জেমিনি ব্যবহার করছে।

টেক বিশেষজ্ঞ স্কট পোল্ডারম্যান জানিয়েছেন, হ্যাকাররা যখন জিমেইল ব্যবহারকারীদের কমান্ডসহ ইমেইল পাঠায়, তখনই তাদের ব্যক্তিগত পাসওয়ার্ড হাতে পেয়ে যান সাইবার ক্রাইম অপরাধীরা। লুকনো কমান্ডগুলি এআইকে নিজের বিরুদ্ধেই কাজ করতে বাধ্য করে, যার ফলে ব্যবহারকারীরা ভুলবশত তাদের লগইন বিবরণ দিয়ে দেয়।

নিজের জিমেইলকে কিভাবে হ্যাকারদের হাত থেকে বাঁচাবেন :- 

১) আপনার জিমেইল হ্যাক হওয়া থেকে রক্ষা করতে কখনোই কোন লিংক ওপেন করতে বলা হলে, লিংক ওপেন করা উচিত নয়। 

২) পাসওয়ার্ড ব্যবহার করার চেষ্টা করুন।

৩) অজানা কোন অ্যাপ বা ব্রাউজার ওপেন না করাই ভালো।

৪) সফটওয়্যার আপডেট করুন।

৫) সব সময় নিরাপত্তা যাচাই করুন।

৬) অজানা কোন নাম্বার থেকে মেসেজ আসলে বা লিঙ্ক ওপেন করতে বললে সেটি করা থেকে বিরত থাকুন। 

যত দিন যাচ্ছে কৃত্তিম বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে বিভন্ন সরকারি অফিস থেকে শুরু করে প্রাইভেট অফিসে কাজকে আরো সহজ করার জন্য এবং দ্রুত করার জন্য AI পদ্ধতি অবলম্বন করা হচ্ছে। অন্যদিকে সাইবার ক্রাইম অপরাধীরা নিত্যনতুন পরিষেবায় কিভাবে অ্যাক্সেস নেবে তার জন্য নতুন পন্থা ব্যবহার করছে। এজন্য সব সময় সতর্কতা অবলম্বন করা উচিত। 

আপনি যদি একজন জিমেইল ব্যবহারকারী হয়ে থাকেন, তাহলে আপনার জিমেইলকে হ্যাকারদের হাত থেকে বাঁচানোর জন্য উপরে বর্ণিত উপায়গুলো মেনে চলার চেষ্টা করুন।

Leave a Comment

Join Group Join Group