চাকরিপ্রার্থীদের ব্যাংকিং সেক্টরে কাজ করার স্বপ্ন রয়েছে, তাদের জন্য সুখবর দেশের বিভিন্ন গ্রামীণ ব্যাংক গুলিতে একাধিক শূন্যপদে অফিসার এবং অফিস অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হচ্ছে। যে সমস্ত চাকরিপ্রার্থীরা ব্যাংকে চাকরি করতে ইচ্ছুক তাদের জন্য এই প্রতিবেদনটি গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই প্রতিবেদনে চাকরি সংক্রান্ত বিভিন্ন তথ্য বিস্তারিত আলোচনা করা হয়েছে। আপনিও যদি এমন একটি চাকরির জন্য অপেক্ষা করে থাকেন তাহলে প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ুন।
জানা যাচ্ছে, দেশের প্রায় ২৮টি গ্রামীণ ব্যাংকে নিয়োগ করা হবে সফল চাকরিপ্রার্থীদের। দেশের ২৮ টি গ্রামীণ ব্যাংকের মধ্যে পশ্চিমবঙ্গের একটি মাত্র গ্রামীণ ব্যাংকের জন্যই আবেদন করতে পারবেন পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীরা। আবেদনকারী যে রাজ্যের জন্য বা যে কেন্দ্র শাসিত অঞ্চলের জন্য আবেদন করবেন তাদের সেই রাজ্যের স্থানীয় ভাষা জানতে হবে। যেমন পশ্চিমবঙ্গের স্থানীয় ভাষা হলো বাংলা। পশ্চিমবঙ্গের গ্রামীণ ব্যাংকের জন্য আবেদন করতে হলে আবেদনকারীকে বাংলা ভাষা জানতে হবে অথবা অষ্টম শ্রেণী পর্যন্ত বাংলা বিষয় পড়ে থাকতে হবে। তবে যদি কোন আবেদনকারী বাংলা ভাষা না জেনেও থাকে তাহলেও তিনি আবেদন করতে পারবেন, তবে এক্ষেত্রে একটু শর্ত রয়েছে সেটি হলো তাকে কাজে নিযুক্ত হওয়ার ৬ মাসের মধ্যে সংশ্লিষ্ট ভাষায় পারদর্শী হয়ে উঠতে হবে।
পশ্চিমবঙ্গের অফিসার স্কেল-ওয়ান এবং অফিস অ্যাসিস্ট্যান্ট পদের প্রার্থীরা পশ্চিমবঙ্গের গ্রামীণ ব্যাংকের জন্য আবেদন করতে পারবেন, এছাড়াও অসম গ্রামীণ বিকাশ ব্যাঙ্ক ও ত্রিপুরার ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্কেও আবেদন করতে পারবেন। এর কারণ এই প্রত্যেকটি রাজ্যের স্থানীয় ভাষা বাংলা। অন্যদিকে, ইংরেজি স্থানীয় ভাষা হিসেবে গ্রাহ্য অরুণাচল প্রদেশ রুরাল ব্যাঙ্ক ও নাগাল্যান্ড রুরাল ব্যাঙ্কেও পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীরা আবেদনের সুযোগ পাবেন। তবে এক্ষেত্রে চাকরিপ্রার্থীদের ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। পাশাপাশি, হিন্দি স্থানীয় ভাষা হিসেবে গ্রাহ্য রয়েছে বিহার গ্রামীণ ব্যাঙ্ক, ছত্তিশগড়ঢ় রাজ্য গ্রামীণ ব্যাঙ্ক, সর্ব হরিয়ানা গ্রামীণ ব্যাঙ্ক, হিমাচল প্রদেশ গ্রামীণ ব্যাঙ্ক, ঝাড়খণ্ড রাজ্য গ্রামীণ ব্যাঙ্ক, মধ্যপ্রদেশ গ্রামীণ ব্যাঙ্ক, রাজস্থান গ্রামীণ ব্যাঙ্ক, উত্তরপ্রদেশ গ্রামীণ ব্যাঙ্ক, উত্তরাখণ্ড গ্রামীণ ব্যাঙ্কগুলো। যে সমস্ত আবেদনকারীর স্থানীয় ভাষা হিন্দি কিংবা হিন্দি ভাষায় সাবলীল, তারাও এই ব্যাংকগুলোর জন্য আবেদন করতে পারবেন।
আরোও পড়ুন:- ই- শ্রম কার্ড কি? এই কার্ডের সুবিধা কি? এই কার্ডের জন্য কিভাবে আবেদন করবেন? জানুন বিস্তারিত।
নিয়োগ সংস্থা :- ইনস্টিটিউট অব ব্যাঙ্কিং পার্সোনেল সিলেকশন (আই বি পি এস)
পদের নাম :- অফিসার এবং অফিসার অ্যাসিস্ট্যান্ট পদে মূলত নিয়োগ করা হবে।
শূন্য পদের সংখ্যা :- মোট শূন্য পদ রয়েছে ১৩,২১৭ টি। ক্যাটেগরি ভিত্তিক শূন্যপদের সংখ্যা ভিন্ন রয়েছে। যে গ্রামীণ ব্যাঙ্কগুলিতে স্থানীয় ভাষা হিসাবে বাংলা ভাষা স্বীকৃত, সেগুলির জন্য নির্ধারিত রয়েছে ৬৯৬টি শূন্যপদ। এই ক্যাটাগরি অনুযায়ী পদের বিন্যাস দিয়ে দেওয়া হলো।
অফিস অ্যাসিস্ট্যান্ট :-
পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংকের অফিস অ্যাসিস্ট্যান্ট পদের জন্য মোট শূন্যপদ রয়েছে ১৪৪টি। এদের মধ্যে সাধারণ ৫৮, তফসিলি জাতি ২২, তফসিলি উপজাতি ১১, ও বি সি ৩৯, আর্থিক ভাবে অনগ্রসর ১৪। এর মধ্যে ৬টি দৈহিক প্রতিবন্ধী, ১৪টি প্রাক্তন সমরকর্মী এবং ৭টি প্রাক্তন সমরকর্মীদের উপর নির্ভরশীল প্রার্থীদের জন্য সংরক্ষিত রয়েছে।
অসম গ্রামীণ বিকাশ ব্যাংকের অফিস এসিস্ট্যান্ট পদের জন্য মোট শূন্যপদ ১৬৭টি রয়েছে। এদের মধ্যে সাধারণ ৬৯, তফসিলি জাতি ২৫, তফসিলি উপজাতি ১২, ও বি সি ৪৫, আর্থিক ভাবে অনগ্রসর। এর মধ্যে ৬টি দৈহিক প্রতিবন্ধী, ১৬টি প্রাক্তন সমরকর্মী এবং ৭টি শূন্যপদ প্রাক্তন সমরকর্মীদের উপর নির্ভরশীল প্রার্থীদের জন্য সংরক্ষিত রয়েছে।
ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্ক এর অফিস এসিস্ট্যান্ট পদে মোট শূন্যপদ রয়েছে ৫০টি। এদের মধ্যে সাধারণ ২২, তফসিলি জাতি ৮, ও বি সি ১৫, আর্থিক ভাবে অনগ্রসর ৫। এর মধ্যে ২টি শূন্যপদ দৈহিক প্রতিবন্ধী, ৫টি প্রাক্তন সমরকর্মী এবং ২টি প্রাক্তন সমরকর্মীদের উপর নির্ভরশীল প্রার্থীদের জন্য সংরক্ষিত রয়েছে।
অফিসার স্কেল I :-
পশ্চিমবঙ্গের গ্রামীণ ব্যাংকের অফিসার স্কেল-ওয়ান পদের জন্য মোট শূন্যপদ রয়েছে ৫০টি। এদের মধ্যে সাধারণ ২০, তফসিলি জাতি ৮, তফসিলি উপজাতি ৩, ও বি সি ১৪, আর্থিক ভাবে অনগ্রসর ৫। এর মধ্যে ২টি দৈহিক প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত রয়েছে ।
অসম গ্রামীণ বিকাশ ব্যাংকে মোট শূন্যপদ ১৮৫টি। এদের মধ্যে সাধারণ ৭৮, তফসিলি জাতি ২৭, তফসিলি উপজাতি ১৩,ও বি সি ৪৯, আর্থিক ভাবে অনগ্রসর ১৮। এর মধ্যে ৭টি দৈহিক প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত রয়েছে।
ত্রিপুরা গ্রামীণ ব্যাংকে মোট শূন্যপদ ৩২টি। এদের মধ্যে সাধারণ ১৫, তফসিলি জাতি ৪, তফসিলি উপজাতি ২, ও বি সি ৮, আর্থিক ভাবে অনগ্রসর ৩। এর মধ্যে ১টি শূন্যপদ দৈহিক প্রতিবন্ধীর জন্য সংরক্ষিত রয়েছে।
অফিসার স্কেল-II :- (জেনারেল ব্যাঙ্কিং অফিসার-ম্যানেজার):
পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংকের মোট শূন্যপদ ৫৪টি। এদের মধ্যে সাধারণ ২২, তফসিলি জাতি ৮, তফসিলি উপজাতি ৪, ও বি সি ১৫, আর্থিক ভাবে অনগ্রসর। এর মধ্যে ২টি দৈহিক প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত রয়েছে।
অফিসার স্কেল-III (সিনিয়র ম্যানেজার):
পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংকের মোট শূন্যপদ ১৪টি। এদের মধ্যে সাধারণ ৬, তফসিলি জাতি ২, তফসিলি উপজাতি ১, ও বি সি ৪, আর্থিক ভাবে অনগ্রসর ১। এর মধ্যে ১টি শূন্যপদ দৈহিক প্রতিবন্ধীর জন্য সংরক্ষিত রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা: পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা ভিন্ন রয়েছে। অফিস অ্যাসিস্ট্যান্ট পদের জন্য আবেদন করতে হলে আবেদনকারী প্রার্থীকে যে-কোনও শাখায় গ্র্যাজুয়েট হতে হবে। এছাড়াও কম্পিউটারে জ্ঞান থাকা আবশ্যক।
অফিসার স্কেল-ওয়ান (অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার) পদের জন্য যে-কোনও শাখায় গ্রাজুয়েট হতে হবে। এছাড়া কম্পিউটার জ্ঞান থাকতে হবে।
অফিসার স্কেল-টু (জেনারেল ব্যাঙ্কিং অফিসার-ম্যানেজার) পদের জন্য আবেদনকারী প্রার্থীকে ৫০ শতাংশ নম্বর-সহ যে-কোনও শাখায় গ্র্যাজুয়েট হতে হবে। এছাড়াও কম্পিউটার সম্পর্কে সম্য জ্ঞান থাকা দরকার। এছাড়াও ব্যাঙ্ক বা কোন আর্থিক প্রতিষ্ঠানের দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
অফিসার স্কেল-গ্রি (সিনিয়র ম্যানেজার) পদের জন্য আবেদনকারী প্রার্থীকে ৫০ শতাংশ নম্বর নিয়ে যেকোনো সালের গ্রাজুয়েট হতে হবে। কম্পিউটারে জ্ঞান থাকা আবশ্যক। ব্যাংক বা কোন আর্থিক প্রতিষ্ঠানে পাঁচ বছরের কাজে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
বয়স সীমা:- অফিস অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করতে হলে আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ২৮ বছরের মধ্যে।
অফিসার স্কেল-ওয়ান পদের জন্য আবেদন করতে হলে আবেদনকারীর বয়স হতে হবে১৮ থেকে ৩০ বছরের মধ্যে।
অফিসার স্কেল-টু পদের জন্য আবেদনকারীর বয়স হতে হবে ২১ থেকে ৩২ বছরের মধ্যে।
অফিসার স্কেল থ্রি পদের জন্য আবেদন করতে হলে আবেদনকারীর বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে।
সরকারি নিয়ম অনুযায়ী তফসিলিরা ৫ বছর, ও বি সিরা ৩ বছর, দৈহিক প্রতিবন্ধীরা ১০ বছর বয়সের ছাড় পাবেন। এছাড়াও বিধবা, ডিভোর্সি এবং আইনত স্বামীবিচ্ছিন্ন মহিলারা পুনর্বার বিবাহ না করে থাকলে শুধুমাত্র অফিস অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে ৭ বছর এবং প্রাক্তন সমরকর্মীরা নিয়মানুযায়ী বয়সের ছাড় পাবেন।
নিয়োগ প্রক্রিয়া :- অনলাইন পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচিত করা হবে। অফিস অ্যাসিস্ট্যান্ট ও অফিসার স্কেল-ওয়ান পদের ক্ষেত্রে দু’পর্যায়ে পরীক্ষা নেওয়া হবে। অফিসার স্কেল-টু ও থ্রি-র ক্ষেত্রে একটি ধাপে পরীক্ষা হবে। অ্যাসিস্ট্যান্ট ও অফিসার স্কেল-ওয়ান পদের প্রিলিমিনারি পরীক্ষা নভেম্বর-ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হবে এবং মেন বা সিঙ্গল পরীক্ষা হবে ডিসেম্বর থেকে পরের বছরের ফেব্রুয়ারি মাসের মধ্যে। এই পরীক্ষায় সফল হলেই ভারতের বিভিন্ন গ্রামীণ ব্যাংক গুলিতে অফিসার পদে নিয়োগ করা হবে।
প্রশ্নের ধরন এবং নম্বর বিন্যাস :- অ্যাসিস্ট্যান্ট (মাল্টিপারপাস) ও অফিসার স্কেল-ওয়ান পদের জন্য পরীক্ষা দেওয়া হবে ৪০ নম্বরের রিজনিং ও ৪০ নম্বরের নিউমেরিক্যাল এবিলিটি। পরীক্ষার সময়সীমা দেওয়া হবে ৪৫ মিনিট।
মেন পরীক্ষায় অফিস অ্যাসিস্ট্যান্ট (মাল্টিপারপাস) ও অফিসার স্কেল-ওয়ান পদের জন্য পরীক্ষায় থাকবে ৫০ নম্বরের রিজনিং, ২০ নম্বরের কম্পিউটার নলেজ, ৪০ নম্বরের জেনারেল এওয়ারনেস, ৪০ নম্বরের ইংলিশ বা হিন্দি ল্যাঙ্গুয়েজ, ৫০ নম্বরের নিউমেরিক্যাল এবিলিটি বিষয়ক প্রশ্ন।
অফিসার স্কেল-টু (জেনারেল ব্যাঙ্কিং অফিসার) এবং অফিসার স্কেল- থ্রি (সিনিয়র ম্যানেজার) পদের পরীক্ষায় দেওয়া হবে ৫০ নম্বরের রিজনিং, ৫০ নম্বরের কোয়ান্টিটেটিভ অ্যান্টিটিউড অ্যান্ড ডেটা ইন্টারপ্রিটেশন, ৪০ নম্বরের ফিনান্সিয়াল অ্যাওয়্যারনেস, ৪০ নম্বরের ইংলিশ বা হিন্দি ল্যাঙ্গুয়েজ এবং ২০ নম্বরের কম্পিউটার নলেজ বিষয়ে প্রশ্ন। সময় দেওয়া হবে ২ ঘণ্টা।
প্রশ্ন হবে অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের। ভুল উত্তর এ নেগেটিভ মার্কিং থাকবে। নেগেটিভ মার্কিং হিসেবে ০.২৫ নম্বর কেটে নেওয়া হবে।
পশ্চিমবঙ্গে প্রিলিমিনারি পরীক্ষাকেন্দ্র পড়তে পারে বৃহত্তর কলকাতা, শিলিগুড়ি, হাওড়া, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, হুগলি ও কল্যাণীতে এবং মেন পরীক্ষার কেন্দ্র হিসেবে বৃহত্তর কলকাতা, আসানসোল ও শিলিগুড়ি নির্বাচিত করা হয়েছে।
আবেদন প্রক্রিয়া :- আবেদন করতে অনলাইন মাধ্যমে। আবেদন করার জন্য www.ibps.in ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। আবেদনকারী প্রার্থীর একটি বৈধ ইমেইল আইডি থাকা বাধ্যতামূলক। ব্যাংকের অফিস অ্যাসিস্ট্যান্ট এবং অফিসার পদের জন্য আলাদা আলাদা আবেদন পত্র পূরণ করতে হবে। আবেদনপত্র সঠিকভাবে পূরণ করার পরে ডকুমেন্ট আপলোড করে পরীক্ষা ফি জমা দিতে হবে। একজন প্রার্থীর যে কোন একটি পদের জন্য আবেদন করতে পারবেন। আবেদন করার শেষ তারিখ ২১ সেপ্টেম্বর।
যে সমস্ত চাকরিপ্রার্থীরা ব্যাংকিং সেক্টরে অফিসার এবং অ্যাসিস্ট্যান্ট পদে পরীক্ষা দিতে ইচ্ছুক তারা নির্দিষ্ট দিনের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন উপরের বর্ণিত পদ্ধতি অনুসরণ করে।