বর্তমান সময়ে দাঁড়িয়ে প্রত্যেকটি মানুষের কাছে ডিজিটাল মার্কেটিং একটি অন্যতম প্রধান মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। ঘরে বসে অনলাইন পেমেন্ট করে বাড়ির দোরগোড়ায় ডেলিভারি পেয়ে যাওয়ার এই সুবন্দোব্যস্ত এক কথায় অসাধারণ। এতে যেমন সময় বাঁচে, অন্যদিকে জীবন যাত্রার ধরন অনেকটাই সহজ হয়ে গিয়েছে। ইউপিআই লেনদেনের জন্য বিভিন্ন রকম ডিজিটাল প্লাটফর্ম রয়েছে। ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (UPI) লেনদেনের সবথেকে জনপ্রিয় যে দুটো প্লাটফর্ম রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য হলো Phone pay এবং Google pay।
জামা কাপড় কেনা থেকে শুরু করে ঘরের নিত্য প্রয়োজনীয় জিনিস এমনকি ওষুধ আমরা খুব সহজেই বাড়িতে বসেই অনলাইন পেমেন্ট-এর মাধ্যমে কিনে নিতে পারি। এমনকি শুধুমাত্র কোন দ্রব্যই নয়, ইলেকট্রিক বিল কিংবা গ্যাসের বিল পেমেন্ট করা, ফোন রিচার্জের ক্ষেত্রেও আমরা ডিজিটাল মাধ্যমকেই বেছে নিই। এর ফলে টাকা লেনদেন অনেকটাই সহজ হয়ে গিয়েছে।
আমরা কি কখনো ভেবে দেখেছি, ডিজিটাল মাধ্যমে এই লেনদেনের ফলে আমরা তো উপকৃত হচ্ছি। কিন্তু যে প্ল্যাটফর্ম গুলো ব্যবহার করে আমরা এই লেনদেন করছি, সেই প্ল্যাটফর্ম গুলোর এতে কি সুবিধা থাকছে?
আরোও পড়ুন:- প্রধানমন্ত্রী আবাস যোজনা ২.০ প্রকল্প, বাড়ি তৈরির জন্য সরকারি সহায়তা।
আমরা প্রত্যেকে জানি, যে কোন প্ল্যাটফর্ম হোক না কেন তারা নিজেদের কোন লাভ ছাড়া জনসাধারণের জন্য বৃহত্তর সুবিধা কখনই করে না। আমরা যখন ফোন পে কিংবা গুগল পে ব্যবহার করে টাকা লেনদেন করছি, তার ফলে আমরা যে সংস্থা বা কোম্পানিকে টাকা পাঠাচ্ছি, সেই কোম্পানির থেকেই এই ফোনপে কিংবা গুগল পে মতন ইউপিআই অ্যাপগুলো একটা মিনিমাম টাকা কমিশন পেয়ে থাকে।
এটা কি করে সম্ভব হয়?
আমরা যখন google pay বা ফোন পে ব্যবহার করে শপিং করছি কিংবা ফোন রিচার্জ করছি, তখন যে কোম্পানির ফোন রিচার্জ করছি বা যে সংস্থা থেকে শপিং করছি, তাদের সাথে এই গুগল পে বা ফোন পে’র মতন অ্যাপগুলোর একটা কানেকশন থাকে।
এই google pay বা phone pay ঠিক কিভাবে তাদের ব্যবসা চালাচ্ছে, কিভাবে রাম লাভ রাখছে? এই সংক্রান্ত তথ্য আরো বিস্তারিতভাবে জানতে হলে সম্পূর্ণ প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়ুন।
রিচার্জ এবং যে কোনো বিল পেমেন্টের ক্ষেত্রে :- আমরা যখন ফোন পে কিংবা গুগল পে ব্যবহার করে যে কোন কোম্পানির রিচার্জ করছি, বিদ্যুৎ গ্যাস বিল পেমেন্ট করছি, তখন এই সংস্থাগুলির কাছ থেকে এই ডিজিটাল অ্যাপগুলো একটা নির্দিষ্ট পরিমাণ কমিশন পাচ্ছে, আর এই কমিশনের মাধ্যম এই ডিজিটাল প্লাটফর্ম গুলোর সব থেকে বড় আয়ের উৎস।
দিনে দিনে তাদের আয় আরো বৃদ্ধি পাচ্ছে, তার কারণ বর্তমানে প্রত্যেকটি ব্যক্তি নির্দিষ্ট সংস্থায় গিয়ে বিল পেমেন্ট করার থেকে যাতায়াতের কষ্ট কমাবার জন্য এবং সময় বাঁচাবার জন্য অনলাইন লেনদেনকে বেছে নিচ্ছেন আর এর ফলে লাভবান হচ্ছে এই অনলাইন অ্যাপ গুলো।
সুইচ প্ল্যাটফর্ম এর মাধ্যমে :- ফোন পে কিংবা গুগল পে এই ডিজিটাল অ্যাপগুলোর মধ্যে একটি সুইচ করা বিভাগ রয়েছে যেখানে আমরা বিভিন্ন ব্র্যান্ডকে একসাথে পেতে পারি। আমরা এই ফোন পে বা google pay এর মধ্যেই এই সমস্ত ব্র্যান্ড- যেমন Montrya, ডায়মন্ডস, ওলা এগুলো ব্যবহার করলে এই সমস্ত ব্র্যান্ড গুলোর থেকে সরাসরি এই ডিজিটাল অ্যাপ গুলো একটা কমিশন পেয়ে থাকে। এইভাবেও এই ডিজিটাল অ্যাপগুলো আয় করে থাকে।
ডিজিটাল গোল্ড ক্রয় বিক্রয়ের মাধ্যমে :- এমন অনেক ইউপিআই অ্যাপ রয়েছে যেগুলোর মধ্যে আমরা ডিজিটাল গোল্ড ক্রয় বিক্রয় সুবিধা পেয়ে থাকে। এইরকম ডিজিটাল অ্যাপ থেকে যদি কোন ব্যক্তি ডিজিটাল গোল্ড ক্রয় বিক্রয় করে, তাহলে সেই কোম্পানির তরফ থেকে একটা কমিশন পেয়ে থাকে এই অ্যাপ। এইভাবেও তারা একটা আয় করে।
আর্থিক পরিষেবা প্রদান :- এমন অনেক ডিজিটাল অ্যাপ রয়েছে যারা বিভিন্ন ব্যক্তিকে মিউচুয়াল ফান্ড বা বিমা করার জন্য উৎসাহিত করেন এছাড়াও ঋণ প্রদানের মতন সুবিধা দিয়ে থাকেন। কোন ব্যক্তি যদি এই বিষয়গুলো থেকে সুবিধা নিয়ে থাকেন তাহলে সেই নির্দিষ্ট কোম্পানির তরফ থেকে এই ডিজিটাল অ্যাপগুলো একটা কমিশন পেয়ে থাকে।
এইরকম বিভিন্ন পরিষেবা প্রদান করে কিংবা বিভিন্ন কোম্পানির সাথে যুক্ত হয়ে ইউপিআই প্ল্যাটফর্ম গুলো তাদের আয়ের উৎসকে বিভিন্নভাবে বাড়িয়ে তুলছে, যার মাধ্যমে তাদের আয় ক্রমবর্ধানভাবে বৃদ্ধি পাচ্ছে।
ভবিষ্যতে তাদের চিন্তা ভাবনা আরও সুদূরপ্রসারী হতে চলেছে, কারণ তারা তাদের অ্যাপের মধ্যে আরও নিত্যনতুন পরিষেবা যুক্ত করার চিন্তা-ভাবনা করছেন, যার মাধ্যমে ভবিষ্যতে তাদের আয়ের উৎস আরো সর্বাধিকভাবে বৃদ্ধি পাবে।
আমরা যেরকম ইউপিআই লেনদেনের মাধ্যমে অনেকটাই আমাদের জীবনযাত্রাকে সহজ করতে পেরেছি, সময়ও বাঁচাতে পেরেছি, ঠিক অনুরূপভাবে এই ইউপিআই এর বিভিন্ন অ্যাপগুলো তাদের আয়ের উৎসকে বাড়িয়ে তুলতে পারছে এবং এই অ্যাপগুলোর জন্যই আমরাও এই অ্যাপগুলো থেকেও সমানভাবে সমান সুযোগ সুবিধা ভোগ করছি।