সরকারি কোন কাজে, সরকারি প্রকল্পে এছাড়া স্কলারশিপ আবেদনের জন্য ও অন্যান্য আর্থিক পরিষেবা গ্রহণ করার ক্ষেত্রে বিডিও ইনকাম সার্টিফিকেট একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি হিসেবে বিবেচিত হয়। বর্তমানে সরকারি বিভিন্ন পরিষেবার কাজ অনলাইন মারফত হয়ে থাকে। আপনি এই বিডিও ইনকাম সার্টিফিকেট অনলাইন মাধ্যমে আবেদন করতে পারবেন। এতদিন পর্যন্ত গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে ইনকাম সার্টিফিকেট আদায় করতে হতো। ডিজিটাল মাধ্যম সকল কাজ হয়ে যাওয়ায় এখন আপনি বাড়িতে বসে মোবাইল ফোন ব্যবহার করে খুব সহজেই কয়েক মিনিটের মধ্যে বিডিও ইনকাম সার্টিফিকেট এর জন্য আবেদন করতে পারবেন।
এই কাজটি করার জন্য আপনার কাছে একটি ভালো অ্যান্ড্রয়েড মোবাইল বা কম্পিউটার থাকতে হবে। ভালো ইন্টারনেট সংযোগ রাখতে হবে। রাজ্য সরকারের নির্দিষ্ট পোর্টালের মাধ্যমে আপনি এই কাজটি সহজেই করতে পারবেন।
আবেদন প্রক্রিয়া:- বিডিও ইনকাম সার্টিফিকেট অনলাইনে আবেদনের জন্য বেশ কয়েকটি ধাপ রয়েছে। এই ধাপ গুলি হল রেজিস্ট্রেশন, লগইন এবং আবেদন। নিচে প্রতিটি ধাপ সম্পর্কে আলোচনা করা হলো।
রেজিস্ট্রেশন:-
১) রেজিস্ট্রেশন করার জন্য প্রথমেই ফোন বা কম্পিউটারের ক্রোম ব্রাউজার থেকে edistrict পোর্টালটি ওপেন করতে হবে।
২) এরপর স্ক্রিনের ডানদিকে থাকা LOGIN/ SIGN UP অপশনে ক্লিক করতে হবে।
৩) নেক্সট LOGIN বক্সের নিচে থাকা Register অপশনে ক্লিক করুন।
৪) এইবার আপনার নিজের নাম, ইমেইল আইডি, মোবাইল নম্বর, জন্ম তারিখ এবং একটি ইউজার নেম দিয়ে রেজিস্টার করে নিন।
৫) রেজিস্ট্রেশন করার পরেই লগইন আইডি এবং পাসওয়ার্ড পেয়ে যাবেন। আবেদনকারী চাইলে পাসওয়ার্ডটি নিজের সুবিধামত পরিবর্তন করে নিয়ে পারবেন।
আরোও পড়ুন:- আপনি কি শাড়ির ব্যবসা করতে ইচ্ছুক? ব্যবসার জন্য পাইকারি শাড়ি কোথা থেকে পাবেন? জেনে নিন বিস্তারিত।
লগইন ও আবেদন:-
১) রেজিস্ট্রেশনের সময় তৈরী করা ইউজার নেম অথবা ইমেল আইডি ইনপুট করুন।
২) এরপর ক্যাপচা কোড লিখে লগইন অপশনে ক্লিক করলে রেজিস্টার মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে। ৩) পেজের নির্দিষ্ঠ জায়গায় ওটিপি এন্ট্রি করলেই আবেদনকারীর ড্যাশবোর্ড ওপেন হবে।
৪) এইবার হোমপেজ থেকে ইনকাম সার্টিফিকেট এপ্লাই অপশনটি সিলেক্ট করলে আবেদন করার পেজটি খুলে যাবে।
৫) এই পেজে আবেদনকারীকে নিজের নাম, বাবার নাম, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, সহ অন্যান্য প্রয়োজনীয় তথ্যগুলি ইনপুট করতে হবে। এরপর উল্লেখিত ডকুমেন্ট আপলোড করে সাবমিট অপশনে ক্লিক করলে আবেদন করা হয়ে যাবে।
আবেদনের জন্য প্রয়োজনীয় নথি:-
১) আবেদনকারীর নিজস্ব আধার কার্ড।
২) আবেদনকারীর সাম্প্রতিক রঙিন ছবি।
৩) পঞ্চায়েত অফিসের ইনকাম সার্টিফিকেট। পঞ্চায়েত অফিসের জারি করা ইনকাম সার্টিফিকেটে পঞ্চায়েত প্রধানের স্বাক্ষর, পঞ্চায়েত সচিবের স্বাক্ষর, এবং সার্টিফিকেটের ওপর আবেদনকারীর ছবি থাকতে হবে।
বিডিও ইনকাম সার্টিফিকেট কিভাবে পাবেন:-
আবেদন সাবমিট হওয়ার পর অনলাইনে সেই আবেদন ভেরিফিকেশন করা হবে। এই কাজটি করে থাকেন সংশ্লিষ্ট এলাকার বিডিও অফিসার। আবেদন ভেরিফিকেশন করার পর ডিজিটাল সিগনেচার সহ বিডিও ইনকাম সার্টিফিকেট আবেদনকারীর ড্যাশবোর্ডে আপলোড করে দেওয়া হয়ে থাকে। সাধারণত এই প্রক্রিয়া সম্পন্ন হতে ৭ দিনের মতন সময় লাগে। আবেদনকারীর ড্যাশবোর্ডে আপলোড হওয়ার পরে আবেদনকারী ড্যাশবোর্ড থেকে এই সার্টিফিকেট ডাউনলোড অপশন এ ক্লিক করে ডাউনলোড করে নিতে পারেন। এরপর প্রিন্ট অপশনে ক্লিক করে এর একটি কপিও করে নিতে পারেন। সার্টিফিকেট যদি খুঁজে না পান তাহলে আবেদন করার সময় যে অ্যাপ্লিকেশন নম্বর পেয়েছিলেন, সেটা ইনপুট করে সার্চ করলেই বিডিও ইনকাম সার্টিফিকেট বেরিয়ে আসবে।
তাহলে আর দেরি কেন? এবার থেকে বাড়িতে বসেই মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে কয়েক মিনিটের মধ্যেই খুব সহজ পদ্ধতিতে বিডিও ইনকাম সার্টিফিকেটের জন্য আবেদন করে ফেলুন।