আধার কার্ড এমন একটি গুরুত্বপূর্ণ নথি, যেটি বিভিন্ন অফিসিয়াল কাজে অত্যন্ত প্রয়োজনীয়। ব্যাংকিং ক্ষেত্রে, এডমিশনের ক্ষেত্রে, বার্থ সার্টিফিকেট তৈরিতে, বিভিন্ন সরকারি প্রকল্পে, চাকরির আবেদনে, রেশন, সিম কার্ড নেওয়া, পাসপোর্ট তৈরিতে এছাড়া নানাবিধ কাজে আধার কার্ডের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
আমরা যে আধার কার্ড দেখতে পাই, সেটি সাধারণত অনেকটা বড় আকৃতির হয়ে থাকে। বড় আকৃতির আধার কার্ড হওয়ার জন্য এটি বহনে যেমন অনেকটাই অসুবিধা জনক হয়, তেমনি অনেক সময় এদের ছিঁড়ে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়া সম্ভাবনা থাকে। এইজন্য UDAI তরফ থেকে আধার কার্ডের নতুন ভার্সন চালু করা হয়েছে, যেটি পিভিসি আধার কার্ড নামে পরিচিত।
আমরা যেমন এটিএম কার্ড কিংবা প্যান কার্ড বা ভোটার আইডি কার্ড ছোট আকৃতির দেখে থাকি, যেটা আমাদের ওয়ালেটে বা পকেটে খুব সুন্দর করে নেওয়া সম্ভবপর হয়। অনুরূপ একই রকম দেখতে, UDAI তরফ থেকে আধার কার্ড তৈরি করা হচ্ছে। আপনি যদি এখনো পর্যন্ত PVC আধার কার্ডের জন্য আবেদন না করে থাকেন তাহলে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন তাহলে জানতে পারবেন পিভিসি আধার কার্ডের কি কি সুবিধা রয়েছে। এই আধার কার্ড বানানোর জন্য কিভাবে আবেদন করতে হবে, কত দিনের মধ্যে আপনি এই আধার কার্ড পেয়ে যাবেন এই সকল তথ্য থাকছে এই প্রতিবেদনে।
PVC আধার কার্ডের সুবিধা গুলো কি কি:-
১) পিভিসি আধার কার্ড আকৃতিতে ছোট হওয়ায় এটি ওয়ালেটে বা পকেটে খুব অল্প জায়গাতেই রেখে দেওয়া যায়।
২) ছোট আকৃতির হওয়ায় এটি বহনের সুবিধা হয়েছে।
৩) এটি অনেকটা টেকসই হয় এটিএম বা প্যান কার্ডের মত। পিভিসি প্লাস্টিক দিয়ে তৈরি করার জন্য ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা কম।
৪) UIDAI-এর তরফ থেকেই অফিশিয়ালি প্রিন্ট হিসাবে সরবরাহ করা হয়ে থাকে। তাতে আধার নম্বর, কিউআর কোড, ছবি, নাম, জন্মতারিখ, লিঙ্গসহ সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য উল্লেখ থাকে।
অনেকের মনে প্রশ্ন আসতে পারে, আধার কার্ড তো আপনাদের প্রত্যেকের রয়েছে, তাহলে কেন আবার পিভিসি আধার কার্ডের প্রয়োজন রয়েছে?
পি ভি সি আধার কার্ডের এই কারণে প্রয়োজন রয়েছে কারণ এতদিন পর্যন্ত যে আধার কার্ড দেওয়া হতো, সেটা প্রচন্ড নরম, পাতলা, কম টেকসই। এইজন্য জল পড়লে কিংবা পুরোনো হলে সেটা ছিড়ে যাওয়ার বা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। এছাড়া অনেক পুরনো হয়ে গেলে আধার কার্ডের মধ্যে থাকা তথ্যগুলো আবছা হয়ে যেত। এইজন্যই বর্তমানে যে টেকসই পিভিসি আধার কার্ড আনা হয়েছে সেটা প্রত্যেকের বানিয়ে নেওয়া খুবই প্রয়োজন।
পিভিসি আধার কার্ড তৈরির খরচ কত :- পিভিসি আধার কার্ড বানানোর জন্য UDAI পক্ষ থেকে 50 টাকা ধার্য করা হয়। ৫০ টাকা দেওয়ার পর ইন্ডিয়া পোস্টের মাধ্যমে আপনার বাড়ির ঠিকানায় পিভিসি আধার কার্ড পৌঁছে যাবে। পিভিসি আধার কার্ড আবেদনের পর প্রস্তুত হতে সময় লাগে ৫ থেকে ৭ দিন এবং ১০ থেকে ১৫ দিনের মধ্যেই আপনার বাড়ির ঠিকানায় এই কার্ড পৌঁছে যাবে।
পিভিসি আধার কার্ড আবেদনের প্রক্রিয়া :-
অনলাইন মাধ্যমে আপনি পিভিসি আধার কার্ড আবেদন করতে পারবেন।
১) এর জন্য সর্বপ্রথম আপনাকে UIDAI-এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইটটি হল https://myaadhaar.uidai.gov.in।
২) এরপর ‘Order Aadhaar PVC Card’ অপশনে ক্লিক করতে হবে।
৩) সেখানে আপনার ১২-সংখ্যার Aadhaar নম্বর বা VID দিতে হবে।
৪) এরপর ক্যাপচা কোড পূরণ করে ‘Send OTP’-তে ক্লিক করতে হবে।
৫) এরপর রেজিস্টার্ড মোবাইল নম্বরে আসা OTP দিয়ে লগইন করতে হবে।
আপনি যদি এখনো পর্যন্ত PVC আধার কার্ড এর জন্য আবেদন না করে থাকেন তাহলে খুব শীঘ্রই আপনার মোবাইল থেকেও অতি সহজেই PVC আধার কার্ডের জন্য আবেদন করতে পারেন। অত্যন্ত মজবুত, টেকসই, ল্যামিনেটেড, জল-প্রতিরোধী এবং দেখতে প্রফেশনাল আধার কার্ড পেতে হলে পিভিসি আধার কার্ডের জন্য আবেদন করে ফেলুন।