ভারতীয় রেল ২০২৫ সালে শিক্ষিত বেকার যুবক-যুবতীদের জন্য বিরাট কর্মসংস্থানের সুযোগ নিয়ে আসছে। ভারতীয় রেলের কর্মী নিয়োগ সংস্থা RRB এই বছর আরও ৫০ হাজার শূন্যপদে কর্মী নিয়োগের লক্ষ্যমাত্রা রেখেছে।
দীর্ঘদিন ভারতীয় রেলে কর্মী নিয়োগ বন্ধ ছিল। ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে রেলের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। তারপর দীর্ঘ ৫ বছর বাদে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে রেলের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। সেই বিজ্ঞপ্তির অনুযায়ী বিভিন্ন পদের নিয়োগের পরীক্ষা এখনও চলছে। ইতিমধ্যেই, ৯০০০ এর বেশি কর্মীদের নতুন নিয়োগপত্র প্রদান করা হয়েছে। আগামী কয়েক মাসের মধ্যেই NTPC ও গ্রুপ-ডি পদের নিয়োগ প্রক্রিয়া সমাপ্ত করা হবে।
রেলের কর্মী অভাব, একাধিক রেল দুর্ঘটনা ও নিয়োগ বন্ধ একাধিক সমস্যা নিয়ে সরকারকে বিভিন্ন সময় সমালোচনা ও কটাক্ষ করেছে বিরোধীরা। এমনকি, শিক্ষিত বেকার যুব সমাজও রেলের নিয়োগ শুরু করার জন্য প্রতিবাদ জানিয়েছে। তারপরই নড়েচড়ে বসেছে ভারতীয় রেল মন্ত্রক। রেল দপ্তরের তরফে RRB-কে সমস্ত শূন্যপদে নিয়োগ প্রক্রিয়া ক্রমে শুরু করার নির্দেশ দিয়েছে। RBB সূত্রে খবর, প্রায় ৫০ হাজার শূন্যপদে নিয়োগের তোড়জোড় শুরু করা হয়েছে।
আরো ও পড়ুন:- পুজোর আগেই টোটো চালকদের জন্য নতুন নিয়ম। শুধুমাত্র মুখ্যমন্ত্রীর অনুমোদনের অপেক্ষা।
ইতিমধ্যেই, টেকনিশিয়ান পদে নিয়োগের আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে।ALP পদেও নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হবে।RPF পদেও বিপুল শূন্যপদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। NTPC ও গ্রুপ ডি পদে চলতি নিয়োগ প্রক্রিয়া শেষ হলেই নতুন করে আবার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে।
RRB সূত্রে খবর, প্রতিটি নিয়োগ প্রক্রিয়া যাতে স্বচ্ছ ও সঠিক উপায়ে সুসম্পূর্ন করা যায়, তার সব রকম ব্যবস্থা করা হবে। অনলাইনে CBT (কম্পিউটার বেসড টেস্ট)-এর মাধ্যমে পরীক্ষার আয়োজিত হবে। পরীক্ষা সেন্টার গুলিতে স্বচ্ছতা বোঝায় রাখার সব রকম ব্যবস্থা করা হবে। প্রতিটি সেন্টারে CCTV ক্যামেরা ও RPF পুলিশ থাকবে। পরীক্ষার্থীদের স্বার্থ বোঝায় রেখে সেন্টারে পানীয় জল, আলো, পাখা ও AC সুব্যবস্থা থাকবে। প্রতিটি পরীক্ষা উন্নত ল্যাবে অনুষ্ঠিত হবে। এমনকি, ফর্ম ফিলাপের সময় সংরক্ষিত শ্রেণী, মহিলা ও বিশেষ ভাবে সক্ষম শ্রেণীর জন্য পরীক্ষা ফিস ছাড়ের ব্যবস্থাও থাকছে। তার সাথে, তাদের পরীক্ষার জন্য বিনামূল্যে ট্রেন যাত্রার সুব্যবস্থা করবে ভারতীয় রেল।
ভারতীয় রেলে এই বিপুল কর্মী নিয়োগের প্রতিশ্রুতি পেয়ে চাকরিপ্রার্থীদের মুখে আনন্দের হাসি। চাকরি প্রার্থীরা নতুন উদ্যমে আবার প্রস্তুতি শুরু করেছে। তবে, চাকরি প্রার্থীদের অনুরোধ বাইরের রাজ্যে পরীক্ষার সেন্টারের বদলে রেল যদি প্রার্থীদের নিজের রাজ্যে পরীক্ষা সেন্টারের ব্যবস্থা করে তাহলে উপকৃত হয় হাজার হাজার আর্থিক ভাবে পিছিয়ে পড়া পরীক্ষার্থীরা।
দেখা যাক, ভারতীয় রেল বিভিন্ন পদে পর পর নিয়োগ বিজ্ঞপ্তি কবে প্রকাশিত করে।