আপনি যদি আপনার চেনা জানা কোন বন্ধুর সাথে কিংবা আত্মীয়র সাথে কোন বড় অংকের নগদ লেনদেন করেন, সেক্ষেত্রে আয়কর বিভাগের তরফ থেকে বেশ কিছু কঠোর নিয়মবিধি হয়েছে যেগুলি অমান্য করলে আপনার জরিমানা পর্যন্ত হতে পারে। ঋণ নেওয়ার ক্ষেত্রে হোক কিংবা ঋণ শোধ করার ক্ষেত্রে আয়কর বিভাগের কিছু নির্দিষ্ট সীমা রয়েছে যেগুলি আপনাকে মেনে চলতে হবে। এই সীমা অতিক্রম করলে আপনার ঋণ নেওয়া বা শোধ করার পুরো অর্থই জরিমানা হতে পারে। আয়কর আইনের ২৬৯এসএস ধারা অনুসারে, আপনি যদি নগদ ২০ হাজার টাকা পরপর তিনবার ক্যাশ পেমেন্ট করেন, তাহলে আপনার উপর পেনাল্টি চার্জ করা হবে। অর্থাৎ আয়কর আইন অনুযায়ী ২০ হাজার টাকার বেশি নগদ অর্থ লেনদেন করা চলবে না। অন্যদিকে, ২৭১ডিএ ধারা অনুযায়ী, ১০০ শতাংশ জরিমানা ধার্য করা হবে। অর্থাৎ ২২ হাজার টাকার লেনদেন হলে আপনাকে ২২ হাজার টাকাই জরিমানা দিতে হবে।
আপনি যদি একটিই লেনদেনে কোনও ব্যক্তির কাছ থেকে ২ লক্ষ টাকা বা এর বেশি অঙ্কের টাকা নগদ ধার নেন, সে ক্ষেত্র আয়কর আইনের ২৬৯এসটি ধারার অধীনে ১০০ শতাংশ জরিমানা ধার্য করা হবে।
এছাড়াও আপনি যদি কোনও দাতব্য প্রতিষ্ঠান বা মন্দিরে ২০০০ টাকার বেশি নগদ অর্থ দান করেন, সেক্ষেত্রে আপনি আয়কর আইনের ৮০জি-র অধীনে কোনও কর ছাড় পাবেন না। এমনকী স্বাস্থ্যবিমার প্রিমিয়াম নগদে পেমেন্ট করলেও আয়কর আইনের ৮০জি-র অধীনে কোনও কর ছাড় পাবেন না।
আরোও পড়ুন:- মেয়াদ শেষে দুর্দান্ত রিটার্ন পাওয়ার সুযোগ, পোস্ট অফিসের এই স্কিমে বিনিয়োগ করুন!
ভারতীয়দের মধ্যে কেনাকাটা থেকে শুরু করে ধার শোধ করার ক্ষেত্রে ইউপিআই অ্যাপ এবং নগদ অর্থ লেনদেনে বেশি ভরসা করেন। কিন্তু আপনি হয়তো জানেন না আপনি আপনার ঋণ শোধ করতে যদি সম্পূর্ণ অর্থ নগদ দিয়ে থাকেন, সেক্ষেত্রেও আয়কর আইনের আওতায় আপনার জরিমানা হতে পারে। কখনোই একদিনে বা একই সময়ে ২০ হাজার টাকার বেশি লেনদেন করবেন না।
এইজন্য ২০ হাজার টাকার বেশি লেনদেন করতে হলে, অবশ্যই অ্যাকাউন্ট চেক, অ্যাকাউন্ট ড্রাফট, অথবা অনুমোদিত ইলেকট্রনিক মাধ্যমে (যেমন NEFT, RTGS, UPI ইত্যাদি) এগুলো ব্যবহার করুন।
আয়কর বিভাগের এই আইন গুলি সব সময় মেনে নগদ লেনদেন করা উচিত, নইলে আপনি যে পরিমাণ নগদ অর্থ গ্রহণ করবেন তার সমপরিমাণ অর্থ পেনাল্টি চার্জ কাটা হবে। প্রায় প্রত্যেক মানুষই জরুরি পরিস্থিতিতে নিকটতম আত্মীয় বা বন্ধুর কাছ থেকে নগদ অর্থ ঋণ হিসেবে নিয়ে থাকেন। জরুরী পরিস্থিতিতে এই সমস্ত বিষয় নিয়ে চিন্তাভাবনা না করেই তারা নগদ অর্থ নিয়ে থাকেন বা দিয়ে থাকেন। কিন্তু আপনার এই সমস্ত একটু অসতর্কতার কারণে আপনার অনেক বড় বিপদ হয়ে যেতে পারে। তাই প্রত্যেক ব্যক্তির আয়কর আইন অনুযায়ী একই সময়ে কিংবা একই দিনে ২০ হাজার টাকার বেশি নগদ লেনদেন না করাই বাঞ্ছনীয়।