Chat on WhatsApp

টাকা খাটিয়ে টাকা বাড়ান, আপনার জানা না থাকলে জেনে নিন সহজ পদ্ধতি!

আপনি যত টাকা ইনকাম করুণা কেন তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হল সেই টাকার মধ্যে আপনি কত টাকা ধরে রাখতে পেরেছেন। আবার এমনও মানুষ দেখা যায় যারা মাসে মাসে লাখ লাখ টাকা ইনকাম করছে কিন্তু মাসের শেষে হাতে কিছুই থাকছে না আবার কিছু মানুষ আছে অল্প টাকা ইনকাম করেও সংসার চালিয়ে মাসের শেষেই কিছু টাকা জমাচ্ছে। এখন প্রশ্ন একটাই এরা কিভাবে নিজেকে এতটা শক্তিশালী করে তোলে? সঠিক উত্তর হলো কিছু মানুষ আছে টাকার পিছনে দৌড়ায় আর টাকা কামাই আর কিছু মানুষ এই টাকা কে সুরক্ষিত করেই সঠিক জায়গায় ইনভেস্ট করে।তাই আপনি যদি সারা জীবন টাকা জমিয়ে যান সেটা একদিন শেষ হবেই কিন্তু আপনি যদি টাকা খাটিয়ে টাকা উপার্জন করতে পারেন তাহলে আর চিন্তা নেই।

টাকা খাটিয়ে টাকা বাড়ানোর ৫টি বাস্তব উপায়ঃ-

একটা গুরুত্বপূর্ণ কথা হলো আপনি যত টাকা ইনকাম করেন তার মধ্যে কত টাকা খরচ করেন বা খাটান____

প্রথম উপায় হলোঃ- স্টক মার্কেটে বিনিয়োগ করা, স্টক মার্কেট এমন একটি মাধ্যম হল যেখানে আপনি টাকা ইনভেস্ট করে বড় বড় কোম্পানির শেয়ারের মালিক হতে পারেন। যেমন আপনি যদি ভালো কোম্পানীর শেয়ার কিনে কয়েক বছর রেখে দিতে পারেন এবং কোম্পানির যদি লাভ করে তাহলে আপনি ও লাভবান হবেন। এখানে যেটা মনে রাখতে হবে আপনি হুট করে শেয়ার কেনা যাবে না কোম্পানির ফান্ডামেন্টাল ইতিহাস ও ভবিষ্যতের কথা বুঝেই ইনভেস্ট করতে হবে। দীর্ঘ মেয়াদি আপনাকে ধৈর্য ধরতে হবে। 

আরো ও পড়ুন:- আগষ্ট মাসে একটানা ১২ দিন ছুটি থাকবে রাজ্যের বিদ্যালয়গুলি। এখনই তা দেখে নিন? 

দ্বিতীয় উপায় হলঃ- মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ, সবাই স্টক মার্কেট বোঝেনা এবং সময়ও দিতে পারেনা তখন মিউচুয়াল ফান্ড একটি নিরাপদ ও সহজ মাধ্যম। এখানে একদল অভিজ্ঞ ফান্ড ম্যানেজার আপনার হয়ে বিভিন্ন শেয়ারে ইনভেস্ট করেন। আপনি যদি ৫০০টাকা এস আই পি প্লান করেন তাহলে সেটা ১৫ থেকে ২০ বছর পর কয়েক লাখ এ পরিণত হতে পারে। এতে ঝুকি কম থাকে নিয়মিত ছোট অঙ্কের বিনিয়োগ এ বড়ো রিটার্ন।

তৃতীয় উপায় হলঃ- একটি বাড়ি বা জমি কিনে যদি আপনি ভাড়া দেন তাহলে আপনি নিয়মিত এক ধরনের ইনকাম পেতে পারেন। যেটাকে বলা হয় প্যাসিভ ইনকাম মানে আপনি কাজ না করেই ইনকাম করতে পারছেন। যেমন আপনি একটা শহরে ফ্লার্ট কিনে সেটাকে প্রতিমাসে 8000 টাকা থেকে 15000 টাকা করে ভাড়া দেনতাহলে প্রতিমাসে আপনি নিশ্চিত  টাকা পাচ্ছেন। এর পাশাপাশি ভবিষ্যতে ফ্ল্যাটের দামও বৃদ্ধি পাবে। 

চতুর্থ উপায় হলঃ- ছোট ব্যবসায়ী বিনিয়োগ,সবাই নিজের ব্যবসা করতে পারে না কিন্তু আপনি যদি পরিচিত বিশ্বাসযোগ্য মানুষের সঙ্গে কিছু মূলধন দেন বা পার্টনার হন তাহলে সেই ব্যবসা থেকে আপনি লাভের অংশ পেতে পারেন। যেমন আপনার এক বন্ধু একটি কাপড়ের ব্যবসা শুরু করেছে সেখানে আপনি কুড়ি হাজার টাকা দিলেনআর সে আপনাকে প্রতি মাসেই লাভ এর ২০% দিল এটাই হলো লাভ ভিত্তিক বিনিয়োগ।

পঞ্চম উপায় হল :-আপনি যদি নিজের স্কিলে খরচ করেন যেমন কম্পিউটার শেখা গ্রাফিক ডিজাইন ভিডিও এডিটিং বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং তাহলে আপনি সেই স্কিল দিয়ে আয় করতে পারেন।যেমন আজ আপনি ৩০০০ টাকা দিয়ে গ্রাফিক ডিজাইন এর কোর্স করলেন।এক মাস পর আপনি এক ক্লায়েন্ট এর কাছ থেকে একটি লোগো ডিজাইন করে১৫০০ টাকা আয় করলেন এভাবে দুই থেকে তিনটে ক্লায়েন্ট পেলে আপনার ইনভেস্টের টাকাও উঠে আসলো এবং ইনকাম হল। 

ব্যাংকে টাকা না রেখে কোথায় টাকা রাখবেন? 

ব্যাংকে টাকা রাখলে টাকা বাড়বে না তবে টাকার মূল্য কমিয়ে দেয়। টাকা রাখুন এই পাঁচ জায়গায় এমার্জেন্সি ফান্ড যেমন সোনা কিনে রাখুন। সোনা, কখনো তার মূল্য হারায় না। প্রয়োজনে তা বিক্রি করে নগদে রূপান্তরিত করা যায়। 

Leave a Comment