স্লিপার যুক্ত বন্দে ভারত পাচ্ছে বিহার, ভোটের আগেই বিশেষ উপহার দিচ্ছে কেন্দ্র।  

ভারতের বিভিন্ন প্রান্তে ছুটে চলেছে সেমি স্পিড সুপার এক্সপ্রেস ট্রেন। এইবার দেশের প্রথম স্লিপার কোচ যুক্ত হতে চলেছে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনে। কোন রাজ্যে প্রথম ছুটবে স্লিপার ক্লাস যুক্ত বন্দে ভারত এক্সপ্রেস?

চলতি মাসের শেষের দিকেই বিহার পাচ্ছে দেশের প্রথম স্লিপার যুক্ত বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন। জানা যাচ্ছে, বিহারের নির্বাচন ঘোষণার সাথে সাথে এই ট্রেন চালু হয়ে যাবে। মোদি সরকারের তরফ থেকে বিহারের জন্য পুজোর মধ্যেই নতুন উপহার নিয়ে হাজির হচ্ছে এই বন্দে ভারত ট্রেন। একদম পাটনা থেকে দিল্লী পর্যন্ত যাত্রা করবে এই ট্রেন। ইতিমধ্যে ট্রেলার রান হয়ে গিয়েছে। কোচের ছবিও সামনে এসেছে ট্রেনের। জানা যাচ্ছে, ট্রেনটি সীতামারি ও দ্বারভাঙ্গা স্টেশন দুটিতে স্টপেজ দেবে। 

সব থেকে দ্রুতগতি সম্পন্ন অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি বন্দে ভারত ট্রেনের জন্য মানুষের উৎসাহের শেষ নেই। ভারতে যখন প্রথম এই ট্রেন চালু হয়েছিল তখন থেকে এই ট্রেনকে একবার ছুঁয়ে দেখার জন্য এবং ট্রেনের সফর করার জন্য মানুষের উৎসাহ ছিল দেখার মত। তবে এতদিন পর্যন্ত বন্দে ভারত ট্রেনে কোন স্লিপার কোচ ছিল না। ফলের দূরপাল্লায় যাত্রীদের সমস্যা হয়ে যেত। যদিও শোনা গিয়েছিল স্লিপার ক্লাস যুক্ত হতে চলেছে বন্দে ভারতে। যদিও এখনো পর্যন্ত রেলের তরফে কোন আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি এই ব্যাপারে, তবে সূত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে, চলতি মাসের শেষের দিকে বিহারের নির্বাচন ঘোষণার সাথেই পাটনা থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দেবে স্লিপার যুক্ত বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন। 

আরোও খবর পড়ুন:- গ্রেড টু এক্সিকিউটিভ পদের জন্য IB ACIO স্লিপ ইন্টিমেশন স্লিপ প্রকাশিত হয়েছে, দেখে নিন ডাউনলোড পদ্ধতি!

বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের কথা বলতে গেলে প্রথমেই বলতে হয় এর দুরন্ত গতি সম্পর্কে। ১৬০ কিমি প্রতিঘণ্টায় গতিতে ছুটতে সক্ষম এই ট্রেন। অনেক কম সময়ে অনেক দূর পর্যন্ত যাওয়ার ফলে অনেক অল্প সময়ে সঠিক গন্তব্যে পৌঁছে যেতে পারছে যাত্রীরা। এক্সপ্রেস ট্রেনের উভয় প্রান্তেই রয়েছে ড্রাইভার কেবিন। এর ফলে বারবার ইঞ্জিন বদলের প্রয়োজন পড়বে না। প্রতিটি কোচেই নিরাপত্তা সুরক্ষিত করার জন্য সিসিটিভি ক্যামেরা যুক্ত করা রয়েছে। যাত্রীদের স্বাচ্ছন্দের জন্য বসার সিটগুলিও উন্নত মানের করা হয়েছে। ট্রেনের হাই স্পিডের সঙ্গে অ্যাডভান্সড সেফটি সিস্টেম যোগ করার ফলে রাতে যাত্রীরা শুয়ে শুয়ে ট্রেনে সফর করার সুবিধা পাবেন। আরও নতুন প্রযুক্তি যুক্ত করা হয়েছে এই ট্রেনে। বন্দে ভারত স্লিপার ট্রেনে থাকছে কবচ অ্যান্টি কলিশনসেন্সর সিস্টেম, এছাড়াও প্রতিটি কোচে বেসড দরজা লাগানো থাকবে, সাথে থাকবে আধুনিক বায়ো-ডাইজেস্টার টয়লেট। অর্থাৎ যাত্রীদের সুরক্ষা এবং স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে সব ধরনের উন্নত প্রযুক্তি যুক্ত করা হয়েছে স্লিপার যুক্ত বন্দে ভারত ট্রেনটিতে। 

উল্লেখ্য, অক্টোবর মাসেই বিহারে বিধানসভার নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে যেতে পারে। কারণ নভেম্বর মাসেই বিহারে রয়েছে বিধানসভা নির্বাচন। শুধু তাই নয়, অক্টোবর এবং নভেম্বরের সময় রয়েছে দীপাবলি ও ছট পুজো। এই সময় কর্মসূত্রে যে সমস্ত ব্যক্তিরা বিহারের বাইরে থাকেন তারাও পুজোর ছুটি কাটাতে বাড়ি ফিরবেন। বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনে স্লিপার কোচ যুক্ত হওয়ার ফলে যাত্রীদের ট্রেন সফর অনেকটাই সুবিধাজনক হয়ে যাবে।

Join Group Join Group