ভারতীয় রেলওয়ে আইআরসিটিসি অনলাইন টেন বুকিং আনা হলো নতুন নিয়ম, কোন পদ্ধতিতে রিজার্ভেশন করলে আপনি সিট বুকিং করতে পারবেন

প্রত্যেকটি ব্যক্তি অবসর সময়ে কিংবা একঘেয়েমি কাজের থেকে একটু বিরতি পেতে ঘুরতে যেতে পছন্দ করেন। ঘুরতে যাওয়ার জন্য কেউ হয়তো পাহাড় কেউ হয়তো সমুদ্রকে বেছে নেন। সবথেকে সহজ ও নিরাপদ যাত্রাপথ হল রেলপথ, এর জন্যই প্রত্যেকটি ব্যক্তি ট্রেন সফরকে নির্বাচন করেন। বর্তমানে ঘুরতে যাওয়ার জন্য ট্রেনের টিকিট বুকিং অনলাইনে বেশি করা হয়ে থাকে। অনলাইন টিকিট বুকিং এতটাই বেড়ে গিয়েছে, যে আপনি অনেক সময় নির্দিষ্ট সময়ের মধ্যে বুকিং না করলে ট্রেনের পর্যাপ্ত আসন আপনার জন্য বরাদ্দ থাকে না। ট্রেনের বুকিং করার জন্য বিভিন্ন রকম নিয়ম-কানুন রয়েছে। তবে ভারতীয় রেল আইআরসিটিসি রেল বুকিং এর জন্য নতুন আরো কিছু নিয়ম চালু করল, যা ১লা অক্টোবর ২০২৫ থেকে কার্যকরী হতে চলেছে। এই নতুন নিয়ম অনুসরণ না করলে আপনি কিছুতেই রেল টিকিট বুকিং করতে পারবেন না। তাহলে জেনে নেওয়া যাক নতুন নিয়ম সম্পর্কে :- 

রেলে দু’রকমভাবে টিকিট বুকিং করা যায়, একটি সাধারন ভাবে অন্যটি তৎকাল। এতদিন পর্যন্ত তৎকালীন টিকিট বুকিং করতে হলে আইআরসিটিসির অ্যাপের সাথে আপনার আধার কার্ড ভেরিফাই করে রাখতে হত, তবেই আপনি টিকিট বুকিং করতে পারতেন। এখন থেকে এই নিয়মটি সাধারণ টিকিট বুকিং এর সময়ও কার্যকরী করা হলো। 

নতুন নিয়ম অনুযায়ী রেলের তরফে জানানো হয়েছে, যাত্রীরা যখন সাধারণ রিজার্ভেশন টিকিট বুক করবেন তখন যেকোনো ট্রেনের বুকিং উইন্ডো খোলার পর থেকে মাত্র ১৫ মিনিটের মধ্যে টিকিট বুকিং করে ফেলতে হবে। তবে এটা শুধুমাত্র করতে পারবে তারাই যাদের আধার কার্ড আইআরসিটিসির একাউন্টের সাথে সংযুক্ত রয়েছে। 

আরোও পড়ুন:- লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়িয়ে দ্বিগুণ করা হলো, মহিলাদের জন্য রয়েছে দুর্দান্ত খবর  

 ধরে নেওয়া যাক, আপনি ১০ নভেম্বর দিল্লি থেকে বারানসীগামী শিব গঙ্গা এক্সপ্রেসে টিকিট বুক করতে চান। তাহলে বুকিং উইন্ডোটি ৯ সেপ্টেম্বর রাত ১২:২০ মিনিট থেকে খোলা থাকবে রাত ১২:৩৫ পর্যন্ত। এই সময়ের মধ্যে কেবলমাত্র আধার-যাচাইকৃত আইআরসিটিসি অ্যাকাউন্টধারীরা ট্রেনের টিকিট বুকিং করতে পারবেন। যে সমস্ত ব্যক্তির আধার যাচাইকৃত আইআরসিটিসি অ্যাকাউন্ট নেই তারা এই সুযোগ পাবেন না। 

কেন এই নতুন নিয়ম আনা হলো:- ভারতীয় রেলের আইআরসিটিসি ট্রেনের টিকিট বুকিং এর নতুন নিয়ম আনার প্রধান লক্ষ্য হলো টিকিট বুকিং এর সময় স্বচ্ছতা এবং দালাল ব্যতীত টিকিট বুকিং এর প্রবণতা বাড়ানো। প্রকৃত যাত্রীরা যাতে টিকিট বুকিং করতে পারেন তার জন্যই এই ব্যবস্থা। প্রায় দেখা যেত, অনেক এজেন্ট বা দালাল একসাথে অনেকগুলো টিকিট বুকিং করে নিতেন, পরে এই টিকিটগুলো চড়া দামে বিক্রি করা হতো। এর ফলে প্রকৃত যাত্রীরা টিকিট বুকিং থেকে বাদ পড়তেন। নতুন নিয়ম চালু হওয়ার ফলে, প্রত্যেকটি বুকিং একজন প্রকৃত যাত্রীর একাউন্টের সাথে যুক্ত থাকবে যার ফলে এই সব ধরনের অসাধু কার্যকলাপ বন্ধ হবে। 

বিশেষ করে দুর্গাপুজো দীপাবলী, ছট ও অন্যান্য উৎসব অনুষ্ঠানে রেলের টিকিটের চাহিদা বৃদ্ধি পায়। এই চাহিদা বৃদ্ধি পাওয়ার সময় বিভিন্ন এজেন্ট ও দালালরা একসঙ্গে অনেকগুলো টিকিট কেটে নিয়ে সেগুলোর মাধ্যমে ভালোই ব্যবসা করে থাকে। এই নতুন নিয়ম চালু হওয়ার ফলে এই সমস্ত অপরাধ প্রবণতা অনেকটাই কমবে।

এই নতুন নিয়ম কার্যকরী হবে শুধুমাত্র অনলাইন টিকিট বুকিং এর ক্ষেত্রে। এ সমস্ত ব্যক্তি অফলাইনে টিকিট বুকিং করেন তাদের জন্য এমন কোন বাধ্যবাধকতা নেই। যদি আপনি অনলাইন টিকিট বুকিং করে থাকেন, তাহলে পহেলা অক্টোবরের আগেই IRCTC অ্যাকাউন্টের সাথে নিজের আধার কার্ড লিঙ্ক করিয়ে নিবেন। এটি না করালে টিকিট বুকিং উইন্ডো খোলার ১৫ মিনিটের মধ্যে আপনি টিকিট বুকিং করতে পারবেন না। 

ভারতীয় রেলের এই নতুন নিয়ম আগামীতে রেল টিকিট বুকিং এর স্বচ্ছতা আনবে, অপরাধ প্রবণতা কমবে, দালাল বা এজেন্ট ব্যতীত আপনি নিজেই স্বচ্ছতার সাথে টিকিট বুকিং করতে পারবেন, যার ফলে প্রকৃত যাত্রীরা রেল টিকিট বুকিং করতে সচেষ্ট হবেন।

Join Group Join Group