আপনি কি এটা নির্দিষ্ট পরিমাণ টাকা বিনিয়োগ করে সারা বছর ধরে আয়ের সুযোগ পেতে চাইছেন, তাহলে এলআইসি হতে পারে সেই বিশ্বস্ত প্রতিষ্ঠান, যেখানে আপনি ৫ বছর একটি নির্দিষ্ট প্রিমিয়াম জমা রাখলে সারা বছর ধরে আয়ের সুযোগ পেয়ে যাবেন। বিস্তারিত তথ্য জানার জন্য সম্পূর্ণ প্রতিবেদনটিতে চোখ রাখুন।
LIC লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া বা জীবন বীমা নিগম বহু বছর ধরেই বিশ্বস্ত ও ভরসাযোগ্য আর্থিক প্রতিষ্ঠান রূপে অভিহিত হয়ে আসছে। বিভিন্ন ব্যাংক পোস্ট অফিস থেকে শুরু করে এলআইসিও বিভিন্ন নতুন ধরনের স্কিম নিয়ে এসেছে সাধারণ মানুষের জন্য। প্রত্যেকটি ব্যক্তি খোঁজে কোন প্রতিষ্ঠানে অল্প পরিমাণ টাকা বিনিয়োগ করে গ্যারান্টি যুক্ত বেশি লাভ সমেত রিটার্ন পাওয়া যাবে। এইরকম সুযোগ দিচ্ছে এলআইসি, যেখানে আপনি ৫ বছর নির্দিষ্ট পরিমাণ রাখলে লাইফ টাইম আয় এর সুযোগ পাবেন। আজকে এই এলআইসির অসাধারণ পলিসি সম্পর্কে আপনাদেরকে জানাতে চলেছি।
ভারতীয় জীবন বিমা কর্পোরেশন (LIC) ‘জীবন উৎসব’ নামে একটি নতুন পলিসি চালু করেছে। এই পলিসিতে কি কি নতুন সুযোগ দেওয়া হচ্ছে জেনে নেওয়া যাক
এই পলিসির সুবিধা:- জীবন উৎসব পলিসি হল একটি স্বতন্ত্র বিমা পলিসি, যেখানে পলিসি হোল্ডারকে কোনরকম শেয়ার বাজারের ঝুঁকি নিতে হয় না। সম্পূর্ণ ঝুঁকি ছাড়াই আপনি নিশ্চিত রিটার্ন পেতে পারবেন। এই পলিসিতে ইনবিল্ট সেভিংস এর সুবিধা হয়েছে যার মাধ্যমে আপনি বিনিয়োগের উপর নিরাপত্তা এবং নিশ্চয়তা পাবেন।
আরোও পড়ুন:- রাজ্যে ১৯৪১ স্পেশাল এডুকেটর নিয়োগ, জানুন আবেদন পদ্ধতি সহ অন্যান্য তথ্য
কাদের জন্য এই পলিসি:- এই পলিসিটি শিশু থেকে শুরু করে বয়স্ক ব্যক্তিদের জন্যই চালু করা হয়েছে। জন্মের ৯০ দিন থেকে শুরু করে ৬৫ বছর বয়স পর্যন্ত ব্যক্তিদের জন্য এই পলিসি চালু করা হয়েছে।
মেয়াদের পরিমাণ:- এই পলিসিতে আপনি পাঁচ বছর থেকে ১৬ বছর পর্যন্ত আপনার প্রয়োজন অনুসারে প্রিমিয়াম পরিশোধের মেয়াদ নির্বাচন করতে পারবেন। এই পলিসিতে সর্বনিম্ন বিনিয়োগ পরিমান রয়েছে ৫ লক্ষ টাকা।
কীভাবে আপনি লাইফ টাইম আয়ের সুবিধা পাবেন:-
আপনি যদি এই পলিসিতে পাঁচ বছরের প্রিমিয়াম মেয়াদে ৫ লক্ষ টাকা বিনিয়োগ করেন, তাহলে আপনার বার্ষিক প্রিমিয়াম হবে পাঁচ বছরের জন্য ১.১৬ লক্ষ্য টাকা। এরপরে পাঁচ বছর অপেক্ষার পিরিয়ড থাকে। কারণ পলিসি থেকে যে সুযোগ সুবিধা গুলি পাওয়া যাবে সেগুলো ১০ বছর পর থেকে শুরু হয়। অর্থাৎ আপনাকে প্রথম ৫ বছর প্রিমিয়াম দিতে হবে, এবং পরবর্তী পাঁচ বছর অপেক্ষা করতে হবে।
১১ তম বছর থেকে আপনি বিমাকৃত অর্থের ১০% – অর্থাৎ প্রতি বছর ৫০,০০০ টাকা বার্ষিক আয়ের সুযোগ পাবেন। অর্থাৎ আপনার সারা জীবন আপনি পেনশন হিসাবে একটি মোটা টাকা পাওয়ার সুযোগ পাবেন।
অন্যদিকে, আপনি যদি বার্ষিক পেমেন্ট না তুলে LIC-তে পুনরায় জমা দেন, তাহলে এই বার্ষিক প্রেমেন্ট বার্ষিক ৫.৫% হারে চক্রবৃদ্ধি সুদ দেবে। এর ফলে আপনার বিনিয়োগ করা অর্থের পরিমাণ আরো বৃদ্ধি পাবে। এক্ষেত্রে যদি পলিসি হোল্ডারের কোন কারণে মৃত্যু হয় তাহলে তার বীমা কি তো অর্থ এবং অন্যান্য সুযোগ-সুবিধা নমিনি কারীর হয়ে যাবে।
আপনি যদি একটি নিশ্চিত রিটার্ন পেতে চান সারা লাইফ জুড়ে, এবং বিনিয়োগের অধিক লাভ করতে চান এ ছাড়া বৃদ্ধ বয়সে পেনশনের মতন আয়ের সুযোগ এসব কিছুই এলআইসির জীবন উৎসব পলিসিতে বিদ্যমান। তাই আপনি যদি এই পলিসিতে আগ্রহী থাকেন তাহলে আপনার নিকটবর্তী এলআইসি অফিসে এসে বা এলআইসি এজেন্টের সাথে কথা বলে এই পলিসি সংক্রান্ত বিষয়ে আরো বিস্তারিত জেনে বিনিয়োগ করুন।