রিচার্জ না করালেও চালু থাকবে সিম, TRAI তরফে জিও, ভোডাফোন এয়ারটেলের জন্য কতদিন ফ্রি রিচার্জ করে সিম কার্ড চালু থাকতে চলেছে।

মোবাইল ফোন ছাড়া এক মুহূর্ত চলা সম্ভব নয়। মোবাইল ফোন শুধুমাত্র কথাবার্তা আদান-প্রদানের জন্যই নয় এটি বিনোদনেরও একটি প্রধান মাধ্যম হয়ে উঠেছে বর্তমানে। তবে যেভাবে রিচার্জের দাম বাড়ছে তার ফলে অনেক মধ্যবিত্ত পরিবারের পক্ষে মোবাইল ব্যবহার করা যেন অনেকটাই দুষ্কর হয়ে উঠেছে। কিছু বছর আগেও খুব অল্প টাকা দিয়ে রিচার্জ করুন লাইফ টাইম ভ্যালিডিটি পাওয়া যেত। কিন্তু বর্তমানে ১৯৯ টাকা রিচার্জ করলেও মাত্র কিছুদিন সেই রিচার্জের ভ্যালিডিটি থাকে। ভেলিডিটি শেষ হয়ে যাওয়া মাত্রই আপনার ফোনটি সম্পূর্ণ অকেজ হয়ে যায়। কিন্তু মধ্যবিত্ত পরিবারের পক্ষে প্রত্যেক মাসে এত টাকা দিয়ে রিচার্জ করা অনেকটাই কষ্টদায়ক। এইবার এই বিষয়ে কড়া পদক্ষেপ নিলেন কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকার জানিয়েছেন, রিচার্জ না করলেও চালু রাখা যাবে সিম। কিন্তু বিষয়টি কি? জানুন বিস্তারিত এই প্রতিবেদনের মাধ্যমে।

TRAI তরফে শুধুমাত্র ভয়েস কলিং চালু রাখার জন্য এবং ভ্যালিডিটি চালিয়ে রাখার জন্য ন্যূনতম রিচার্জ প্ল্যান এনেছে, তবে মুদ্রাস্ফীতি সাথে পাল্লা দিয়ে প্রতিনিয়ত সেই দাম বেড়ে চলেছে। বর্তমানে রিচার্জ প্ল্যানে লাইফটাইম ভালিডিটি একদম উঠে গিয়েছে। সিম চালু রাখতে হলে আপনাকে রিচার্জ করতেই হবে, তবে যে ব্যক্তিদের খুব বেশি কথা বলার প্রয়োজন হয় না তাদের জন্য মাত্র ২০ টাকা রিচার্জ করেও আপনি সিম চালু রাখতে পারবেন। জেনে নিন সে নিয়ম সম্পর্কে বিস্তারিত :-

আরোও পড়ুন:- IBPS RRB নিয়োগ 2025 : ৩৯০৭টি শূন্যপদে PO, Clerk পদে নিয়োগ, ২১শে সেপ্টেম্বর এর মধ্যেই আবেদন শেষ করুন এই পদ্ধতিতে!

TRAI রুলস অনুযায়ী, আর যদি কোন প্রিপেইড সিমে ৯০ দিন ধরে রিচার্জ না করে থাকেন তাহলে আপনার সিম নিষ্ক্রিয় হয়ে যাবে। অর্থাৎ আপনি যদি আপনার ফোনের মাধ্যমে কোনরকম আউটগোয়িং কল, মেসেজ এবং ডাটা ব্যবহার না করে ফেলে রাখেন ৯০ দিন ধরে তাহলে আপনার সিম কার্ডটি নিষ্ক্রিয় করে দেওয়া হবে। যদিও কিছু রিচার্জে ৯০ দিনের মধ্যে ইনকামিং ফেসিলিটি গুলো এপ্রুভ থাকে তবে ৯০ দিন পরে সেটাও সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। এই নিয়ম জিও, এয়ারটেল, ভোডাফোন সমস্ত কোম্পানির জন্যই একই। এইরকম নিষ্ক্রিয় করে দেওয়ার কারণ হলো যাতে আপনি রিচার্জ এর জন্য উৎসাহ হয়ে ওঠেন।

মাত্র ২০ টাকা রিচার্জ করে কিভাবে সিম সক্রিয় রাখবেন

আপনার ফোনটি যদি আপনি ৯০ দিন ধরে রিচার্জ না করেন তাহলে এই মোবাইল কোম্পানিগুলো আপনার ব্যাংক একাউন্ট থেকে সক্রিয়ভাবে ২০ টাকা কেটে নেয়। এই ২০ টাকার বিনিময়ে আপনাকে আরো ৩০ দিন সিম কার্ড সক্রিয় রাখার ব্যবস্থা করে দেয়। এই প্রক্রিয়াটি চালু থাকে এতক্ষণ আপনার একাউন্টে ২০ টাকা নিচে না নামে ততদিন পর্যন্ত। এই জন্য আপনি ১৯৯ টাকা রিচার্জ না করেও সারা জীবন আপনার সিম সক্রিয় রাখতে পারবেন। আপনি যদি আপনার সিম সক্রিয় রাখতে ইচ্ছুক থাকেন, তাহলে ২০ টাকা রিচার্জ করেও এটি করতে পারেন। তবে এটি করতে হবে আপনার রিচার্জ ভ্যালিডিটি শেষ হওয়ার ১৫ দিনের মধ্যে। যদি অনেক সময় ধরে আপনার রিচার্জ বন্ধ থাকে তাহলে আপনার সিম বন্ধ হয়ে যাবে। অন্যদিকে ১৫ দিনের মধ্যে করলে আপনার ইনকামিং ফেসিলিটি গুলো চালু থাকবে।

এই নিয়মটি চালু হওয়ার জন্য সবথেকে উপকৃত হবেন যে সমস্ত ব্যক্তিদের প্রত্যেকদিনই ফোন করার জন্য খুব বেশি প্রয়োজন হয় না। তাদের জন্য দরকারের সময় ফোনে কথা বলার জন্য এবং তার জন্য সিম কার্ড সচল রাখার জন্য মাত্র ২০ টাকা দিয়ে রিচার্জ করে আজীবন সিম কার্ড সক্রিয় রাখতে পারবেন। এই নিয়ম চালু হওয়ার ফলে মধ্যবিত্ত পরিবারগুলো এবং যাদের মোবাইল বেশি প্রয়োজন হয় না সে সমস্ত ব্যক্তিদের খুবই উপকার হয়েছে।

Join Group Join Group