পশ্চিম-মধ্য রেলে ২৮৬৫ অ্যাপ্রেন্টিসশিপ পদে নিয়োগ, জানুন আবেদন সংক্রান্ত তথ্য?

ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ে বা পশ্চিম মধ্য রেল একাধিক শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যে সমস্ত চাকরিপ্রার্থীরা রেলওয়ের বিভিন্ন পদে চাকরি করার জন্য অপেক্ষা করে আছেন, তাদের জন্য এটি সুবর্ণ সুযোগ। বর্তমানে সরকারি চাকরির পরীক্ষা আগের তুলনায় অনেক কম হয়। এর পরও রয়েছে বিভিন্ন সময় দুর্নীতি ও বিভিন্ন অভিযোগ, এর জন্য অনেক সময় পরীক্ষা হয়েও বাতিল হয়ে যায়। বর্তমানে শিক্ষিত বেকার যুবক যুবতীর সংখ্যা অনেকটাই হয়ে দাঁড়িয়েছে। প্রচুর যুবক-যুবতী একটি ভালো চাকরির জন্য অপেক্ষা করে থাকে। ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ে, পশ্চিম মধ্যে রেলের অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করতে চলেছে। আপনিও যদি এই চাকরির পরীক্ষায় বসার জন্য আগ্রহী থাকেন তাহলে এই প্রতিবেদনটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। চাকরি সংক্রান্ত বিভিন্ন তথ্য যেমন শুন্য পদের সংখ্যা, কোন পদে কতজন নেওয়া হবে, আবেদনের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, বয়স সীমা কি রয়েছে, এছাড়া বেতন স্কেল, আবেদনের নিয়ম এবং নিয়োগ সংক্রান্ত তথ্য জানাবো আজকের এই প্রতিবেদনে। সম্পূর্ণ প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ুন। 

নিয়োগ সংস্থ:- ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ে

পদের নাম:- অ্যাপ্রেন্টিসেস পদের জন্য নিয়োগ করা হবে। 

শূন্যপদের সংখ্যা:- মোট শূন্যপদ রয়েছে ২৮৬৫ জন। বিভিন্ন জেলা থেকে আবেদন করার সুযোগ পাবেন চাকরিপ্রার্থীরা। মহিলা ও পুরুষ উভয়ই আবেদনযোগ্য। আবেদনকারী চাকরিপ্রার্থীদের এই চাকরির পরীক্ষায় উত্তীর্ণ হলে সকলকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দেওয়া হবে। ট্রেনিং চলবে জব্বলপুর, ভোপাল, কোটা এছাড়া বিভিন্ন ডিভিশন এবং ওয়ার্কশপে। 

অ্যাপ্রেন্টিস এর বিভিন্ন বিভাগে কর্মী নিয়োগ করা হবে।  এই বিভাগগুলি হল: ফাউন্ড্রিম্যান, কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট, ইলেক্ট্রিশিয়ান, ইলেক্ট্রনিক্স মেকানিক, ফিটার, মেশিনিস্ট, মেকানিক, প্লাম্বার, টার্নার, ওয়েল্ডার ওয়্যারম্যান।

বিভিন্ন ডিভিশনে আলাদা করে কর্মীদের নিয়োগ করা হবে। কোন ডিভিশনে কতজন কর্মী নিয়োগ করা হবে তার বিন্যাস দিয়ে দেওয়া হলো:- জবলপুর ডিভিশনের জন্য ১১৩৬ জন অ্যাপ্রেন্টিস নেওয়া হবে। এরমধ্যে সাধারণ ক্যাটাগরি থেকে ৪৫৭, তফসিলি জাতি ১৭২, তফসিলি উপজাতি ৮৫, ও বি সি ক্যাটাগরি ৩০৭, আর্থিক ভাবে অনগ্রসর ১১৫ জনকে নেওয়া হবে। 

আরো ও খবর পড়ুন:- বিশ্বের মধ্যে অর্থনীতিতে ভারত দ্বিতীয় হতে চলেছে, কি বলছে রিপোর্ট

 ভোপাল ডিভিশনের জন্য মোট ৫৫৮ জন নেওয়া হবে। এরমধ্যে সাধারণ ২২৬, তফসিলি জাতি ৮৩, তফসিলি উপজাতি ৪২, ও বি সি ১৫১, আর্থিক ভাবে অনগ্রসর ৫৬ জন নেওয়া হবে।  

কোটা ডিভিশনের জন্য মোট ৮৬৫ জন নেওয়া হবে। এর মধ্যে সাধারণ ৩৪৬, তফসিলি জাতি ১৩১, তফসিলি উপজাতি ৬৬, ও বি সি ২৩৪, আর্থিক ভাবে অনগ্রসর ৮৮ জন নেওয়া হবে। 

ভোপালের রিহ্যাবিলিটেশন ওয়ার্কশপের জন্য মোট ১৩৬ জন নেওয়া হবে। এরমধ্যে সাধারণ ৫৪, তফসিলি জাতি ২০, তফসিলি উপজাতি ১০, ও বি সি ৩৮, আর্থিক ভাবে অনগ্রসর ১৪ জন নেওয়া হবে। 

কোটা ওয়ার্কশপের জন্য মোট ১৫১ জন নেওয়া হবে। এদের মধ্যে সাধারণ ৫৯, তফসিলি জাতি ২৪, তফসিলি উপজাতি ১১, ও বি সি ৪৩, আর্থিক ভাবে অনগ্রসর ১৪ জন নেওয়া হবে।

হেডকোয়ার্টার্স/জবলপুরে মোট ১৯ জন নেওয়া হবে। এদের মধ্যে সাধারণ ৮, তফসিলি জাতি ৩, তফসিলি উপজাতি ১, ও বি মধ্যে ১টি করে আসন দৈহিক প্রতিবন্ধী কোচ সি ৫, আর্থিক ভাবে অনগ্রসর ২ জন নেওয়া হবে। 

শিক্ষাগত যোগ্যতা:- অ্যাপ্রেন্টিসের বিভিন্ন পদে আবেদনের জন্য আবেদনকারীকে অবশ্যই মাধ্যমিকের ৫০ শতাংশ নম্বর নিয়ে পাস করতে হবে। এছাড়া সংশ্লিষ্ট ট্রেডে এনসিভিটি বা এসসিভিটি স্বীকৃত ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট থাকতে হবে।

বয়স সীমা:- আবেদনকারীর বয়স ২৫ থেকে ২৪ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী এসসি/এসটি জন্য ৫ বছরের, ওবিসি ক্যাটাগরির জন্য ৩ বছরের এবং দৈহিক প্রতিবন্ধীদের জন্য ১০ বছরের বয়সের ছাড় দেওয়া হবে। 

মাসিক বেতন:- ট্রেনিং চলাকালীন প্রত্যেক চাকরিপ্রার্থীরা স্টাইফেন পাবেন। এছাড়া বেতন সংক্রান্ত বিস্তারিত তথ্য জানার জন্য রেলওয়ের অফিশিয়াল ওয়েবসাইটে ফলো করুন। 

আবেদন পদ্ধতি:- আবেদন করতে হবে অনলাইন মাধ্যমে, এর জন্য সর্বপ্রথম ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ের ওয়েবসাইট www.wer.indianrailways.gov.in এটাতে প্রবেশ করতে হবে। এরপর রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য একটি বৈধ ইমেইল আইডি এবং ফোন নাম্বার লাগবে। এরপর আবেদন ফর্মে সঠিক তথ্য ইনপুট করে পূরণ করতে হবে। সবশেষে প্রয়োজনীয় ডকুমেন্ট যেমন আইডি প্রুফ, শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, বয়সের প্রমাণপত্র, ছবি এবং সিগনেচার করে আবেদন ফি জমা দিয়ে তার একটা প্রিন্ট আউট নিয়ে নিজের কাছে রাখতে হবে। 

আবেদন ফি:- আবেদন ফি বাবদ ১৪১ টাকা দিতে হবে। মহিলা সংরক্ষিত চাকরিপ্রার্থী এবং দৈহিক প্রতিবন্ধীদের জন্য শুধুমাত্র একটি ৪১ টাকা ফি  দিলেই হবে। 

নিয়োগ প্রক্রিয়া:- এই চাকরি পরীক্ষায় নিয়োগের জন্য কোন রকম লিখিত পরীক্ষা হবে না। শুধুমাত্র শিক্ষা ক্ষেত্রে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে যোগ্যতা তিনি নির্বাচন করা হবে। এরপর ডকুমেন্ট ভেরিফিকেশন করে চূড়ান্ত নিয়োগ করা হবে। 

আবেদনের শেষ তারিখ:- আবেদন করা যাবে ২৯  সেপ্টেম্বর পর্যন্ত। চাকরিপ্রার্থীরা west central railway তে অ্যাপ্রেন্টিসের বিভিন্ন পদে আবেদনের জন্য ইচ্ছুক রয়েছেন, তাঁরা অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করুন উপরে বর্ণিত আবেদন প্রক্রিয়া মাধ্যমে।

Leave a Comment

Join Group Join Group