এই পূজায় কলকাতা মেট্রোর তরফ থেকে দিচ্ছে উপহার সস্তায় পাবেন স্মার্ট কার্ড

যেহেতু এবার কলকাতায় পুজোর আগেই বৃষ্টি মেঘাচ্ছন্ন দেখা গিয়েছে। তাই কলকাতার ঠাকুর দেখায় ভিড় নিয়ে অনেকেই চিন্তায় আছেন তবে আপনারা কিন্তু এবার ভিড় জঞ্জার এড়াতে মেট্রোতে ঘুরেই কিন্তু প্রতিমা দর্শন করতে পারবেন। চতুর্থী থেকে নবমী পর্যন্ত কলকাতার রাস্তায় নামলেই দেখা যায় ভিড় জঞ্জাট আর সেই জন এড়াতে আপনিও কিন্তু মেট্রোতে ঘুরে ঘুরে মন্ডপে ঠাকুর দেখতে যেতে পারবেন মিনিটে মিনিটে চলে মেট্রোরেল উত্তর থেকে দক্ষিণ আর হাওড়া থেকে সল্টলেক যানজট এরিয়ার সমস্ত জনপ্রিয় মণ্ডপে আপনাকে পৌঁছে দেবে কলকাতা মেট্রো।

সূত্রের খবর ব্যস্ত সময় পাঁচ মিনিট এবং দুপুরের সময় আট মিনিট মেট্রো চালাবার পরিকল্পনা করা হয়েছে এছাড়া যাত্রীদের সুবিধার জন্য চালু করা হয়েছে টুরিস্ট স্মার্ট কার্ড। এই বিশেষ কার্ড কিনলে নির্দিষ্ট সময়ে যতবার খুশি ততবার মেট্রোতে উঠানামা করা যাবে। তিন দিনের ভ্যালিডিটি সহ এই কার্ডের দাম মাত্র ২৫০ টাকা এবং পাঁচ দিনের ভ্যালিডিটি সহ এই কার্ডের দাম ৫৫০ টাকা। শহরে যেকোনো মেট্রো রেলওয়ে টিকিট কাউন্টার থেকে আপনারা এই কার্ডটিকে সংগ্রহ করতে পারবেন।

আরোও পড়ুন:- পশ্চিমবঙ্গ বিদ্যুৎ উন্নয়ন নিগম নিয়োগ ২০২৫ – WBPDCL-এ ৪৯৩ শূন্যপদে আবেদন করুন।

Join Group Join Group