জমি বাড়ি রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় সরকারি হেল্পলাইন নম্বর, কিভাবে সুবিধা পাবেন!

জমি বিক্রয় করার সময় রেজিস্ট্রি একটি খুব জটিল নিয়মকানুন সম্পন্ন পদ্ধতি। কারণ জমি কেনা বেচার সময় জমির খতিয়ান ও নকশা যাচাই করা দলিল, মিউটেশন এবং খাজনার কাগজপত্র পরীক্ষা করার মাধ্যমে জমি রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়। এ সমস্ত কাজের জন্য একটি আইন বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া অবশ্যই উচিত। কিন্তু অনেক সময় জমি বাড়ি কেনাবেচার ক্ষেত্রে দালালের খপ্পরে পড়তে হয়। এর জন্য অনেক বাড়তি অর্থ বেরিয়ে যায় সাধারণ মানুষের। কিন্তু সরকারের তরফ থেকে হেল্পলাইন নম্বর চালু হয়েছে যার মাধ্যমে দালালি থেকে আপনি সম্পূর্ণ মুক্তি পাবেন। 

অনেক সাধারণ মানুষ জমি ক্রয়-বিক্রয়ের সময়ে কিছু দালালের সম্মুখীন হয় যাদের মাধ্যমে হয়রানের শিকার হতে হয়। কিছু বিভ্রান্তিমূলক তথ্য তাদেরকে দেওয়া হয় বলে অনেক সময় রেজিস্ট্রেশন প্রক্রিয়া সঠিক পথে যেতে হয় না। এই সমস্ত ঘটনা কমানোর জন্যই সরকারের পক্ষ থেকে নতুন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে জমি বাড়ির রেজিস্ট্রেশন ব্যাপারে। 

সরকারের তরফ থেকে হেল্প লাইন পরিষেবা চালু করার উদ্দেশ্য :- 

১) সাধারণ মানুষ যাতে কোন দালাল বা মধ্যস্ততাকারী ব্যক্তির সাহায্য ছাড়াই সহজ উপায়ে জমি বা বাড়ি রেজিস্ট্রেশন করতে পারেন। তার জন্য দুর্নীতিমূলক কার্যকলাপ রোধ করার জন্যই সরকারি হেল্পলাইন পরিষেবা চালু করা হয়েছে। 

২) জমি বাড়ি রেজিস্ট্রেশন প্রক্রিয়া যাতে সহজতর হয় এবং জমি বাড়ির রেজিস্ট্রেশন প্রক্রিয়ার সম্পর্কে স্বচ্ছতা প্রদান করার জন্যই হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে।

৩) সরকারের পক্ষ থেকে প্রদান করা হেল্প লাইন নম্বরে যদি কোন সাধারণ নাগরিক ফোন করে তাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়ার সম্পর্কে সমস্যার কথা জানায় সরাসরি তারা সমাধান পাবেন। 

৪) স্ট্যাম্প সংক্রান্ত বিষয়, দলিলের প্রকারভেদ, ই-ডিড প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত ধারণা দিতে হেল্পলাইন পরিষেবা চালু করা হয়েছে। 

আরোও পড়ুন:- রাজ্যে স্বাস্থ্য বিভাগে ২৪২ জন স্বাস্থ্যকর্মী নিয়োগ, আবেদন তারিখ সহ আবেদন সংক্রান্ত তথ্য জানুন বিস্তারিত!

এই পরিষেবা কিভাবে কাজ করবে:- রাজ্য সরকার তরফ থেকে হেল্পলাইন নম্বরটি সরকারের অনলাইন পোর্টাল www.igr.wb.gov.in এই ওয়েবসাইটে প্রকাশ করা হবে। যাতে সরাসরি এই ওয়েবসাইটে প্রবেশ করে হেল্পলাইন নম্বরটির সাহায্য পেতে পারেন সাধারণ নাগরিকরা। এই হেল্পলাইন নম্বরে ফোন করে ই-ডিড জমা দেওয়ার ব্যাপার, দলিলের রেজিস্ট্রেশন, দলিলের সার্টিফাইড কপি তোলা এবং স্টাম্পের ব্যাপারে বিশদে জানতে পারবেন। 

সরকারি তরফ থেকে হেল্পলাইন পরিষেবা মাধ্যমে সাধারণ নাগরিকের জমি বাড়ি রেজিস্ট্রেশনে কি কি সুবিধা হবে?

১) দালাল বা কোন মধ্যস্থতাকারী ব্যক্তির কাছ থেকে বিভ্রান্তিমূলক তথ্য পাওয়া থেকে বিরত থাকবেন। জমি বাড়ির রেজিস্ট্রেশন এর জন্য কোন দালালের ওপর নির্ভর করতে হবে না। 

২) সরকারের কাছ থেকে সরাসরি ফোনের মাধ্যমে যোগাযোগ করার ফলে রেজিস্ট্রেশন সংক্রান্ত সমস্ত তথ্য সঠিক পাবেন যার ফলে বিভ্রান্তি দূর হবে সাধারণ নাগরিকদের। 

৩) ঘরে বসেই শুধুমাত্র একটি কল করেই সমস্ত সুযোগ সুবিধা পাবেন যার মাধ্যমে কোথাও দূরে যেতে হবে না, এরপরে সময় বাঁচবে। এছাড়া দালালকে অর্থ না দেওয়ার জন্য অনেকটা অর্থ সাশ্রয় হবে সাধারণ নাগরিকদের। 

 রাজ্য সরকারের তরফ থেকে জমি বাড়ি রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় হেল্পলাইন পরিষেবা চালু করার মাধ্যমে সাধারণ নাগরিকদের রেজিস্ট্রেশন প্রক্রিয়ার সংক্রান্ত বিষয়ে অনেকটা সচেতনতা আনবে। জমি বাড়ির রেজিস্ট্রেশন এর ব্যাপারে স্বচ্ছতা এনে দেবে যার ফলে রেজিস্ট্রেশন প্রক্রিয়ার সম্পর্কে সাধারণ মানুষের যে একটা ভীতি কাজ করতো সেটা অনেকটাই দূর হবে। বলা যায়, এখন থেকে জমি বাড়ির রেজিস্ট্রেশন প্রক্রিয়া অনেকটা সহজ হয়ে যাবে যার ফলে সাধারণ মানুষ অনেকটাই উপকৃত হবেন।

Join Group Join Group