UPPSC APO নিয়োগ পরীক্ষা হলো উত্তরপ্রদেশ পাবলিক সার্ভিস কমিশন দ্বারা পরিচালিত সহকারি প্রসিকিউশন অফিসার নিয়োগের পরীক্ষা। এই পরীক্ষা মূলত নেওয়া হয় যারা আইন বিভাগে স্নাতক ডিগ্রী অর্জন করেছেন তাদের জন্য। সহকারী প্রসিকিউশন অফিসারদের কাজ হল প্রধান প্রসিকিউশন অফিসারদের আইনি কাজকর্মে সাহায্য করা এবং মামলার প্রমাণ সংগ্রহ করা। যে সমস্ত প্রার্থী আইনি বিভাগের স্নাতক ডিগ্রী অর্জন করেছেন, তাদের জন্য একটি ভালো পরীক্ষা হলো এটি। আগ্রহী চাকরিপ্রার্থীরা এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন UPPSC APO এর অফিসিয়াল ওয়েবসাইটে আবেদনের মাধ্যমে।
নিয়োগ সংস্থা: উত্তর প্রদেশ পাবলিক সার্ভিস কমিশন।
শূন্য পদের সংখ্যা: মোট শূন্যবাদ রয়েছে ১৮২ টি।
ক্যাটেগরি অনুযায়ী শূন্য পদের শ্রেণীবিন্যাস :
অসংরক্ষিত চাকরিপ্রার্থীদের জন্য (UR) ২৭ টি।
তফসিলি জাতি ক্যাটাগরির চাকরি-প্রার্থীদের জন্য (এসসি) ৬৭ টি।
তফসিলি উপজাতি (ST) ০৯ টি
অন্যান্য অনগ্রসর শ্রেণী (ওবিসি) ৬১ টি
অর্থনৈতিকভাবে দুর্বল অংশ (EWS) ১৮ টি
শিক্ষাগত যোগ্যতা:- এই পরীক্ষায় আবেদনের জন্য আবেদনকারী কে আইনি বিভাগের স্নাতক হতে হবে। এনসিসি থেকে বি সার্টিফিকেট থাকলে এবং টেরিটোরিয়াল আর্মিতে দু বছরের কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
বয়স সীমা:- এই পরীক্ষা আবেদনের জন্য সর্বনিম্ন বয়স হচ্ছে ২১ বছর এবং সর্বোচ্চ বয়স ৪০ বছর। এস সি এবং এসটি প্রার্থীদের জন্য ৫ বছরের এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ১৫ বছরের বয়সের ছাড় দেওয়া হবে।
বেতন স্কেল:- এই কাজের জন্য বেতন স্কেল থাকবে মাসিক ৪৭,৬০০ থেকে ১,৫১,১০০ টাকা।
আবেদন প্রক্রিয়া:- আবেদন করতে হবে অনলাইন মাধ্যমে।
১) সর্বপ্রথম চাকরিপ্রার্থীকে UPPSC-এর অফিসিয়াল ওয়েবসাইট uppsc.up.nic.in প্রবেশ করতে হবে।
২) এরপর মোবাইল নাম্বার এবং বৈধ ইমেইল আইডি দিয়ে একটি রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পরে রেজিস্ট্রেশন নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।
৩) এরপর আবেদন পত্র দেখতে পাবেন, সেখানে নিজের তথ্য সঠিকভাবে পূরণ করুন। উল্লেখিত ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করুন।
৪) সবশেষে আবেদন ফি জমা দিয়ে সাবমিট অপশনে ক্লিক করুন।
আবেদন ফি:- জেনারেল, ওবিসি, ইডব্লিউএস ক্যাটেগরিদের জন্য আবেদন ফি ১২৫ টাকা, তপশিলি জাতি ও উপজাতি এবং প্রাক্তন কর্মীদের জন্য আবেদন ফি ৬৫ টাকা, দৈনিক প্রতিবন্ধীদের জন্য আবেদন ফি ২৫ টাকা করা হয়েছে।
নিয়োগ প্রক্রিয়া:- এই চাকরি পাওয়ার জন্য চাকরিপ্রার্থীদের তিন ধরনের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। প্রিলিমিনারি, মেইন এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচিত করা হবে। যোগ্যতম নির্বাচিত প্রার্থীদের তিনটি পরীক্ষাতেই উত্তীর্ণ হতে হবে।
আবেদনের সময়সীমা:- আবেদন করা যাবে ১৬ই সেপ্টেম্বর থেকে। আবেদন প্রক্রিয়া চলবে ১৬ই অক্টোবর পর্যন্ত।
আগ্রহী চাকরিপ্রার্থীরা, যারা আইনি বিভাগে স্নাতক উত্তীর্ণ হয়েছেন, তাদের জন্য এটা বিরাট সুযোগ উত্তর প্রদেশ রাজ্যের জন্য সহকারি অফিসার হওয়ার। আগ্রহী চাকরিপ্রার্থীরা নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন।