দেশের মহিলা ক্ষমতায়নে নতুন দিশা দেখাচ্ছে LIC. ভারতীয় জীবন বীমা নিগম (LIC) মানেই দেশের সাধারণ মানুষের ভরসা। স্বাধীনতা পরবর্তী সময়ে ১৯৫৬ সালে LIC প্রতিষ্ঠা করেছিলেন দেশের প্রধানমন্ত্রী জহরলাল নেহরু। তারপর থেকেই কয়েক দশক ধরে দেশের মানুষের বীমা সম্পর্কিত সমস্ত সমস্যার সমাধান করে আসছে LIC। কর্মসংস্থান তৈরির ক্ষেত্রেও বিরাট অবদান রেখেছে LIC
এবার দেশের মহিলাদের কর্মসংস্থানের ক্ষেত্রে বিরাট বিপ্লব এনেছে LIC। LIC এর বিমা সখী যোজনা প্রকল্পে লক্ষ লক্ষ নারীদের অর্থনৈতিক উন্নতি ঘটছে। কেন্দ্রের গ্রামীণ উন্নয়ন মন্ত্রকের উদ্যোগে NRLM (জাতীয় গ্রামীণ জীবিকা মিশন) প্রকল্পের মাধ্যমে গ্রামের সেলফ হেল্ফ গ্রুপের(SHG) মহিলারা গ্রামে গ্রামে LIC বীমা পরিষেবা প্রদান করতে পারবে। বীমা পরিষেবা প্রদানের জন্য তাদের প্রাথমিক প্রশিক্ষণ দেওয়া হবে। বীমা পরিষেবা বিক্রি করতে পারলেই তারা পাবে কমিশন। এই কমিশনের মাধ্যমেই প্রতিমাসে বিরাট অংকের টাকা রোজগার করার হাতছানি থাকছে মা- বোনেদের কাছে। একনজরে দেখে নেবো এই প্রকল্পের খুঁটিনাটি।
এই প্রকল্পের সুবিধা গুলি হল -গ্রামীণ মহিলাদের কর্মসংস্থান করা। মহিলাদের প্রশিক্ষণের মাধ্যমে ক্ষমতায়ন বৃদ্ধি করা।বীমা পলিসি বিক্রির মাধ্যমে অর্থনৈতিক আয়ের সুযোগ তৈরি করা। মহিলাদের সামাজিক স্বীকৃতি প্রদান। গ্রামীণ মহিলাদের ডিজিটাল প্রশিক্ষণ দেওয়া।
আরো ও পড়ুন:- রান্নার গ্যাসরান্নার গ্যাসের দাম নিয়ে বিরাট সিদ্ধান্ত সরকারের। উপকৃত হবে গ্রাহকরা।
এই প্রকল্পের আবেদনে প্রয়োজনীয় যোগ্যতা গুলি হল-আবেদনকারীদের NRLM এর অধীনে SHG- এর সদস্য হতে হবে। প্রার্থীদের বয়স -২০-৪৫ বছর হতে হবে। প্রার্থীদের নূন্যতম সাক্ষরতা ও প্রশিক্ষণ গ্রহণের যোগ্যতা থাকতে হবে। আবেদনকারীদের স্মার্ট ফোন ব্যবহারের দক্ষতা থাকতে হবে।
এই প্রকল্পে যে কাজ গুলি করতে হবে সেগুলি হল -বীমা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা। LIC বীমা পলিসি বিক্রি করতে হবে। প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা (PMJJBY) এবং প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা (PMSBY) প্রকল্পের বীমা বিক্রি করতে হবে। গ্রাহকদের পলিসি ক্লেম ও সাটেলমেন্ট করতে হবে।
এই প্রকল্পের আবেদনের জন্য যে ডকুমেন্টসগুলি প্রয়োজন , সেগুলি হল -SHG – সদস্যপদের সার্টিফিকেট দিতে হবে। আবেদনকারীর আধার কার্ড ও এডুকেশনাল সার্টিফিকেট প্রয়োজন। প্রার্থীদের মোবাইল নং ও ব্যাংক একাউন্ট দিতে হবে।
এই প্রকল্পের পিছনে সরকারের উদ্দেশ্য হল -গ্রামীণ মহিলাদের কর্মসংস্থান সুযোগ তৈরি করা।SHG মহিলাদের আর্থিক রোজগার বৃদ্ধি করা। গ্রামের পিছিয়ে মানুষকে বীমা সম্পর্কে সচেতন করা। মহিলাদের সামাজিক স্বীকৃতি প্রদান করা। প্রশাসনিক কাজে মহিলাদের সংখ্যা বৃদ্ধি করা।
এই প্রকল্পে অন্তর্ভুক্তির জন্য আবেদনের পদ্ধতি গুলি হল-স্থানীয় SHG সমন্বয়কারী বা কৃষি বিজ্ঞান কেন্দ্র কিংবা NRLM কেন্দ্রে গিয়ে আবেদন করতে হবে। প্রয়োজনীয় তথ্য জমা দিতে হবে। প্রশিক্ষণ গ্রহণ ও সার্টিফিকেট গ্রহণ করতে হবে। তারপরই প্রার্থীরা বীমা সখি হিসাবে কাজ শুরু করতে পারবেন।
বীমা সখী হিসাবে কত টাকা উপার্জন করতে পারবেন একজন ব্যক্তি সেটাও দেখে নেওয়া যাক। একজন সখী প্রতি পলিসিতে ১০-৩০ হাজার পর্যন্ত কমিশন পাবেন। পলিসি সেটেলমেন্টে ও থাকছে অতিরিক্ত আর্থিক সুবিধা। বীমা সখীর ইনকাম নির্ভর করবে পলিসি বিক্রির উপর। তবে, মাসিক নয় বাৎসরিক হিসাবে ধরলে প্রতিমাসে ১০-১৫ হাজার টাকা রোজগারের সুযোগ থাকছে একজন বীমা সখীর কাছে। তাই এই প্রকল্প গ্রামীণ মহিলাদের কাছে কর্মসংস্থানের জোয়ার নিয়ে এসেছে।