জাগো প্রকল্পে ৫০০০ টাকা দিচ্ছে মমতা, কারা পাবেন জেনে নিন।

মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বের নারী ক্ষমতায়নে বিপ্লব ঘটেছে। কন্যাশ্রী, রূপশ্রী ও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে স্বাবলম্বী হয়েছে রাজ্যের লক্ষ লক্ষ মহিলা। আবার, মহিলাদের ক্ষমতায়নের জন্য নতুন প্রকল্পের অনুমোদন দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। রাজ্যের মা- বোনেদের জন্য  নতুন ” জাগো প্রকল্প” উদ্বোধন করল নবান্নে।

“জাগো বাংলা” প্রকল্প নারী ক্ষমতায়নে একটি উদ্ভাবনী স্কিম। রাজ্যের মহিলাদের আর্থিক স্বাধীনতা প্রদান হল এই প্রকল্প মূল উদ্দেশ্য। মহিলাদের আর্থিক উন্নতি ঘটনার জন্য এই প্রকল্পের মাধ্যমে সরাসরি আর্থিক সাহায্য করা হবে। এই টাকা মহিলারা নিজেদের ব্যক্তিগত কাজে কিংবা নতুন উদ্যোগ শুরু করার কাজে লাগাতে পারবেন। এই প্রকল্পে উপকৃত হবে রাজ্যের কয়েক লক্ষ মহিলা।

এই প্রকল্পের সুবিধা হল – রাজ্যের মহিলাদের আর্থিক সহায়তা হিসাবে এককালীন ৫০০০ টাকা প্রদান করা হবে। এই বিরাট অংকের টাকা তাদের ব্যাংক একাউন্টে সরাসরি জমা করা হবে। এই টাকা রাজ্যের মা- বোনেরা নিজেদের ইচ্ছা মতো ব্যবহার করতে পারবেন। এবছরের দুর্গোৎসবের আগে রাজ্যের মহিলারা এই বিরাট আর্থিক সহায়তা পেতে চলেছেন।

আরো ও পড়ুন: দীর্ঘ প্রতীক্ষার অবসান, প্রকাশিত হল রাজ্যে স্টাফ নার্স নিয়োগের বিজ্ঞপ্তি। দেখে নিন আবেদনের খুঁটিনাটি।

এই প্রকল্পের সুবিধা পেতে প্রয়োজনীয় যোগ্যতা হল – প্রার্থীকে অবশ্যই রাজ্যের বাসিন্দা হতে হবে। শুধুমাত্র মহিলারায় এই প্রকল্পের উপভোক্তা হতে পারবেন। প্রার্থীর নূন্যতম বয়স অবশ্যই ১৮ বছর হতে হবে। প্রার্থীকে অবশ্যই কমপক্ষে এক বছরের পুরোনো স্বনির্ভর গোষ্ঠী (সেলফ হেল্প গ্রুপ) -এর সদস্য হতে হবে। প্রার্থীর ব্যাংক একাউন্টে পূর্বের ৬ মাসের লেনদেনের ইতিহাস থাকতে হবে। সেলফ হেল্প গ্রুপে প্রার্থীর নামে অবশ্যই পূর্বের লোনের রেকর্ড থাকতে হবে।

এই প্রকল্পে আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্র গুলি হল – প্রার্থীর আধার কার্ড, ভোটার আইডি কার্ড, প্যান কার্ড, স্বনির্ভর গোষ্ঠীর সদস্য প্রমাণপত্র, ব্যাঙ্কের পাশবুক ও শেষ ৬ মাসের লেনদেনের আপডেট এবং গোষ্ঠীর লোনের লেনদেনের রেকর্ড।

এই প্রকল্পের উদ্দেশ্য গুলি হল – এই প্রকল্পের দ্বারা রাজ্যের মহিলাদের আর্থিক উন্নতি ঘটানো। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যে নারী ক্ষমতায়ন বৃদ্ধি করা। এই প্রকল্পের সুবিধার দ্বারা মহিলাদের ছোট ব্যবসা অথবা দোকান খোলার কাজে সহযোগিতা করা। এই আর্থিক সাহায্যের ফলে রাজ্যের মহিলাদের সামাজিক সম্মান ও মর্যাদা বাড়বে। “জাগো প্রকল্প” লক্ষ লক্ষ মহিলাদের সামাজিক স্বীকৃতি প্রদান করবে ।

নারী ক্ষমতায়নে রাজ্যের অন্য প্রকল্পের সাথে এই জাগো প্রকল্পের তুলনা হল – “কন্যাশ্রী প্রকল্পে” ১৮ বছর বয়সে মহিলারা এককালীন ২৫হাজার টাকা পান। “রুপশ্রী প্রকল্পে” মহিলারা ১৮ বছর  বয়সের পর বিবাহের সময় এককালীন ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা পান। “লক্ষ্মীর ভান্ডার” প্রকল্পে রাজ্যের মা- বোনেরা ২৫ বছর পর প্রতি মাসে ১০০০-১২০০ টাকা পান। কিন্তু এই “জাগো প্রকল্পে” স্বনির্ভর গোষ্ঠীর মহিলা এক কালীন ৫ হাজার টাকা আর্থিক সাহায্য পাবেন। এটা কোন লোন নয় বরং মহিলাদের নিজের টাকা যা দিয়ে তারা ছোট ব্যবসা বা উদ্যোগ শুরু করতে পারবেন।

জাগো প্রকল্পে আবেদন করার পদ্ধতি হল – সরাসরি রাজ্য সরকারের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন মহিলারা।

Leave a Comment

Join Group Join Group