মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যের জনসাধারণের জন্য বিভিন্ন রকম কর্মসূচি গ্রহণ করেছেন, যার মাধ্যমে রাজ্যের সকল সাধারণ মানুষ আর্থিকভাবে উপকৃত হচ্ছেন। এইবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের অঙ্গনওয়াড়ি ও আশা কর্মীদের জন্য একটি নতুন পদক্ষেপ নিলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সকল প্রকল্প সূচনা করেছেন তার মাধ্যমে রাজ্যের স্কুল পড়ুয়া থেকে শুরু করে মহিলা, বৃদ্ধ-বৃদ্ধা, যুবক সম্প্রদায় এবং অন্যান্য কর্মসংস্থানে জড়িত মানুষরা আর্থিকভাবে উপকৃত হয়ে থাকেন। এইবার রাজ্যের অঙ্গনওয়াড়ি কর্মী এবং আশা কর্মীদের জন্য মোবাইল কেনার টাকা বরাদ্দ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
অনেকদিন ধরেই এই প্রসঙ্গে জল্পনা চলছিল, শেষ পর্যন্ত সমস্ত জল্পনা অবসান ঘটিয়ে কর্মসূচি গ্রহণ করা হলো মুখ্যমন্ত্রী তরফে। মোবাইল কিনার জন্য প্রত্যেকের একাউন্টে দেওয়া হয়েছে ১০০০০ টাকা করে। কিন্তু কেন হঠাৎ এমন পদক্ষেপ নেওয়া হল রাজ্য সরকারের তরফে?
বর্তমানে ডিজিটাল সময়ে একটি অ্যান্ড্রয়েড ফোন ছাড়া সুষ্ঠ কাজ ও উন্নত পরিষেবা পাওয়া সম্ভব নয়। এজন্য যাতে অঙ্গনওয়াড়ি কর্মী এবং আশা কর্মীরা তাদের কাজ আরো ভালোভাবে করতে পারে এবং জনসাধারণকে এবং অঙ্গনওয়াড়ি শিশুদের পড়াশোনার ক্ষেত্রে ভালো পরিষেবা দিতে পারে তার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে।
রাজ্যের সকল অঙ্গনওয়াড়ি কর্মী এবং আশা কর্মীদের ব্যাংক একাউন্ট ইতিমধ্য ১০ হাজার টাকা করে পেয়ে গিয়েছেন মোবাইল কেনার জন্য। এছাড়া বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি লিখে প্রত্যেক অঙ্গনওয়াড়ি কর্মী এবং আশা কর্মীর উদ্দেশ্যে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন।
আরোও পড়ুন:- পশ্চিমবঙ্গ পুলিশ SI পরীক্ষার উত্তরপত্র জারি করা হয়েছে, নির্দিষ্ট লিঙ্ক ডাউনলোড করে দেখে নিন!
মুখ্যমন্ত্রীর সই করা প্রীতি ও শুভেচ্ছা বার্তার চিঠিতে লেখা ছিল, ‘আমাদের এই প্রয়াস আপনাদের প্রতিদিনের কর্মযজ্ঞে নতুন উদ্দীপনা যোগাবে এবং শিশু ও মাতৃকল্যাণে আরও অগ্রগতি আনবে- এই আশা রাখি।’ ভবিষ্যতেও তিনি তাদের পাশে থাকবেন এমনটাও জানিয়েছেন।
প্রসঙ্গত, গত ফেব্রুয়ারি মাসেই রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বাজেট প্রকাশ করার সময় ঘোষণা করেছিলেন, রাজ্যের ৭০ হাজার আশা কর্মী এবং লক্ষাধিক অঙ্গনওয়াড়ি কর্মীর জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে মোবাইল কেনার জন্য। এতদিন অপেক্ষার পর সেই টাকাই ঢুকলো রাজ্যের অঙ্গনওয়াড়ি কর্মী এবং আশা কর্মীদের ব্যাংক একাউন্ট।
এখন থেকে আশা কর্মী ও অঙ্গনওয়াড়ি কর্মীদের ব্যক্তিগত ফোন তাদের কর্মস্থলে ব্যবহার করতে হবে না। সরকারের তরফ থেকে যে টাকা দেওয়া হয়েছে ফোন কেনার জন্য, সেই টাকায় ফোন কিনে তারা সরকারি কাজ করতে পারবেন।
রাজ্য সরকারের তরফে মোবাইল কেনার জন্য টাকা দেওয়ার মাধ্যমে অঙ্গনওয়ারী কর্মী, আশা কর্মীদের যেমন কাজকর্ম পরিচালনা করতে অনেকটাই সুবিধা হবে, সেইসাথে তাদের কাজ করার প্রতি আগ্রহ বাড়বে। রাজ্য সরকারের এই প্রয়াস অঙ্গনওয়াড়ি কর্মী এবং আশা কর্মীদের অনেকটাই মুখে হাসি ফুটিয়েছে।